কল্পবিজ্ঞান কিভাবে শুরু হয় তা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অব্দি সাহিত্যজগতে কল্পবিজ্ঞানের সমাদার বিশেষ ছিল না। কল্পবিজ্ঞানকে শুধু কল্পনা আর আজগুবির জগৎ থেকে টেনে এনে বিজ্ঞানভিত্তিক করে তোলার মূলে একজনের অবদান অনস্বীকার্য। ইনি হলেন উড ক্যাম্পবেল। বিজ্ঞান সুবাসিত কাহিনীর একটি সঙ্কলন বই প্রকাশিত হল। পাশ্চাত্য দেশে গল্প-উপন্যাসের এই ধারাটি খুবই পুষ্ট এবং সমৃদ্ধ। আমাদের দেশেও মৌলিক রচনা এবং অনুবাদের মাধ্যমে সাহিত্যের এই ধারাটি পুষ্টতর হচ্ছে।