What do you think?
Rate this book


47 pages, Unknown Binding
First published January 1, 1981
"তোমার জন্য এনেছি যে উপহার
বলতে পারবে নাম?
রামধনু? ধ্যেৎ,চাইলে কি কেউ তার
ধরাছোঁয়া পায় নাকি?
অভ্রের খনি? নীল পাহাড়ের চুড়ো?
আমি কি বিড়লা টাটা?
তোমার জন্যে এনেছি রক্ত খুঁড়ে
চন্দন এক বাটি।"
কথোপকথন৬ঃ
কালকে এলে না, আজ চলে গেল দিন।
এখন গোধূলি, এখুনি বোরখা পরে
কলকাতা ডুবে যাবে গাঢ়তর হিমে।
এখনো কি তুমি খুঁজছ সেফটিপিন?
কথোপকথন ১১ঃ
পৃথিবীর কাছে আমি এইরকমই ভয়ঙ্কর বিস্ফোরণ।
কেবল তোমার কাছে এলেই দুধের বালক
কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলো ভিখারি
এক পয়সা, আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশী
আর কিছু ছিনিয়ে নিতে পারি না।
—মিথ্যুক।
—কেন ?
—সেদিন আমার সর্বাঙ্গের শাড়ী ধরে টান মারনি ?
—হতে পারে।
ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও?
–তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর
এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি ।
কিন্তু তার বদলে ?
–বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো?
–খেয়েছি।
কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি।
কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি।
আকাশটাকে ওমলেটের মত চিরে চিরে
নক্ষত্রগুলোকে চিনেবাদামের মত টুকটাক করে
পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মত মড়মড়িয়ে
আর গঙ্গা ?
সেতো এক গ্লাস শরবত।
—থাক। খুব বীর পুরুষ
—সত্যি তাই?
পৃথিবীর কাছে আমি এইরকমই ভয়ংকর বিস্ফোরণ।
কেবল তোমার কাছে এলেই দুধের বালক
কেবল তোমার কাছে এলেই ফুটপাথের নুলো ভিখারী
এক পয়সা, আধ পয়সা কিংবা এক পাউরুটির বেশী
আর কিছু ছিনিয়ে নিতে পারি না।
—মিথ্যুক।
—কেন?
—সেদিন আমার সর্বাঙ্গের শাড়ী ধরে টান মারোনি ?
—হতে পারে।
ভিখারীদের কি ডাকাত হতে ইচ্ছে করে না একদিনও?