Jump to ratings and reviews
Rate this book

আই লাভ কুরঅান

Rate this book
কুরআনিয়্যাত সিরিজের প্রথম খন্ড।
কুরঅান কারীম বিষয়ক নানানধর্মী ছোট ও বড় লেখার সংকলন।
কুরআন কারীমকে ভালোবাসার, কুরআনকে বোঝার, কুরআনকে অাপন করে নেয়ার গল্প।

প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে। সবাই হয়তো ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা প্রকাশ করার উপলক্ষ্য খুঁজে পায় না। কেউ কেউ ভেতরে সুপ্ত থাকা ভালোবাসাটা টের পায় না। বইটা পড়লে আমাদের বিশ্বাস, তারা ভালোবাসাটা নতুন করে অনুভব করবেন।
আর হাঁ, বইটা তাফসীর নয়। তরজমা নয়। নয় কোনও গবেষণা। বইটাতে কুরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে জীবনঘনিষ্ঠ কিছু শিক্ষা তুলে আনার চেষ্টা করা হয়েছে। সিরিজের পরবর্তী বইগুলো সম্পর্কেও একই কথা।
.
বইটা সংকলন করার পেছনে আমাদের উদ্দেশ্য ছিল, আমরা যারা সাধারন মানুষ আছি, তাদের কলবে কুরআনি মহব্বত সৃষ্টি করা। কুরঅান কারীমের প্রতি আগ্রহী করে তোলা। আমাদের কাজ হল নিয়তকে খালেস করে মেহনত করে যাওয়া, ফলাফল বা সফলতা রাব্বে কারীমের হাতে।
.
এ-বইয়ে জটিল কোনও তত্ত্ব আনা হয়নি। দুর্লভ কোনও তথ্যও প্রকাশ করা হয়নি। নিতান্ত ঘরোয়া ভঙ্গিতে কিছু আয়াতঘেঁষা গল্প তুলে ধরা হয়েছে। ইবরত ছেঁকে আনা হয়েছে

400 pages, Hardcover

Published February 1, 2018

14 people are currently reading
94 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
30 (78%)
4 stars
4 (10%)
3 stars
3 (7%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Shahariar Ahammed.
93 reviews5 followers
July 15, 2021
জীবনে পড়া সেরা বইগুলোর একটা। কুরআন নিয়ে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। এখনো উপকৃত হচ্ছি বইটি দ্বারা। আল্লাহ শাইখের কলমে বারাকাহ দান করুন।
Profile Image for Mehraj Hussain kawsar.
94 reviews33 followers
May 11, 2023
এক কুরআন প্রেমিকের গল্প!!

কুরআন মানবজাতির কাছে প্রেরিত আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সর্বশেষ বার্তা। মানবজাতির একমাত্র সঠিক পথনির্দেশক এবং একমাত্র মুক্তির পথ। দুনিয়ায় যেমন আখিরাতেও তেমন। কেয়ামত পর্যন্ত এর কোনো বিকল্প নেই।

এমন কোনো মুসলমান নেই যে এ কথাটুকুর সাথে একমত নয়। অথচ অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো এমন মুসলমান আজ খুঁজে পাওয়া ভার যার জীবনে আসলেই আপনি এর বাস্তব প্রতিফলন দেখতে পাবেন। কুরআনের সঠিক মূল্যায়ন তো দূরের কথা নানান দুনিয়াবি বিষয়-আশয় নিয়ে ব্যস্ততার ৫ শতাংশও কুরআনের জন্য বরাদ্দ এমন মুসলমান সাধারণের মধ্যে মিলা ভার। অবশ্যই দ্বীনি শিক্ষায় যারা নিয়োজিত তাদের কথা আলাদা। কিন্তু কুরআন তো কেবল তাদের জন্য নাযিল হয়নি। গোটা মানবজাতির উপর নাযিল হয়েছে।

বইটি আমাদেরকে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিবে কুরআনের মর্যাদা আমদের জীবনে কতো বেশি হওয়া উচিত ছিল আর আমরা আজ তা থেকে কত দূরে অবস্থান করছি। বইটি আমাদের মনে আগ্রহ গড়ে তুলবে কুরআন বেশি বেশি তিলাওয়াত করার, তার অর্থ বুঝার পিছনে মেহনত করার আর তদনুযায়ী যথাসাধ্য আমল করার। অবশ্যই আমরা এ পথে আলেমদের সহযোগিতা ও দিকনির্দেশনার মুখাপেক্ষী। নিজে থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা থেকে বিরত থাকাই নিরাপদ।

বইটি জুড়ে রয়েছে কুরআনের অসংখ্য সুন্দর সুন্দর আয়াত ও সেগুলোর শিক্ষামূলক অসাধারণ সব ব্যাখ্যা। এগুলো পড়তে পড়তে কুরআনের সাথে আপনার সম্পর্ক আরও গভীর হতে, ভালোবাসা আরও গাঢ় হতে বাধ্য। কুরআনের এ এক বিষ্ময়কর মুজিযা আপনি যত বেশি সময় তার সাথে বেশি ব্যয় করবেন যত বেশি তা নিয়ে চিন্তা-গবেষণা করবেন আপনার পিপাসা আরও বেশি বাড়তে থাকবে।

বইটি জুড়ে রয়েছে জেনারেল পড়ুয়া,মাদ্রাসা পড়ুয়া,আলিম উলামা সর্বশ্রেণীর মুসলমানদের জন্য নানান উপদেশ। এমনকি একটি অধ্যায় রয়েছে যেখানে এক্কেবারে হাতেকলমে দেখিয়ে দেয়া হয়েছে কোন পদ্ধতি ও কি কি পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে একটি মাদ্রাসা সফলতার সাথে এক বছরের মধ্যেই ছাত্রদের কুরআনের তরজমা শিখিয়ে দিতে সক্ষম হবে, ইন শা আল্লাহ।

বই জুড়ে রয়েছে শাইখের কুরআনের প্রতি ভালোবাসার সাক্ষর। যা আমার মত অধমকে বারবার বিস্মিত করেছে। নিজের অবস্থার কথা ভেবে লজ্জিত ও অনুতপ্ত হয়েছি। তবে অবশ্যই কুরআনের প্রতি আগে থেকে আরেকটু বেশি মনোযোগী হওয়ার দৃঢ় ইচ্ছাশক্তি জেগে উঠেছে। তৌফিকদাতা আল্লাহ। এই বইয়ের সাথে সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দিন। শাইখকে আরও বেশি বেশি দ্বীন ও কুরআনের মেহনত করার তৌফিক দিন, হিদায়াত দান করুন, আমীন। সকল প্রশংসা এই বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর।
Profile Image for Rasel Khan.
170 reviews8 followers
September 12, 2022
📙 কুরআন, আল্লাহর কালাম। ১৪০০ বছর ধরে যা রয়ে গেছে অবিকৃত অবস্থায়৷ এ যেনো এক জীবন্ত মুজেযা।নবী বা সাহাবিরা যখন তেলাওয়াত করতো তখন ফেরেশতারাও চলে আসতো তা শুনতে৷ কাফেররা যা অস্বীকার করলেও শুনতে চলে আসতো রাসূলের (সা) ঘরের পাশে। কুরআনে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এত বছরেও একটি শব্দের মত শব্দ তৈরি করে কেউ দেখাতে পারেনি।

সালাফ-সালেফিনরা এই কোরআন শুধু পড়তোই না তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতো। আল্লাহ কখনো তেলওয়াত করতে বলেছেন তো আবার কখনো চুপচাপ শুনতে বলেছেন—নিতে বলেছেন এর শিক্ষাগুলো, প্রয়োগের আদেশ দিয়েছেন জীবনে৷

কুরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন। সুতরাং আপনি পড়ুন বা না পড়ুন, কাজে লাগান বা না লাগান এতে কুরআনের কিছু যায় আসে না। এতে ক্ষতি শুধু আপনারই। তাই কুরআন নিয়ে ভাবার সময় এসেছে। আর সময়ের এই ভাবনায় 'আই লাভ কুরআন' এক অনন্য সংযোগ বলে মনে করছি।

🔰 বইটিতে যা আছে

লেখক ভূমিকাতে বলে দিয়েছেন বইটি তার একক গবেষণার কাজ নয়৷ বইটিতে রয়েছে প্রচুর সংকলনের কাজ। সংকলন হোক বা লেখকের নিজস্ব লেখা হোক বইটিকে সাজাতে লেখক যে দক্ষতা দেখিয়েছে তা প্রশংসনীয়। চলুন দেখে নেই বইটিতে কী কী পাবেনঃ

হিযবী মিনাল কুরআন ~ হিযব হচ্ছে পড়া বা তেলওয়াত নির্দিষ্ট করে নেয়া৷ যেন ধারাবাহিকতা ঠিক থাকে আবার একঘেয়েমিতা চলে না আসে। নিয়মিত নির্দিষ্ট করে নিলে পড়ার মধ্যে তৃপ্তি চলে আসে৷ লেখক এখানে কোরআন হিযবের ঘটনা, নিয়ম, গুরুত্ব তুলে ধরেছেন যার মাধ্যমে জেনারেল শিক্ষিতদের বিষয়টি বুঝতে খুব সহজ হবে।

আই লাভ ইউ সুইটহার্ট ~ কুরআনের প্রতি ভালোবাসা কেমন হতে পারে কিছু ঘটনার মাধ্যমে লেখক তা দেখিয়েছেন এই অধ্যায়ে৷ কুরআনের প্রতি আমার -আপনার ভালোবাসার পরিমাণ কেমন তা খুব সহজেই তুলনা করতে পারবেন৷

কুরআনী প্রজন্ম ~ কুরআনী প্রজন্ম গড়ে তুলতে কী কী করা যেতে পারে সেই বিষয়ে লেখকের পরামর্শ রয়েছে এখানে। শুধু মনের ইচ্ছা আর মাদরাসায় ভর্তি করিয়ে দিলেই কাজ শেষ হয়ে যাবে না। আপনাকে যেতে হবে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে৷ যা আপনি এই অধ্যায়টি পড়লে বুঝতে পারবেন৷

জীবনের প্রয়োজনে কুরআন ~ কুরআন শ্রেষ্ঠ পথ প্রদর্শক। মানব জাতির এক মাত্র সংবিধান। এই কুরআন ছাড়া মানুষের গতি কোথায়? বইটির এই অংশে পাবেন কুরআনের মাধ্যমে কীভাবে জীবন রাঙাতে হবে, কীভাবে আপনার সমস্যা সমাধান করবেন, কীভাবে জীবনের পথের পাথেয় বানাতে হবে।

আয়াতমাখা গল্প ~ আয়াতমাখা গল্প অর্থ্যাৎ যে আয়াতগুলো নিয়ে তৈরি হয়েছে মানুষের জীবনের গল্প। এমন ঘটনা হয়ত লিখে শেষ করা যাবে না এক জীবনে। লেখক খুব বাছাই করে এমন কিছু গল্প তুলে এনেছেন যা আপনাকে বিপথ থেকে প্রত্যাবর্তন করতে সহায়তা করবে বলে মনে করি৷

মাদরাসাতুল আম্বিয়া ~ কুরআনে পূর্ববর্তী নবীদের ঘটনা এমনি এমনিই বর্ণনা করা হয়নি। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু আমরা তো পড়ারই সময় পাই না, শিক্ষা গ্রহণ করবো কীভাবে? লেখক এই অধ্যায়ে নবীদের জীবন থেকে কী কী শিক্ষা গ্রহণ করা যায় তা বিস্তারিত তুলে ধরেছেন। এক্ষেত্রে মূসা আ. ও ইউসুফ আ. এর জীবনীকে প্রাধান্য দেয়া হয়েছে।

কুরআনী ভাবনা ~ কুরআনী ভাবনা হলো কুরআন নিয়ে ভাবনা। কুরআন নিয়ে লেখক যে ৫০ টি ভাবনা তুলে ধরেছেন তা আপনার চিন্তার জগতে সাড়া ফেলে দিবে আমি নিশ্চিত। কুরআন নিয়ে এভাবেও ভাবা যায়??

মাদরাসাতুল কুরআন ~ বইটির সবচেয়ে বড় অংশ এই অধ্যায়৷ কুরাআনের পরিপূর্ণ মজা পেতে কুরআনের ভাষার বিকল্প নেই। সেটি রপ্ত করতে কী কী করণীয় লেখক তা ছোট ছোট পদক্ষেপ আকারে সাজিয়ে দিয়েছেন। তাছাড়া বিভিন্ন শিক্ষণীয় আয়াতের ব্যাখ্যাও রয়েছে।

📖 বইটি কেন পড়বেন?

কুরআন আমাদেরকে দেয়া হয়েছে পড়তে, বুঝতে এবং সেই অনুযায়ী আমল করতে। একটা সময় এই বিষয়টির কদর থাকলেও বর্তমান সময়ে কুরআনের প্রতি আমাদের ভালোবাসা শুধু মুখেই রয়ে গেছে৷ অথচ এর আসল উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে গিয়েছি অনেক।

মুখের ভালোবাসা থেকে যেন সেটি প্রায়োগিক ভালোবাসাতে পরিণত হয় সেই কারণেই পড়তে হবে আপনাকে বইটি। বইটি রচনা করার উদ্দেশ্���, লেখার উপস্থাপনা আপনাকে শুধু কুরআন পড়তেই বাধ্য করবে না, বুঝে শুনে জীবনে প্রয়োগ করতেও আগ্রহী করে তুলবে ইনশাআল্লাহ।

📝 পাঠ অনূভুতি

এক কথায় বললে আলহামদুলিল্লাহ। ছোট জীবনে যত বই পড়েছি তার মধ্যে উপরের দিকেই হবে বইটির স্থান। কুরআন পড়তে পারি কিন্তু তেমন ভাবে পড়া হয় না। আর পড়লেও কোরআন নিয়ে এভাবে কখনো চিন্তাই করা হয়নি। একটি বইয়ের সবচেয়ে বড় সাফল্য হলো পাঠককে চিন্তা করতে শেখানো। বইটি সেক্ষেত্রে শতভাগ সফল।

কুরআন নিয়ে এভাবে চিন্তা করা যায়, লিখা যায় এবং মানুষকে জানানো যায় বইটি না পড়লে জানতে পারতাম না। বইয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে যেন আল্লাহ কবুল করেন, ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার তৌফিক দান করেন। আমিন।

📜 সমালোচনা

আলোচনা-সমালোচনা নিয়েই জীবন। সমালোচনা মানেই নেগেটিভ কিছু নয়। একজনের চোখে যেটা ভালো লাগলে অন্য একজনের চোখে সেটা ত্রুটিযুক্ত মনে হতে পারে।

বইটির প্রোডাকশন, প্রচ্ছদ, পেজ যথেষ্ট উন্নত ছিলো৷ তবে পেজ সেট আপের সময়ে প্যারা গুলোর গ্যাপে যে আইকন ব্যবহার করা হয়েছে তা আমার ভালো লাগে নি। একই টপিকের একাধিক প্যারায় আইকন ব্যবহার দৃষ্টিকটু লেগেছে৷ দুই একটা শব্দের ফন্ট বিচ্ছিন্ন, কয়েকটি আরবি পরিভাষার স্পষ্ট বাংলা অর্থ করতে হয়ত ভুলে গিয়েছে লেখক। এছাড়া অন্য তেমন কোনো সমস্যা চোখে পড়েনি৷

📩 পরামর্শ

কোরআনের পাশাপাশি নামাজ, রোজা, ঈমানের উপরও এমন বই আনা সময়ের দাবি বলে মনে করছি। বিশেষ করে নামাজের উপর এমন বই বর্তমান প্রজন্মকে নামাজের প্রতি আগ্রহ করে তুলবে।

🖋 লেখক পরিচিতি

ইসলামি বইয়ের পাঠকদের কাছে মুহাম্মদ আতিক উল্লাহ এক পরিচিত নাম।তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই৷ তার প্রায় ২৪ টি বই বের হয়েছে মাকতাবাতুল আযহার থেকে৷ কুরআন নিয়ে এত যত্ন করে আগে কেউ আমাদের দেশে লিখেছে কিনা জানা নেই। লেখকের উন্নতি কামনা করছি।

সর্বশেষ বইয়ের একটি লাইন দিয়ে লেখা শেষ করলাম।
এক বুজুর্গকে প্রশ্ন করা হলো কুরআন কতটুকু তেলওয়াত করবো?
উত্তর দিলেন যতটুকু সৌভাগ্য তুমি চাও।

📚 বই পরিচিতি

নামঃ আই লাভ কুরআন
লেখকঃ মুহাম্মদ আতিক উল্লাহ
প্রকাশনাঃ মাকতাবাতুল আযহার
পৃষ্ঠাঃ ৪০০
মুদ্রিত মূল্যঃ ৬০০

রিভিউ লেখকঃ রাসেল খান
২৯-০৮-২০২২
Profile Image for Sayem Bin.
82 reviews
November 25, 2025
All time favourite book.....


One of my best book I have ever read in this year ..... I never read a Quran related book before ... In this journey I mustly say, that was a wounderful, knowledge gathering journey... I recommend this book to every Muslim ...
28 reviews
July 18, 2021
একবার পড়ে ফেলেছি,আরো একবার পড়া চলতেছে।এত অসাধারণ যে ভাষায় লেখার সামর্থ্য নেই।তবে এত টুকু বলতে পারি এটা পড়লে কুরআনের প্রতি মহব্বত অন্য উচ্চতায় পৌছে যাবে।
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.