What do you think?
Rate this book


135 pages
First published September 3, 1993
সে গ্রামের একজন কৃষক তাদের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে ছিল অনেকক্ষণ। যেন বুঝতে চেষ্টা করে তারা কে, কোথা থেকে এসেছে! তারা তো এ গ্রামের মানুষ নয়, তাহলে এরা বোধ হয়, ‘লাল ঝান্ডার’ লোক। কে জানে কী ভেবেছিল! কিন্তু যে-কোনো কারণেই হোক, কোথাও সে আঘাত পেয়েছিল বোধ হয়, তাদের পথচলার দম্ভের দিকে তাকিয়ে।
হঠাৎ সে যেন এক আশ্চর্যবোধে আপ্লুত হয়ে ওঠে।
হাত তুলে তাদের থামতে বলে, তারপর বাড়ন্ত ফসলের মাঠের চারদিকে আদর করার ভঙ্গিতে হাতটা ঘোরায়। সেই হাতটা এসে থামে নিজের বুকের ওপর, চাপড় দিয়ে বলে, “আমি।” এটাই তার পরিচয়, তার বিশ্বাস, তার অস্তিত্ব।
যেন সে একা কেউ নয়! কিন্তু সে ও তার ফসলের মাঠ দুজনে মিলে অনেক বেশি, অনেক বেশিকিছু। দিগন্ত ছুঁয়ে যে রং অহংকার করে, তার মতোই বড়, নিশ্চিত, অনেক দিনের। অথচ লোকটা নাকি ছিল একটু বোকা গোছের মানুষ, একজন প্রতিবন্ধী।