একদা পাঠকমহলে বিপুল জনপ্রিয় এই বইটি জয়ঢাক প্রকাশনের সৌজন্যে ফিরে এল আমাদের কাছে— অনেক-অনেক দিন পরে। এতে আছে~
১) দীনেন্দ্রকুমার রায়ের অতুলনীয় উপন্যাস 'পিশাচ পুরোহিত'— যা রচনার সময়ে (১৯১০) তো বটেই, আজও ব্যাপ্তি এবং মানব-মনের জটিলতাকে ভয়ের মোড়কে তুলে ধরায় অদ্বিতীয়।
২) হেমেন্দ্রকুমার রায়ের 'বিশালগড়ের দুঃশাসন'— ড্রাকুলার এই সংক্ষিপ্ত, কিশোর পাঠকোপযোগী, অথচ অত্যন্ত গতিময় বঙ্গীকরণটি এখনও পড়তে শুরু করলে শেষ না করে ছাড়া যায় না।
৩) মণিলাল গঙ্গোপাধ্যায়ের 'কায়াহীনের কাহিনি'— কয়েকটি অদ্ভুতরসের গল্পের এই সংকলনটি বইয়ের দুর্বলতম অংশ। কিন্তু তাতেও 'কংকালের টংকার' গল্পে ভূতেদের সামনে নিজের কবি-পরিচিতির প্রমাণ হিসেবে বানানো ইনস্ট্যান্ট কবিতাটি এমনই মনোহর যে শুধু ওটির জন্যই গোটা সংকলনটা উতরে যায়।
বইখানা ভারি সুন্দর ও শুদ্ধভাবে মুদ্রিত। তাই লেখা ও ছাপা মিলিয়ে এর সম্বন্ধেও বলতে হয়, "সবসে বড়া হ্যায় জাঁদরেল-জাঁদরেল!"
সুযোগ পেলেই পড়ে ফেলুন।