কমিক বই: সাই-ফাই কমিক্স সংকলন পাবলিশার: ঢাকা কমিকস রেটিং: ৪.০/৫.০
কমিকসটি কিনেছিলাম অনেক আগে. কিন্তু পড়া হয়ে উঠে নাই. অসাধারণ একটা কমিকস. এটি একটি সংকলন.চারটি গল্প আছে. বিভিন্ন লেখকের. আবার কমিক রূপান্তর করেছেন পাঁচ জনে. কমিকের অংকন শৈলী অসাধারণ. যারা সায়েন্স ফিকশন প্রচুর পড়েন তাদের কাছে হয়ত গল্পগুলো পুরানো মনে হবে অথবা পরিচিত মনে হবে. কিন্তু যারা বড়দের কমিকস পছন্দ করেন তারা অবশ্যই মজা পাবেন. এই সংকলনটি যদিও বড়দের জন্য কিন্তু ছোটরাও পড়তে পারবে. ১৮+ কিছু নাই. ঢাকা কমিকসকে অসংখ্য ধন্যবাদ. অসাধারণ একটি কমিকস উপহার দেবার জন্য.
যারা মনে করেন অংকন শৈলী মার্ভেল বা ডিসি এর মত হবে তাদেরকে অনুরোধ করবো কমিকস এর গায়ে দামটাও একটু দেখে তারপর কমেন্ট করবেন. কারণ বইয়ের মুখবন্ধতে আমি পাবলিশারের এটি নিয়ে একটু দুঃখ দেখলাম. পাবলিশারকে আমি বলবো আপনারা অসাধারণ করেছেন. আমি মুগ্ধ. কারণ আমি কমিকসের একজন ফ্যান. এই কমিকসের গল্পগুলোর অসাধারণ অংশ ছিল গল্পের টুইস্ট. আমি আবারো বলবো অংকনশৈলী অসাধারন. হয়তো মার্ভেল এর মত পৃষ্টার কোয়ালিটি দিলে কালার ছবিগুলো দেখতে আরো অসাধারন লাগতো. কিন্তু তখন খরচটা অনেক বেড়ে যেতো যেটি বাংলাদেশের মতো জায়গায় একটু কঠিন. #ধুসরকল্পনা
Individual ratings: 1. বিশ্বাস ঘাতক: 2 stars. (The story was bad, illustration was amazing) 2. অনুপ্রবেশ: 3 stars. ( The story was okay, so was the illustration) 3. মানুষ: 3 stars. ( The story was not unique, bugcthe illustration was.) 4. পরাবাস্তবতার জগতে: 5 stars. ( Both the story andnd the illustration was fantastic)
এই সাই-ফাই কমিক্স সংকলনটিত অন্তর্ভুক্ত আছে, পাঁচটি কমিক্সে রূপান্তরিত সায়েন্স ফিকশন গল্প। এবং প্রতিটি গল্পেরই চমত্কার চিত্রাঙ্কন হয়েছে!!! তাই গল্পগুলো খুব আহামরি না হলেও, কমিক্স হিসেবে পড়ে খুব আনন্দ পেয়েছি।