অসম্ভব সুন্দর একটি বই!! আরেক পড়ুয়া ভাইয়ের সাজেশনে বইটি কিনে পড়া শুরু করলাম কিন্তু মনে মনে ভাবছিলাম আমিতো এমনিতেই বই পড়তে ভালোবাসি তেমন কিই বা লাভ হবে আমার!? তবে পড়া কতদূর এগুনোর পরই বুঝতে পারলাম কতোই না ভুল ধারণা ছিল আমার!!
বইটি উম্মতের সকলের জন্য সমান ভাবে গুরুত্বপূর্ণ। যারা পড়তে ভালোবাসেন,যারা পড়তে ইচ্ছুক কিন্তু কোন না কোন অদ্ভুদ কারনে কখনো পড়তে পারে না বা যারা পড়াকে তেমন একটা গুরুত্বই দেন না নিজের বিবেক-বুদ্ধি বা বোঝকে যথেষ্ট মনে করেন, সকলেই এই বই থেকে লাভবান হতে পারবেন বলে আমি বিশ্বাসী।
যারা পড়তে ভালোবাসেন তাদেরকে বইটি একটি সুন্দর গাইডলাইন দিবে যাতে করে তাদের পড়াটা আরো সুশৃঙ্খল ও ফায়দাবান হয়, দুনিয়া-আখিরাত উভয় জায়গার জন্যে। যারা পড়তে ইচ্ছুক কিন্তু কোন কারনে পড়ার অভ্যাসটা গড়ে তুলতে পারছেন না, তাদেরকে পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তার আলোচনা পড়তে আগ্রহ যোগাবে ও তার সাথে পদ্ধতিও বলে দেবে কিভাবে একে অভ্যাসে পরিণত করা যায়। আর বাকিদেরতো পড়ার সম্ভাবনাই অতি নগন্য কিন্তু এর পরেও যদি ভুলে ভুলে পড়তে বসে যান, হয়তোবা জীবনের বাক পরিবর্তন করে দিতে পারে মাত্র ৫৬ পৃষ্ঠার এই বইটি।
বই পড়া যে কখনো শখ এর কাতারে আসতে পারে না সেটা লেখক সুন্দর করে বুঝিয়েছেন এই কিতাবে। পড়তে ভালোবাসি বই মুলত বই পড়ার গুরুত্ব এবং বই পড়া সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনায় ভরা। এখানে লেখক সুন্দর করে পয়েন্ট আকারে অল্প কথায় বিশাল মনোভাব প্রকাশ করেছেন। বই টি তিনটি ভাগে বিভক্ত যথা বই পড়ার গুরুত্ব, পদ্ধতি, বিষয়বস্তু। লেখক বই পড়ার জন্য বিগেনারদের জন্য সুন্দর একটি রোডম্যাপ দিয়েছেন এবং বিভিন্ন বই এর নাম ও উল্লেখ করেছেন। (অধিকাংশ আরবি বই এখনো বাংলাতে অনুবাদ হয়নি।)
*পরিশেষে লেখকের ভাষায় বলতে চাই, বই পড়া একটি যাত্র যার স্থায়িত্ব থাকবে মৃত্যুর আগ পর্যন্ত এবং এই যাত্রা অতি দীর্ঘ অতি কষ্টের তবে এর শেষ অতি সুন্দর অতি মনোরম। এই পথে রয়েছে পরম আরামে চোখ বুঝে আসা ক্লান্তি শেষের শান্তি.....
লেখকের আরেকটি বই আগে পড়েছিলাম। 'ফজর, আর করবোনা কাযা'। মাস্টরিড বুক! এত সুন্দর ও সাববীল লিখা। বিশেষ করে আগ্রহ যে শেষ পৃষ্ঠা পর্যন্ত ঠিকিয়ে রাখতে পারছিলেন। সত্যিই মুন্সিআনার পরিচয় দিয়েছেন।
'পড়তে ভালোবাসি' বইটি খুব ছোট্র। কিন্তু যতটুকু লেখা হাইলাইট করেছি, এতচেয়ে বড় বইয়েও ততটা করিনি। পড়ার প্রতি ধারণাটা পাল্টে গেছে। বইয়ে আলোচনা যে এত বিস্তৃত হবে, ভাবতেই পারিনি। আরেকটু বড় হতে পারতো। সাজেশন্সগুলো কাজে লাগবে, ইনশা আল্লাহ।
যারা আমার মতো বইয়ের জগতে নতুন, নতুবা বই নির্বাচনে দ্বিধার মধ্যে আছেন। এমনও আছে, যারা টপিকই সিলেক্ট করে পড়েন না। তাদের জন্যে বইটি সাজেস্ট করবো।
গভীর অধ্যয়ন, বিশেষ কোনো বিষয়ে সর্বোচ্চ দক্ষতা কিংবা জীবনের গভীরতম বোধ, সভ্যতা ও সাহিত্যকতা- এই উচ্চমার্গীয় প্রশংসনীয় আচার তো অনেক দূরের কথা- মানুষ আজ আবশ্যক সেই পড়াগুলোও পড়ে নিতে রাজি নয়- যা তার জীবনকে সুন্দরভাবে পরিচালিত হতে সাহায্য করে।
এই হলো আধুনিকতার ভয়াবহ এক রিদ্দাহ- সভ্যতার আর্দ্র শেকড় থেকে জীবননাশক বিচ্যুতি।