কল্যাণী দত্তের বই সম্পর্কে একটা কথাই বলা চলে। আর সেটা হল: এখনও পড়েননি বইগুলো? কী মুশকিল... আরে মশাই, যে বইয়ের গুণে আহ্লাদিত হয়েছিলেন স্বয়ং নবনীতা দেবসেন—তার কি আবার রিভিউ-টিভিউ লাগে নাকি? সুখপাঠ্য, সুভোগ্য, সুস্বাদু, সুপেয় ইত্যাদি প্রভৃতি যত সব বিশেষণ আছে—সব লাগিয়ে দিলেও এসব লেখার সঠিক বর্ণনা দেওয়া যায় না। এসব বই শুধু তারিয়ে তারিয়ে পড়তে হয় আর হারিয়ে যেতে হয়৷