একটি গল্প শুনেছিলাম। দাম্পত্য অশান্তির তিক্ত অভিজ্ঞতার কারণে এক পিতা তার পুত্রকে ওসিয়াত করছিলেন যে, ‘বাবা আর যা-ই করো না কেন জীবনে বিয়ে করবে না’। ছেলে বাবাকে বলেছিল, ‘জ্বি বাবা, আপনি একটুও দুশ্চিন্তা করবেন না, আপনার এই ওসিয়াত নিশ্চয়ই আমি আপনার নাতীদের কাছে পৌঁছে দিয়ে যাব'।
আমাদের শিক্ষা ব্যবস্থায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক—এমনকি কেরানি হওয়ার জন্যও কিছু না কিছু শেখানো হয়; কিন্তু স্বামী-স্ত্রী হওয়ার জন্য কোনো বিশেষ শিক্ষা নেই। অথচ আমরা আর যা কিছুই হই বা না হই, স্বামী-স্ত্রী হওয়ার আবশ্যকতা প্রায় শতভাগ।
দাম্পত্য জীবনকে মোটেই হাল্কাভাবে দেখলে চলবে না; কারণ আপনি চান কিংবা না চান এটা আপনার প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাতকে প্রভাবিত করবে। আপনার জীবনে সফলতা ব্যর্থতার গতিপথ নির্ধারণে প্রত্যক্ষ ভুমিকা রাখবে।
তাই এই জীবন যারা শুরু করেননি তাদের যেমন এ বিষয়ে জ্ঞান প্রয়োজন, যারা জ্ঞানহীন পথ চলে অনেক দূর এসেছেন ঠিকই, কিন্তু পথ ক্লান্ত-শ্রান্ত করে ছেড়েছে; কিংবা যারা ক্লান্ত হননি, তবে ভবিষ্যতে হতেও চান না তাদের সকলেরই প্রয়োজন। এমন সকলের জন্যই এই বই “ভালোবাসার চাদর”।
Abu Ameenah Bilal Philips was born in Jamaica, but grew up in Canada where he accepted Islam in 1972. He completed a diploma in Arabic and a B.A. from the College of Theology (Usool-ud-Deen) at the Islamic University of Madeenah in 1979. At the University of Riyadh, College of Education, he completed a M.A. in Islamic Theology in 1985 and in the department of Islamic Studies at the University of Wales, U.K. he also completed a Ph.D. in Islamic Theology in 1994. He taught Islamic Education and Arabic in private schools in Riyadh for over ten years and for the past three year he has been lecturing M.Ed. students in the Islamic Studies department of Shariff Kabunsuan Islamic University in Cotabato City, Mindanao, Philippines. Since 1994 he has founded and directed The Islamic Information Center in Dubai, U.A.E. and the Department of Foreign Languages at Dar al Fatah Islamic Press in Sharjah, U.A.E. ' to 'Dr. Abu Ameenah Bilal Philips was born in Kingston, Jamaica, but grew up in Canada where he accepted Islam in 1972. He completed a diploma in Arabic and a B.A. from the College of Theology (Usool-ud-Deen) at the Islamic University of Madeenah in 1979. At the University of Riyadh, College of Education, he completed a M.A. in Islamic Theology in 1985 and in the department of Islamic Studies at the University of Wales, U.K. he also completed a Ph.D. in Islamic Theology in 1994. He taught Islamic Education and Arabic in private schools in Riyadh for over ten years and for the past three years he has been lecturing M.Ed. students in the Islamic Studies department of Shariff Kabunsuan Islamic University in Cotabato City, Mindanao, Philippines. Since 1994 he has founded and directed The Islamic Information Center in Dubai, U.A.E. and the Department of Foreign Languages at Dar al Fatah Islamic Press in Sharjah, U.A.E.
ড.বিলাল ফিলিপ্স এবং মুস্তফা আল জিবালী রচিত"Garments of love and mercy" বইয়ের বাংলায় অনুদিত বই " ভালোবাসার চাদর"। এখানে বিয়ে বিষয়ক A to Z গাইডলাইন দেয়া হয়েছে। বিয়ের শুরু থেকে শেষ,প্রতিটি ধাপ কিভাবে ইসলামকে আঁকড়ে ধরে পালন করা যায় তা সহজভাবে দেখানো হয়েছে। স্বামী- স্ত্রী নির্বাচন পর্ব থেকে শুরু করে বিয়ের প্রস্তাব, বিয়ের অনুষ্ঠান, বিয়ের পরবর্তী জীবনে স্বামী স্ত্রীর অধিকার কর্তব্য- খুঁটিনাটি সব গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়েছে।বইটা প্রত্যেকের পড়া উচিত। ইসলাম অনুযায়ী দাম্পত্য জীবন কেমন হওয়া উচিত তা এই বই পড়লে জানতে পারবেন।
ইসলামিক বিধান অনুযায়ী বিয়ে মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি হওয়া সত্ত্বেও একবিংশ শতাব্দীর দিকে তাকালে আমরা দেখতে পাই সে গুরুত্বের রূপরেখা কতটা ভিন্নরূপে প্রবাহিত হয়েছে আর এর জন্য পশ্চিমা জীবন ধারার মাত্রাতিক প্রভাবকে দায়ী করা যেতেই পারে। কি ধরনের দাম্পত্য জীবন একজন মানুষের বিশেষত মুসলিমের জন্য সাবলীল বা সুখ বয়ে আনে তাকে ইসলামের আলোকে বুঝে উঠার আগেই ভিন দেশী ক্ষণিক আকর্ষণ বা জীবনযাত্রার আগ্রাসী প্রভাবের কারনে হাজারো তরুন তরুনী বিয়ের মত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়েও ভুলে সিদ্ধান্তে পায়। ফলাফল, সাময়িক সুখের হলেও বাস্তবতা আমাদের বলে দাম্পত্যকলহ, বিবাহবিচ্ছেদ ইতিহাসের সর্বচ্চ পর্যায়ে পৌঁছেছে। লেখক বিলাল ফিলিপ্স “ভালোবাসার চাদর” বইতে দাম্পত্য জীবনের এসকল সমস্যার কারন এবং ইসলামের আলোকে তার বাস্তবসম্মত সমাধান সুন্দর ভাবে তুলে ধরেছেন। বিবাহ পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে এর সমাপ্তি পর্যন্ত বর্তমান জীবনধারার আলোকে তিনি তুলে ধরতে চেয়েছেন যেন একজন নব্য স্বামী বা স্ত্রী হতে যাওয়া একজন মুসলিমের দাম্পত্য জীবনে সুখের দেখা মেলে।
বিবাহ পূর্ব অবস্থা থেকে শুরু করে জান্নাতে একত্রিত হওয়া পর্যন্ত পূর্ণ প্যাকেজ এই বই।ড.আবু আমীনাহ বিলাল ফিলিপস এবং মুস্তফা আল-জিবালী কর্তৃক রচিত আবদ আল-আহাদ অনূদিত বইটি প্রত্যেকের পড়া উচিত যদি সে বিবাহের ইচ্ছা রাখে।
কল্যাণময় বন্ধন,স্বামী-স্ত্রী নির্বাচন পর্ব,বিয়ের প্রস্তাব,আকদ অনুষ্ঠান,বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন শিরোনামে উঠে এসেছে বিয়ের এ টু জেড।
বই শুধু পড়ার জন্য পড়া না,এই বই পড়ে সে অনুযায়ী স্বামী-স্ত্রী তা পালন করলে আসলেই তা হবে পরিপূর্ণ ভালোবাসার চাদর।
বইটির নাম বেশ মুগ্ধ করেছিলো আমাকে, বর্তমান সমাজে মুসলিমদের চরিত্রের সুন্দরতা ধরে রাখা কঠিন। লেখক বইটির শুরুতেই উল্লেখ করেছে পুরুষ কিসের অভাববোধ করে আর এই অভাববোধ তার বিবেচনা করার ক্ষমতা কিভাবে নষ্ট করে, প্রতিনিয়ত প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা কিভাবে ক্ষণিকের শান্তি ছড়িয়ে দিয়ে সংসার থেকে পুরুষদের মন নিয়ন্ত্রণ করে নিজের কাছে রাখে, এই সকল বিষয়ে স্বচ্ছ আলোচনা রয়েছে বইটিতে। বিয়ে করার সুফল গুলো তুলে ধরেছেন লেখক, আরও উল্লেখিত করা হয়েছে পাত্র এবং পাত্রী নির্বাচনের সঠিক পদ্ধতি, বিয়ে করার আগে অবশ্যই একবার বইটি পড়া উচিত হয়তো এটা জীবন চলার পথে সাহায্যকারী হয়ে উঠবে।
আবু আমিনাহ বিলাল ফিলিপস এবং শাইখ মুহাম্মদ আল জিবালীর ২ টি বইয়ের সম্মিলিত অনুবাদ। শুরুর দিকে বিয়ের ফিকহ পরের অংশে 'ফ্রেজাইল ভেসেল' বইয়ের অনুবাদ করা হয়েছে। উন্নত লেখা, প্রাঞ্জল অনুবাদ, পৃষ্ঠাসজ্জাও ভালো। সব মিলিয়ে এই বইটি এই বিষয়ে যথেষ্ট বলা চলে।😉
কর্মজীবনে নিজেকে উপযুক্ত করার জন্য মানুষ কত লেখা-পড়া করে, দেশ-বিদেশে কত কোর্স আর প্রশিক্ষণ গ্রহণ করে; কিন্তু সে তুলনায় দাম্পত্য জীবনকে মূল্যায়ন করে না বললেই চলে। অথচ কর্মজীবনের চেয়ে দাম্পত্য জীবন মানুষের সামগ্রিক জীবনে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি চান কিংবা না চান এটা আপনার প্রতিটি সকাল, সন্ধ্যা, রাতকে প্রভাবিত করবে; প্রত্যক্ষ ভূমিকা রাখবে আপনার জীবনে সফলতা-ব্যর্থতার গতিপথ নির্ধারণে। আর এই দাম্পত্য জীবনের শুরুর আগ থেকে চলমান থাকা এবং এর শেষ অব্দি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন এই "ভালোবাসার চাদর" বইটি।
বই - ভালোবাসার চাদর লেখক - ড. আবু আমীনাহ বিলাল ফিলিপস এবং মুস্তাফা আল-জিবালী অনুবাদক - আবদ আল-আহাদ প্রকাশনী - সিয়ান পাবলিকেশন লিমিটেড পৃষ্ঠা সংখ্যা - ১৯২ প্রচ্ছদ মূল্য - ২৮৮৳ প্রাপ্তিস্থান - wafilife.com
বইয়ের প্রচ্ছদের সৌন্দর্য, পৃষ্ঠা-প্রিন্টের মান - এসব দিক থেকে 'সিয়ান পাবলিকেশন' বরাবরই অতুলনীয়। কিন্তু এই বইয়ের প্রচ্ছদটা আমার একটু বেশিই প্রিয়।
বইয়ের শুরু হয়েছে চৌধুরী সাহেব ছদ্মনামে এক বাস্তব দুনিয়ার রক্তমাংসে গড়া অন্ধকার জগতের বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ এক ব্যক্তির জীবণের এক রাতের ঘটনা দিয়ে, যে রাতের জন্য তিনি হোটেলে একজন শয্যাসঙ্গিনীসহ রুম বুকিং দেন। এই ঘটনা এবং চৌধুরী সাহেবের জীবনের একই ধরনের আরও একাধিক ঘটনার আলোকে দেখা যায় পতিতাবৃত্তি ব্যবসায় মূল প্রতিদ্বন্দ্বী হলো সুখী পরিবার-ব্যবস্থা ও সুখী দাম্পত্য-জীবণ, কারণ এদেরকে খদ্দের বানানো যায় না সহজে। তাই পতিতাদেরকে অনুগত ও মনোহরা স্ত্রীসুলভ আচরণের শিক্ষা দেয়া হয় নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে, যেন স্ত্রীদের বিপরীতে একজন পুরুষ এদের কাছে এসেই অধিক প্রশান্তি লাভ করে।
আজকের দুনিয়ায় অমুসলিম এবং নামকাওয়াস্তে মুসলিম দম্���তিদের জন্য পরিবারকে ধরে রাখা হয়ে দাঁড়িয়েছে এক বড় রকম চ্যালেঞ্জ। মানুষ যে সমাজে বাস করে তার প্রভাব থেকে সে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে কখনোই পারে না, তাই নির্দেশনা প্রয়োজন প্র্যাক্টিসিং মুসলিমদের জন্যও। তাদের জন্যই এই বইটি।
পাত্র-পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতা, দাম্পত্য জীবনের সমস্যাবলি, স্বামী-স্ত্রীর একে-অপরের প্রতি দায়িত্ব-কর্তব্য এবং তালাকের বিধান পর্যন্ত প্রতিটি স্তর আলোচনা করা হয়েছে এই বইটিতে। এখানে কোনো অতিরঞ্জন বা অতিকথন নেই, আছে প্রত্যেকটি ক্ষেত্রে কুরআন-হাদীসের রেফারেন্স।
কল্যাণময় বন্ধন, স্বামী-স্ত্রী নির্বাচন পর্ব, বিয়ের প্রস্তাব, আকদ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, একসাথে পথচলা, বাসর রাত, দৈহিক মিলন, স্ত্রী যখন একাধিক, ওয়ালীমা বা বৌভাত, নিষিদ্ধ বিয়ে, স্ত্রীর অর্থনৈতিক নিরাপত্তা, স্ত্রীর অধিকার স্বামীর কর্তব্য, স্বামীর অধিকার স্ত্রীর কর্তব্য, শেষ কথা - এভাবে করা হয়েছে বইটির অধ্যায় বিন্যাস। যার প্রতিটিতে আমাদের সমাজের প্রচলিত কুপ্রথাগুলো চিহ্নিত করার পাশাপাশি ইসলামিক চর্চা কি হওয়া উচিত, তা তুলে ধরা হয়েছে।
বিয়ের মধ্য দিয়ে দুজন মানুষের একটি নতুন জীবনের সূচনা হয়।অতএব এই জীবনে পদার্পণটা যেন সর্বোত্তম পন্থায় হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তাই এই জীবনে যারা যাত্রা শুরু করেননি তাদের যেমন এ বিষয়ে জ্ঞান প্রয়োজন, যারা পথ চলতে চলতে ক্লান্ত; কিংবা যারা ক্লান্ত হতে চান না, তাদের সকলের জন্যই 'ভালোবাসার চাদর'। নিজেকে জড়িয়ে রাখুন, সঙ্গীকেও!♥