নানান স্বাদের প্রাপ্তবয়স্ক থীমে লেখা বারোটা গল্প। সবচেয়ে ভাল লেগেছে মহাভারত আর অন্যান্য হিন্দু মীথ নিয়ে লেখা গল্পগুলো। ছেলেবেলায় উপেন্দ্রকিশোর রাউচৌধুরীর লেখা ছেলেদের রামায়ন আর ছেলেদের মহাভারত পড়েছি, বড় হয়ে আরো জেনেছি এই সম্পর্কে। সেই সব কাহিনীকে যেন নতুন রূপ দিয়েছেন ত্রিদিব কুমার চট্টোপধ্যায়।
ভাল লাগলো। বুরুন্ডি ভ্রমণে গিতেগা আর বুজুম্বুরা মিলিয়ে পড়লাম। কর্মসূত্রে ভ্রমণের একাকীত্বকে কাটাতে সাহায্য করায় ত্রিদিবকে ধন্যবাদ। আপনারব লেখা বড়দের অন্য গল্প-উপন্যাস পড়ার অপেক্ষায় রইলাম।
মাউন্ট ওয়েভারলি পাঠাগার থেকে বইটা ধার করেছি।