আমি পড়লাম দীপ প্রকাশনের এডিশনটি। যেহেতু সেই এডিশনের আলাদা করে কোন ভ্যারিয়েশন অ্যাড করা নেই এখানে তাই এখানেই লিখছি যা লেখার।
শুকতারার পাঠকরা বাহাদুর বেড়ালকে না চিনে যান না। মজাদার এই বাঙালি বেড়ালের দুষ্টুমিষ্টি কীর্তিকলাপ নিয়েই বাহাদুরের সব কাহিনি। দুর্দান্ত আঁকা, দুর্দান্ত কালারিং। মজার ট্রিট বটে!
৫ তারাই পাওয়ার যোগ্য কিন্তু দীপ প্রকাশনের এই এডিশনে প্রচুর গল্প রিপিট হয়েছে। বইয়ের কলেবর কোনক্রমে ঠিকঠাক গোছের করার জন্য এমনটা না করলেও চলত। ভবিষ্যতে দেব সাহিত্য কুটীরের এডিশনটা যদি ভিন্ন হয় তবে সেটাও পড়ার ইচ্ছা রইল। পড়ার সুযোগ হলে সেটির কথা এর সঙ্গেই জুড়ে দেব।