রবিশংকর বল পশ্চিমবঙ্গের খ্যাতনামা কথাসাহিত্যিক। জন্ম ১৯৬২ সালে। বিজ্ঞানে স্নাতক। ২০১১ সালে দোজখনামা উপন্যাসের জন্য বঙ্কিম স্মৃতি পুরস্কার পেয়েছেন।
গল্পগ্রন্থ দারুনিরঞ্জন রবিশঙ্কর বল এর গল্প আর্তোর শেষ অভিনয় জীবন অন্যত্র ওই মণিময় তার কাহিনী সেরা ৫০ টি গল্প
উপন্যাস নীল দরজা লাল ঘর পোখরান ৯৮ স্মৃতি ও স্বপ্নের বন্দর পাণ্ডুলিপি করে আয়োজন মিস্টার ফ্যান্টম বাসস্টপে একদিন মিলনের শ্বাসরোধী কথা নষ্টভ্রষ্ট এখানে তুষার ঝরে দোজখনামা আয়নাজীবন আঙুরবাগানে খুন জিরো আওয়ার
কবিতা ত্রস্ত নীলিমা ঊনপঞ্চাশ বায়ু
প্রবন্ধ সংলাপের মধ্যবর্তী এই নীরবতা কুষ্ঠরোগীদের গুহায় সংগীত মুখ আর মুখোশ জীবনানন্দ ও অন্যান্য
সম্পাদিত গ্রন্থ সাদাত হোসেইন মন্টো রচনাসংগ্রহ
জাহিদ সোহাগ : মানে আমি বলছি এই কারণে যে, আমাদের বাংলাদেশে রবিশংকর বলকে চেনা হচ্ছে দোজখনামা দিয়ে। এটাকে আপনি কীভাবে দেখবেন? মানে এখানেও একটা ট্যাগ আছে। রবিশংকর বল : এটা বলা কঠিন, তবু যদি বলো তবে আমি বলব, আমার "মধ্যরাত্রির জীবনী" উপন্যাসটা পড়া উচিত, "বাসস্টপে একদিন" উপন্যাসটা পড়া উচিত, "এখানে তুষার ঝরে" উপন্যাসটা পড়া উচিত। "স্মৃতি ও স্বপ্নের বন্দর", "ছায়াপুতুলের খেলা" অবশ্যই। এই কটা লেখা অন্তত। আর "পাণ্ডুলিপি করে আয়োজন" এই লেখাটা।
৩.৫/৫ "কণ্ঠস্বর : আমার জন্য আর কোনও গল্প নেই। মাল্যবান : কোনও গল্প ফুরোয় না ইউলিসিস। আপনি জানেন না, গল্প আসলে একটা জার্নি। জার্নি কখনও ফুরোয় না।"
"নির্বাসিতের কোনও আত্মকথা হয় না ডক্টর। নির্বাসিতের থাকে শুধু স্মৃতি আর স্বপ্ন। স্মৃতি আর স্বপ্নের চোরাটান তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়।"
"—কোথায় আপনার দেশ? —ইথাকা। ....
—কিন্তু ইথাকা তো ইউলিসিসের রাজধানী । —আপনি জানেন? —ঠাট্টা করছেন? —ইথাকা একটা স্বপ্ন ডক্টর। নির্বাসিত মানুষের স্বপ্ন। তার দেশ। ইথাকা তার একমাত্র স্মৃতি। — ইথাকা এখন কোথায় ? — কোথাও নেই। — তাহলে আপনি কোথায় যাবেন? —কোথাও না। ওটাই আমার দেশ ডক্টর, এই পৃথিবীতে যা কোথাও নেই।"
"The man who finds his homeland sweet is still a tender beginner; he to whom every soil is as his native one is already strong; but he is perfect to whom entire world is as a foreign land. The tender soul has fixed his love on one spot in the world; the strong man has extended his love to all places; the perfect man has extinguished his."