ভয়ঙ্কর এক সমস্যার কারণে বিপর্যস্ত এক মানুষ তার সমস্যার সমাধান খুঁজতে এলেন ইকার সাহেবের কাছে। এই ইকার সাহেবের মাঝে একটা মিসির আলী মিসির আলী ভাব আছে, যা লেখক খুব জোর করেই ফোটানোর চেষ্টা করেছে। খুব বেশি সাইকোলজিকাল টার্ম ব্যবহার দেখে একটু বিরক্তিই লাগছিলো, তবে গল্পটি বেশ ভাল লেগেছেে। লেখকের লেখাও খুবই সাবলীল, পড়ে আরাম।