ধ্বংস পাহাড় (Masud Rana #1) এক প্রতিভাবান বিজ্ঞানী কবির চৌধুরী কাপ্তাই শহরের কাছে একটা পাহাড়ের ভেতর আলট্রা সোনিকস (অতিশব্দ) এবং অ্যান্টি-গ্র্যাভিটি নিয়ে গোপন গবেষণা করছিলো। কাপ্তাই বাঁধ তৈরির ফলে বিশাল লেকের নিচে তলিয়ে যাচ্ছে পাহাড়টা। তাই সে সিদ্ধান্ত নিলো পাকিস্তানের কোনো শত্রু দেশের (ভারত) সরবরাহ করা শক্তিশালী ডিনামাইট ফাটিয়ে উড়িয়ে দেবে বাঁধটা। আর সেটা ঠেকানোর দায়িত্ব পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট মাসুদ রানার উপর।
ভারতনাট্যম (Masud Rana #2) কিচ্ছু না, সাধারণ একটা সাংস্কৃতিক শুভেচ্ছা মিশন।
বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের মাসুদ রানাকে পাঠানো হলো ফটোগ্রাফারের ছদ্মবেশে। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়লো মোলাসেস সেন্ট- অর্থাৎ চিটাগুড়ের গন্ধ।
ব্যাপার কি? এ যে বিষাক্ত কেউটের চেয়েও ভয়ঙ্কর! রানার মৃত্যুসংবাদ প্রচার করেও কি ধোঁকা দেয়া গেল ওদের? স্বর্ণমৃগ (Masud Rana #3)
পাকিস্তান আমলের কথা। মাসুদ রানা চলেছে করাচী। সমুদ্রের ধারে পরিচয় হলো স্বর্ণমৃগের সাথে, খেলার ছলে। উপরি পাওনা হিসেবে রানার জীবনে এলো জিনাত সুলতানা।
এক অভিনব পন্থায় সোনা চোরাচালান হচ্ছে বাংলাদেশে (তদানীন্তন পূর্ব পাকিস্তানে)। রানার সাথে হলো প্রচণ্ড সংঘর্ষ। জীবনে এই প্রথম উপলব্ধি করল রানা, শক্তির দ্বন্দ্বে ওয়ালী আহমেদের ক্ষমতার কাছে সে একটি দুগ্ধপোষ্য শিশু-মাত্র।
কিন্তু পিছিয়ে এলো না রানা, আহ্বান করল নিশ্চিত মৃত্যুকে।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
এই বইটিতে এতগুলি স্টার দিয়েছি যতটা না বইটির লেখনির জন্য, তার চেয়ে অনেক বেশী আমাকে একটি সুন্দর আর উত্তেজনায় ভরপুর ছেলেবেলা দেয়ার জন্য।
I started reading this series when I was in class five 😋 and of course, I had to hide it from everyone as they considered Masud Rana series to be an adult one 😂 ভারতনাট্যম is the second book of this series and was first published in 1966. To me, it’s one of the best books of Rana. I kinda felt nostalgic while reading it. Although I don’t read the latest books in this series but it felt good to be reading the old ones again 💛🧡
মাসুদ রানার জগতে পদার্পণ করলাম তাহলে অবশেষে! স্কুলে থাকতে কয়েকটা বই পড়লেও সে সময় ভালো লাগেনি। মিড থার্টিতে এসে ভাল লাগা কাজ করলো! যাক বিষয় না, একটা কথা আছে না? "Better late than never"! দেরিতে হলেও মাসুদ রানা পড়ে ভাল লাগা শুরু হয়েছে এটাই বড় কথা! এই পথে তো হাঁটা কেবল শুরু করলাম, অনেক অনেক পথ পাড়ি দিতে হবে!