এককালের মুসলিম সম্ভ্রান্ত বংশের ছেলে কীভাবে এক খুনে ডাকাতদলের সর্দার হয়ে উঠলো তার আখ্যান এটি। ভাগ্যের নির্মম তাড়নায় হয়ে উঠলো ভারতবর্ষের সম্ভবত সবথেকে কুখ্যাত খুনী, ডাকাত দলের নেতা যাদের হাত থেকে রেহাই পায়নি কেউই। হোক সে সাধারন পথিক কিংবা নবাব সবজি খানের মতো সম্ভ্রান্ত, ক্ষমতাশালী লোক কেউই নিস্তার পায়নি তাদের কুটিল নজর থেকে। একসময়ের সিক্রেট এই দল কীভাবে একে একে ধরা পড়তে থাকলো ব্রিটিশ সৈন্যদের হাতে, কেন কীভাবে একে একে দলের একে অপরকে রাজবন্দী হয়ে ধরিয়ে দিতে লাগলো সেই নিষ্ঠুর, নির্মম কিন্তু অতিবাস্তব ঘটনা জানতে চাইলে পড়া শুরু করে দিতে পারেন।
এটা মনে হয় সেবার বইটা না। আমি সেবারটা পড়েছি। অনুবাদ খুব ঝরঝরে ছিলো। খুব দ্রুত পড়ে ফেলা যায়। বইটা ভালো লেগেছে। যদিও একজন ঠগীর বয়ানে লেখা তাই ঠগীদের উপরে রাগ ক্ষোভটা ঠিক আসেনা, কারণ এরা নিজেরা নিজেদের হির হিসেবে পোট্রে করে। আর ঠগীরা ইংরেজদের এত ভয় পেত এটা জানা ছিলো না।