ক্লান্তিতে শরীর যখন ঝিমিয়ে পড়বে ঠিক তখনই আরামের একটা গোসল সেরে গরম গরম এক কাপ চা হাতে নিয়ে বইয়ের পাতা উল্টাতে হবে। আর ক্যাফেইনকে তোয়াক্কা না করে হুটহাট ঘুমিয়ে পড়লে স্বপ্নের মধ্যেও গল্পেরা এসে উঁকি দিয়ে যাবে।
একে একে শুনিয়ে যাবে মস্কো, লেলিনগ্রাদ, বুনো গোলাপ আর অক্টোবারের রাতগুলোর গল্প। ইস্টিমারের ডেক এ দাঁড়িয়ে বুড়োর ঊষা পাহারা দেওয়ার গল্প, ব্লুবেল এর মত সৌভাগ্য বয়ে আনা নীল রঙা ফুল, বৃষ্টি এনে দেওয়া কটকটে ব্যাঙ আর এক বৈমানিক এর গল্প। তবে অনুবাদক চাইলে সেসব গল্পের কিছু বাক্যকে আরেকটু বোধগম্য করতে পারতো!
গল্পগুলো আরামের! বৃষ্টির সন্ধ্যায় কাকভিজে হয়ে বাড়ি ফিরে এক কাপ গরম চা হাতে যে আরাম পাওয়া যায়,অথবা শীতের সকালে শিশির ভেজা ঘাসে হাটতে যেমন আরামটা পাওয়া যায়,কিংবা কাকডাকা ভোরে ঘুম ভেঙে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ শুনতে যেমন আরাম লাগে,গল্পগুলো সে রকম আরামের।