এক বন্ধু লিখেছেন, যখনই দাম্পত্য কলহের বিষয় হয়~ ফ্যান ফুলস্পিডে রাখা হবে, না কি তিন/চার-এ, তখনই বুঝতে হয়, শীত পড়ছে। সেই আবহ-কে সেলিব্রেট করার জন্য কাল রাতে পড়ে ফেললাম 'ফেরিওয়ালা Back2Back' বইটি। শুভ্রনীলের চমৎকার প্রিচ্ছদ দেখে মোহিত হয়ে বইটি খুলেই একটি গোত্তা খেতে হল। দেবজ্যোতি ভট্টাচার্য-র 'আংটি' খুলেই পেলাম সাগরিকা রায়-এর 'তখনও হিম পড়ছিল', অ্যান্ড ভাইস ভার্সা! ভাবলাম, এও কি প্রকাশকের নতুন কোনো টেকনিক, না গোদা ভুল? বইটির পরিবেশক অরণ্যমন-কে পরে চেপে ধরা যাবে ভেবে পড়ায় ব্যাপৃত হলাম।
আগে পড়লাম, 'তখনও হিম পড়ছিল'। লেখাটা ভালো। প্রাপ্তবয়স্ক পাঠকের ভালোলাগার মতো নানাবিধ উপাদানে ভরা। কিঞ্চিৎ সম্পাদকীয় কাঁচি চললে এই 'শঠে শাঠ্যং সমাচরেৎ' কাহিনিটি আরও উপভোগ্য হত। কিন্তু পরিতাপের বিষয়, জেমস হেডলি চেজ এবং আরও অগণন লেখক এই প্লট নিয়ে ইতিমধ্যেই লিখে ফেলেছেন। চরিত্রগুলোর নামই শুধু ভারতীয় হয়েছে। কিন্তু কাহিনির কাঠামো, চরিত্রদের পটভূমি, সবই হয়েছে বিদেশি থ্রিলারের মতো। ব্যাপারটা হয়তো সেই পাঠকদের খারাপ লাগবে না, যাঁরা পত্রপত্রিকায় এই ধরনের 'হিন্দের বন্দি' পড়েই আনন্দ পান। তবে আমার মন ভরল না।
এই বইয়ের দ্বিতীয় লেখাটি, অর্থাৎ দেবজ্যোতি ভট্টাচার্য-র 'আংটি' সলিড লাগল। ইতিহাস, অলৌকিক, রোমাঞ্চ, এবং খাঁটি দেশজ কল্পনার সাহায্যে একটি চমৎকার লেখা পেশ করেছেন লেখক। উক্ত আংটিটি আমার-আপনার 'পরার' মতো না হলেও লেখাটি নিঃসন্দেহে পড়ার মতো।
বইটির দাম ১৪০/- টাকা। আরেকটু কম হলেই যথাযথ হত হয়তো। তবু, চাদর মুড়ি দিয়ে পড়ার মতো বই চাইলে এটি স্বচ্ছন্দে হাতে তুলে নিতে পারেন। সময়টা দিব্যি কাটবে।