দাউদ ইব্রাহিম, দুনিয়া কাঁপানো এই মাফিয়া ডনের নাম কে না জানে? কিন্তু তার অপরাধ জীবনের শুরু হয়েছিলো মুম্বাই পুলিশের হাতের পুতুল হয়ে, সে কথা সবাই জানে কি? এরপর আস্তে আস্তে সে পরিণত হয় মুম্বাই পুলিশের-ই ত্রাসে। স্থানীয় সব প্রতিযোগীকে হটিয়ে দেয় বহির্বিশ্বের দিকে। "ডংরি টু দুবাই" প্রথম বই, যে গ্রন্থে লেখক ভারতের অপরাধ জগৎ এর ইতিহাসের নানা দইকইক প্রাঞ্জল লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। আসলে এই বই ডংরির এক ছেলে কি করে ডন হলো, কি করে দুবাই-এ জাঁকিয়ে বসলো, সেই রূপকথাকে হার মানানো জীবনের আখ্যান। তার সাহস, দৃঢ়তা, উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার প্রতি তীব্র মোহের বর্ণনা। প্রাঞ্জল ভাষায় বর্ণিত এই বইটি আপনার সামনে তুলে ধরবে ভারতীয় মাফিয়ার কার্যপ্রণালী আর অন্তর্দ্বন্দ্বের এর মন ভোলানো গল্প।
"Truth is stranger than fiction" - কথাটা যে কতটা সত্যি তার ই প্রমান 'ডংরি টু দুবাই'।। পৃথিবীর অন্যতম সেরা মাফিয়া ডন দাউদ ইব্রাহিম কস্কর এর বৈচিত্র্যময় জীবন, আন্ডারওয়ার্ল্ডে তার উত্থান, সাম্রাজ্যের বিস্ত্ৃতি মূলত বইয়ের মূল উপজীব্য হলেও পুরো লেখায় মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ইতিহাস টাই উঠে এসেছে।।