"মজার ইতিহাস" বইটি যেন ইতিহাসের ক্লাসরুম ছেড়ে গল্পের বৈঠকখানায় বসে শোনার মতো এক অভিজ্ঞতা। এ কে এম শাহনাওয়াজ ইতিহাসের নানা চমকপ্রদ ঘটনা, প্রাচীন সভ্যতা থেকে আধুনিক সময় পর্যন্ত-ছোট ছোট কাহিনীর মাধ্যমে এমনভাবে উপস্থাপন করেছেন, যা এক নিশ্বাসে পড়ে ফেলার মতো। বইটি কিশোর পাঠকদের জন্য লেখা হলেও, ইতিহাসপ্রেমী যেকোনো বয়সী পাঠকের কাছেই এটি আনন্দদায়ক ও শিক্ষণীয় হবে বলে মনে করি। ইতিহাসকে এমন সহজ, প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলার জন্য লেখককে ধন্যবাদ জানাই