What do you think?
Rate this book


115 pages, Hardcover
First published December 1, 1936
"আমার নিকট থেকে তোমারে নিয়েছে কেটে কখন সময়!
চাঁদ জেগে রয় তারা-ভরা আকাশের তলে,
জীবন সবুজ হয়ে ফলে,
শিশিরের শব্দে গান গায় অন্ধকার-
আবেগ জানায় রাতের বাতাস!" (কয়েকটি লাইন)
"এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি;
সারারাত দখিনা বাতাসে
আকাশের চাঁদের আলোয়
এক ঘাইহরিনীর ডাক শুনি-
কাহারে সে ডাকে! (ক্যাম্পে)
ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয়,
কথা ভেবে – কথা ভেবে – ভেবে ।
এই ব্যথা - এই প্রেম সব দিকে রয়ে গেছে -
কোথাও ফড়িঙে-কীটে ,- মানুষের বুকের ভিতরে ,
আমাদের সবের জীবনে ।
বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো
আমরা সবাই। (ক্যাম্পে)
এছাড়া বেশকিছু কবিতা প্রশংসিতও হয়েছিল। বোধ কবিতায় অন্যায়, অত্যাচার, অবিচার নিয়ে কবির ভাবনা প্রকাশ পেয়েছে;শকুন কবিতায় এসেছে সাম্রাজ্যবাদ; প্রেম কবিতায় উঠে এসেছে প্রেম-ভালবাসার বিভিন্ন ধাপ; মাঠের গল্প কবিতায় কি নিখুঁত ভাবে সুন্দর উপমার মাধ্যমে জগত-সংসারের ধীরে ধীরে বয়ে চলা/ আবর্তনের কথা উঠে এসেছে! অন্যান্য কয়েকটি কবিতায় উঠে এসেছে জীবনের কথা, জীবন ধীর-লয়ে বয়ে চলার কথা, স্বপ্নের কথা, আকাঙ্ক্ষার কথা। কিংবা কখনও কবি আড়ালে থেকে ভালবেসে যাওয়ার কথা বলেছেন-
"তুমি তো জান না কিছু, না জানিলে -
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে!" (নির্জন স্বাক্ষর)
জীবন, প্রেম-অপ্রেম, অন্যায়ের বিপরীতে জেগে উঠা বোধের বিপরীতে কবি লিখেছেন হতাশা আর মৃত্যু কামনার পান্ডুলিপি। কাজেই ধূসর পান্ডুলিপি যথার্থ নামকরণ।
At the end of 2020, this book was a great delight🖤

যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে,—
পথের পাতার মত তুমিও তখন
আমার বুকের ’পরে শুয়ে র’বে?
অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
সেদিন তোমার!
তোমার এ জীবনের ধার
ক্ষ’য়ে যাবে সেদিন সকল?
আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,
তুমিও কি চেয়েছিলে শুধু তাই!—
শুধু তার স্বাদ
তোমারে কি শান্তি দেবে!—
আমি ঝরে যাব,—তবু জীবন অগাধ