সিরাজুল ইসলাম চৌধুরীর "নির্বাচিত প্রবন্ধ " বেশকিছু বিষয়কে নিয়ে নতুন করে ভাবতে শুরু করতে মগজে খোঁচা দিল। আবার আগেই জানা তথ্য, যুক্তি কিংবা ধারনাগুলোকে আরও একবার শাণিত করার মওকা মিলিয়ে দিল।
দীর্ঘজীবনে বহু দেখেছেন, শুনেছেন,জেনেছেন প্রথিতযশা ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম চৌধুরী। তাই লেখবার গন্ডিও বেড়েছেন,হয়েছে বহুধামুখী। তার সুস্পষ্ট ছাপ আছে প্রবন্ধ নির্বাচনেও। আপনার স্মৃতি থেকে রাজনীতি, শিক্ষা, সমাজ কিংবা সাহিত্য - প্রবন্ধের গতিবিধি কোনো নিয়ম মানেনি। তেমনি পাঠক হিসেবেও আমাকে ভাবতে বাধ্য করেছে।
সিরাজুল ইসলামের প্রজ্ঞা অবিসংবাদিত। কিন্তু সেই প্রজ্ঞাবান ব্যক্তি তাঁর চিন্তার ধারাকে নিয়ে গিয়েছেন ঘুরেফিরে মার্কসবাদে, অনেকক্ষেত্রেই অপ্রাসঙ্গিকভাবে এনেছেন সাম্রাজ্যবাদ, বামপন্থাকে।
সত্যিই ভালো লিখেন, ভাবেন, ভাবান সিরাজুল ইসলাম চৌধুরী। তবুও কিন্তু পেঁয়াজ খান। অর্থাৎ, সবকিছুর মাঝেই লুকায়িত পান সাম্রাজ্যবাদকে!