আলীসাহেবের ঘরানার রম্য লেখার সংকলন। প্রায় প্রতিটি লেখাই হয় মুখে হাসি ফোটায়, নয় নতুন চিন্তার খোরাক বা আর গোটা দুই বই পড়ার তাগিদ যোগায়। কিছু লেখা যে দুটোই করে, বলা বাহুল্য। রাধাপ্রসাদ গুপ্তের কয়েকটা বই নাগালে পেলাম, একধারসে পড়ে যাচ্ছি।
একটাই দুঃখ হয় — ভদ্রলোক কেন আরও লিখলেন না ! নারকেল-ঠাসা পুলির মতো এমন তথ্যে ঠাসা অথচ সুস্বাদু, সুপেয় লেখা যে কতদিন পড়িনি... কী চলন, কী বলন ! আহা আহা আহা ! উইকি টুকে আর ওয়েবসাইট তোলপাড় করে থানইটের মতো প্রবন্ধের বই লেখা লেখকদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য এমন একেকটা পাঁপড়ভাজা সাইজের মহাগ্রন্থই ( ইচ্ছা করেই শব্দটা ব্যবহার করলাম ) যথেষ্ট।