প্রয়াত তরুণাদিত্য ও শ্রীমতী কমলা রক্ষিত-এর কনিষ্ঠা কন্যা। বাংলার লোকসংস্কৃতি নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এই সূত্রেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট। লেখিকা লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটির ফেলো; কলকাতা, বাংলাদেশ ও জাপানের এশিয়াটিক সোসাইটির সদস্যা; ফিনল্যান্ডের ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ফোক ন্যারেটিভ রিসার্চ এবং যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যানথ্রোপোলজিক্যাল অ্যান্ড এথনোলজিক্যাল সায়েন্সেসের সদস্যা। লোকসংস্কৃতি বিষয়ক নানা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র পাঠের জন্য বিভিন্ন দেশে বহুবার আমন্ত্রিত হয়েছেন। প্রথম গ্রন্থ বাংলা ধাঁধার বিষয়বৈচিত্র্য ও সামাজিক পরিচয়। সুশীল কর কলেজের বাংলা বিভাগের প্রধান এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাম্মানিক অধ্যাপিকা ছিলেন। ভূষিত হয়েছেন আনন্দ পুরস্কার ও লোকসংস্কৃতি গবেষণা পদকে।