জন্ম থেকে মৃত্যু -আমাদের প্রত্যেকের জন্যই কিছু মুহূর্তের সমষ্টি।সেই সমষ্টির হিসেব আমাদের জানা নেই।জানা নেই কখন,কোথায়,কীভাবে ওপারের যাত্রার জন্য আমাদের দুচোখ বন্ধ হয়ে যাবে! এসব কেবল তিনিই জানেন,যিনি আমাদের সৃষ্টি করেছেন-সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্যে, খেল-তামাশায় আমাদের বিভোর হয়ে থাকার জন্য নয়,নয় ভোগ-বিলাসে মত্ত হয়ে অন্ধকারে হারিয়ে যাওয়ার জন্য।দুনিয়ার এ জীবন থেকেই আমাদের চূড়ান্ত সফলতা লাভের পাথেয় সংগ্রহ করতে হবে।এ জীবনকে সাজাতে হবে ঠিক সেভাবে,যেভাবে সাজালে পরিমাণ সুন্দর হয়,ওপারের প্রতিটি মানজিলে পেরেশানিমুক্ত থাকা যাবে।তাই আসুন!আলোকিত জীবনের প্রতাশ্যায়.....সফলতা লাভেরই কিছু সবক অর্জন করি।
বইটির নামকরণের মতোই পুরো জীবনকে ইসলামের আলোকে সাজানো ও আলোকিত করার চাবিকাঠি আছে বইটিতে আলহামদুলিল্লাহ। বিষয়বস্তু বিস্তৃত এক্কেবারে একজন মুমিনের অন্তর,চিন্তা-চেতনা,কর্মনীতি তার একাকিত্ব জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবন কেমন হওয়া উচিত তার বিভিন্ন দিক নিয়ে।
বইটি মোট পঞ্চাশটি সুন্দর সুন্দর ও গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বারা সাজানো হয়েছে। অধ্যায়গুলো এরকমঃ- সৃষ্টিকর্তার সাথে শিষ্টাচার, সৃষ্টির সাথে শিষ্টাচার, দুশ্চরিত্রের লক্ষণ, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আমল করা, ঈমানের কতিপয় আমল, প্রতিপালক হিসেবে আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়ার অর্থ, আমাদের হতে হবে এক দেহের ন্যায়, গোপন পাপ, আল্লাহর সাথে নেককার বান্দাদের ঘনিষ্ঠতা ইত্যাদি। অধ্যায়গুলো কোরআনের আয়াত, হাদিস, সালাফদের উক্তি ও বিভিন্ন প্রজ্ঞাময় কথা ও ব্যাখ্যা দ্বারা সাজানো। যেগুলো যেকারো মন-মগজে নাড়া দেবে ইন শা আল্লাহ।
বইটি আপনার অন্তর প্রশান্ত করতে, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে, ঈমান ও আমল বৃদ্ধি করতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস ইন শা আল্লাহ। এটি এমনই একটি চমৎকার বই। আমি বইটি সবার জন্যই সাজেস্ট করবো। আর যারা আল্লাহর রাস্তার দা'য়ি তারা এই বইটিও নিজেদের হাদিয়ার তালিকায় যোগ করে নিতে পারেন। নতুন দ্বীনের প্রতি আগ্রহী এমন কারো জন্য বইটি জীবন পরিবর্তকারী প্রমাণ হতে পারে যদি আল্লাহ চান।
আর বইটির বাধাই,প্রচ্ছদ,ফরমেট,ডিজাইন সবকিছুই অত্যন্ত রুচিশীল ও উচ্চমানের। কাভারটা হার্ডকাভার না হলেও আরেকটু শক্ত হলে ভালো হতো। অনুবাদের মানও মা শা আল্লাহ খুবই ভালো। তাই সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ যেন উত্তম প্রতিদান দিন এই দোয়া করি। আর শাইখ খালিদ আল হুসাইন রহ. কে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নিন আর জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমীন। আর সকল প্রশংসা বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর।