ডিপক্রিক রেঞ্জ। পঞ্চাশ বর্গমাইল এলাকা জুড়ে অপরূপ এক স্বর্গভূমি। শান্তিতে থাকবে, এই আশায় এখানে র্যাঞ্চ গড়ে তুলেছিল ন্যাট রাফ। কিন্তু চাইলেই কি শান্তি হয়? হঠাৎ দলবল নিয়ে হাজির হলো দুর্ধর্ষ, দুর্বিনীত এক লোক - জেড ডেভিড। এসেছে, ন্যাটের এলাকার সব গাছ কেটে সাফ করবে। রুখে দাঁড়াল ন্যাট রাফ। তারপর?
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
ন্যাট রাফ। দুর্ধষ এক পুরুষ। বাচ্চা কাল থেকেই বিপদের সাথে লড়াই করে বড় হয়েছে সে। ছোট থাকতে কোমাঞ্চিদের সাথে লড়াই করে, বড় হয়ে যুদ্ধের সময় সেনাবাহিনীতে মেজর পর্যন্ত পদে আসিন হয়েছিল। পরে রেঞ্জারের দায়িত্বও পালন করে সে। অনেক পরে সব ছেড়ে ছুড়ে দিয়ে ডিপক্রিক রেঞ্জে চলে আসে সে শান্তির খোজে। পঞ্চাশ বর্গমাইল এলাকা জুড়ে অপরূপ এক স্বর্গভূমি। শান্তিতে থাকবে, এই আশায় এখানে র্যাঞ্চ গড়ে তুলেছিল ন্যাট রাফ। কিন্তু বিপদও পায়ে পায়ে এসে হাজির হয়।
জেড ডেভিড। সব সময় সব কিছু পেয়ে নিজের ব্যাপারে অনেক বেশীই আত্মবিশ্বাসী সে। দুর্ধর্ষ, দুর্বিনীত এক মানুষ সে। হঠাত করেই একদল লোক নিয়ে ডিপক্রিক রেঞ্জে হাজির হল সে। উদ্দেশ্য এলাকার গাছ কেটে ফেলবে সে। যদিও সেটা বেআইনি কিন্তু আইনের সে থোড়াই কেয়ার করে। বাধা হয়ে দাঁড়াল রাফ। কারন কাছ কেটে ফেলে দিলে তার গরু চড়ানোর জন্য সব ঘাস মরে যাবে। বরাবরের মতই আত্মবিস্বাসী ডেভিড, কিন্তু সে এবার জানে না সে কার বিরুদ্ধে দাড়িয়েছে।