ছোটদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৃষ্টি করেছেন অদ্ভুতুড়ে এক দুনিয়া। খাপছাড়া মানুষ, ভূ্ত গোয়েন্দার পাশাপাশি ভিন গ্রহের আগন্তুকও ভিড় করে থাকে সে জগতে। আজগুবি সব কাণ্ডকারখানা, যা শেষ পর্যন্ত ছোটদেরকে দেখায় শুভ শক্তির আলো। রহস্য-ভূত-কল্পবিজ্ঞান-হাসির গল্প – সর্বত্রই যেমন আছে মজা, তেমনই আছে দিগন্ত-ভাঙা বড় জীবনের দিকনির্দেশ। আশ্চর্য কল্পনাশক্তি থেকে উঠে আসা একের পর এক চরিত্র একনিমেষে আপন হয়ে যায় কিশোর-কিশোরীর। বড়রাও গোগ্রাসে এইসব গল্প পড়েন হারানো ছেলেবেলার খোঁজে। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হল ‘কিশোর গল্পসমগ্র’ প্রথম খণ্ড। ছোটদের পাশাপাশি বড়দের কাছেও বহু-প্রত্যাশিত এক আনন্দ-উপহার।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক।
তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশের অংশ) জন্মগ্রহণ করেন—যেখানে তাঁর জীবনের প্রথম এগারো বছর কাটে। ভারত বিভাজনের সময় তাঁর পরিবার কলকাতা চলে আসে। এই সময় রেলওয়েতে চাকুরিরত পিতার সঙ্গে তিনি অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে তাঁর জীবন অতিবাহিত করেন। তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত।
তাঁর প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে সেই একই পত্রিকার পূজাবার্ষিকীতে তাঁর প্রথম উপন্যাস ঘুণ পোকা প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তাঁর প্রথম উপন্যাসের নাম মনোজদের অদ্ভুত বাড়ি।
এই গল্পগুলো নিয়ে কিছু লেখা একেবারেই নিষ্প্রয়োজন। এরা আমাদের ছোটোবেলার আমচুর ও ফুচকা, একটু বড়োবেলার এগরোল ও আমসত্ত্ব, আর এখনকার সোঁদা মাটির গন্ধ। এদের পড়তে গেলেও তাই সাহিত্যের রূপ-রস-গন্ধ-স্পর্শের বদলে ছোট্ট-ছোট্ট হাসি, মজা, অল্প গা-শিরশিরানি, আর ফেলে আসা সময়ের জন্য বুকের মধ্যে বেজে ওঠা একটা শুকনো হাহাকারই জেগে ওঠে। হয়তো আমার মতো অগুনতি পাঠককে এই অনুভূতিমালায় মুড়ে ফেলাতেই লেখকের সিদ্ধি। হয়তো এজন্যই শীর্ষেন্দু চিরকাল আমাদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে থাকবেন— যাঁর সুরের টানে আমরা হারিয়ে যেতে চাইব অলীক, অবাস্তব কোনো এক জগতে। আর কিচ্ছু লিখব না। বইয়ের গল্পগুলো এখনও না পড়ে থাকলে বলব, আপনি কী হারিয়েছেন তা আপনি নিজেই জানেন না। অবিলম্বে ত্রুটি সংশোধন করুন।
....সবাই আছে ভূত, অন্য গ্রহের প্রাণী আরো কত অদ্ভুতুরে সবকিছু নিয়েই ছোট ছোট গল্প, ছেলেবেলার দুপুরবেলার স্মৃতি সবাই আবার ভিড় করে আসে . আবার মনে পড়ল গোয়েন্দা বরদাচরণ, মনে পড়ল ঢেঁকুর, মাঝি , কালাচাঁদের দোকান, গন্ধটা বড় সন্দেহজনক. আজও এই অবেলায় তরতাজা সব গল্পের ঝুরি