খুবই ভালো একটি বই। বিভিন্ন ধরনের গল্পের বিষয় যেমন হরর, ফ্যান্টাসি, হাস্যরস, সায়েন্স ফিকশন, গোয়েন্দা ইত্যাদির উপরে বেশ কয়েকটি গল্পের সংকলন এটি। আমার ব্যক্তিগতভাবে বেশ পছন্দ হয়েছে।।
মোট গল্প সংখ্যা ১৮। প্রায় প্রতিটা গল্পই ভালো লেগেছে। তন্মধ্যে স্বর্ণকীট, এক ফালি মাংস, ছবি-রহস্য, সমব্যথী, আবিষ্কারের বিড়ম্বনা, ক্ষুধাশিল্পী, দানব পাখির ডিম, লোভ, মহানগর এবং ওলির হাত অন্যতম।।
অবশ্যই এ ধরনের গল্প সংকলন আরো হোক এটাই প্রত্যাশা সেবা প্রকাশনী থেকে।।