সৌরজিৎ বসাক291 reviews6 followersFollowFollowAugust 14, 2024রবার্ট ব্লেক সিরিজ ভালো লাগলেও, এটি অতীব গাঁজা। একটি রুপোর পেয়ালা খুঁজে বার করার রহস্য কাহিনিতে প্রচুর প্লটহোল রয়েছে। মুদ্রণ প্রমাদও অন্য বইগুলির তুলনায় বেশি। তবে ভিলেনের প্রতি গল্পে জিইয়ে থাকার ব্যাপার থেকে গল্পটির এন্ডিং স্বাতন্ত্র্য পেয়েছে।