একটি সন্তানকে শুধু খাইয়ে-পরিয়ে বড় করলেই দায়িত্ব শেষ হয় না। পোষা প্রাণীর ক্ষেত্রে এটা যথেষ্ঠ হতে পারে, কিন্তু মানব-সন্তানের জন্য এতটুকুই যথেষ্ট নয়। একটি শিশুকে আদর-যত্ন-ভালোবাসা দিয়ে লালন-পালন করতে হয়। সমাজে তার স্থান সম্পর্কে ধারণা দিতে হয়। সাফল্য লাভের উপায়গুলো শিখিয়ে দিতে হয়। তার দায়িত্ব-কর্তব্য সম্পর্কে তাকে সচেতন করে গড়ে তুলতে হয়। প্রতিটি শিশুকেই এ বিষয়গুলো শিক্ষা দেওয়া প্রয়োজন; তবে মুসলিম শিশুদের জন্য এর প্রয়োজনীয়তা আরও অনেক বেশি, অনেক…। আমাদের এ বইটি আমাদের সন্তান প্রতিপালন ও পরিচর্যা নিয়ে। লিখেছেন মির্জা ইয়াওয়ার বেগ। দুনিয়াকে তিনি ব্যবসায়ীর নির্মোহ চোখে দেখেছেন, ধর্মের নির্ভুল দণ্ডে ব্যবচ্ছেদ করেছেন। অভিজ্ঞতা শেয়ার করেছেন, উপদেশ দিয়েছেন। কখনও কঠিনভাবে; কখনও কোমলভাবে। উভয়টাই আমাদের কল্যাণের জন্য—সেই জীবন ও এই জীবনের।
This is a pretty good book. Begins with some key points in tarbiyyah and then it also touches on some parts of our aqeedah, like knowing and believing in Allah ﷻ and His Messenger ﷺ.
I wanted to knock off a rating because of some Ghandi references but by the end of the book I thought against it.
Beneficial imo, I'd say it's not for everyone because sometimes he is harsh in his judgement/speech but I also feel that he's not wrong. I don't doubt that the writing intends to offend the lazy and neglectful parent, almost as an invisible kick to get them prepared for the reality of not paying attention to and teaching their child appropriately.
This does focus on the Muslim model, being the example you wish your child to follow, tazkiyyah of the self to get to that level, the education and social interaction side of things too, reducing our vanity in acting for the pleasure of people rather than for the sake of Allah ﷻ, and much more. Definitely worth a read, as long as you don't get too offended by the little harshness.
অন্য যে কোনো বিষয়ে মানুষের আগ্রহ/চিন্তা থাক বা না থাক, নিজের সন্তানের ব্যাপারে চিন্তা প্রত্যেক বাবা-মা মাত্রই থাকে। নিজে মানুষ হিসেবে যেমনই হন না ক্যানো, প্রত্যেক বাবা-মা ই নিশ্চয়ই স্বপ্ন দেখেন তাঁদের সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার। এই বইটা সেদিক থেকে সকল বাবা-মা অথবা হবু বাবা-মা র জন্য একটি সংক্ষিপ্ত দিকনির্দেশনা মাত্র!
বই - সন্তান : স্বপ্নের পরিচর্যা লেখক - মির্জা ইয়াওয়ার বেইগ ভাষান্তর - জিম তানভীর, মোদাসসের বিল্লাহ তিশাদ, সানজিদা শারমিন মুদ্রিত মূল্য - ১৯৫ টাকা
মুসলিম বিশ্বে 'শিশু প্রতিপালন' বিষয়ে কাজ করতে গিয়ে সন্তান পালনের ব্যাপারে তরুণ বাবা-মায়ের যেসব প্রশ্নের সম্মুখীন হয়েছেন লেখক, সেগুলোর উত্তরের একটা সংকলন হচ্ছে লেখকের 'Raising a Muslim Child' বইটা যার বাংলা অনুবাদ এই বই।
'আপনার জীবনের অনুকরণীয় আদর্শ কে? আপনাদের কতজনের কাছে আপনার আদর্শ ব্যক্তিত্ব হলেন আপনার বাবা কিংবা মা?' - এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে লেখক দেখেছেন ৯৫% মানুষের অদর্শ ব্যক্তিত্ব তাদের বাবা-মা নন! অথচ সন্তান প্রতিপালনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করে থাকেন বাবা-মা। বিষয়টা দুঃখজনক হলেও সত্যি, যার দায়ভার বাবা-মা কখনোই এড়াতে পারেন না।
লেখক এই বইতে সন্তান পালনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন মূলত পাঁচটি পয়েন্টের ভিত্তিতে - ইসলামের ধারক ও বাহক হিসেবে সন্তানের নিজের পরিচয়, আল্লাহ ও তাঁর রাসূলের সাথে সন্তানের পরিচয় ও সম্পর্ক, আর শেষে আল্লাহর অফুরন্ত ভান্ডারের সন্ধান এবং মানবতার প্রতি অবদান রাখা। তবে 'আল্লাহ-রাসূলের সাথে পরিচয় ও সম্পর্ক' - এই বিষয়ে লেখক আলোচনা করেছেন একটু বিস্তারিতভাবেই, যা পড়তে পড়তে হঠাৎ হঠাৎ বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক লাগলেও লেখক আবার মূল বিষয়ে ফিরিয়ে এনেছেন পাঠককে।
শেষে যা বলতেই হয়, সন্তানকে শুধু খাইয়ে-পরিয়ে বড় করলেই দায়িত্ব শেষ হয় না।এটা পোষা প্রাণীর জন্য যথেষ্ট হতে পারে,কিন্তু মানব-সন্তানের জন্য না। সন্তান মাত্রই তার অধিকার আছে নিজের বাবা-মা কে আদর্শ হিসেবে পাওয়ার। আর শিশুরা যেহেতু অনুকরণপ্রিয়, তাই বাবা-মা চান বা না চান, শিশুরা তাদের দেখে শিখতে শিখতেই বড় হয়। আর আপনি বাবা/মা হিসেবে কেমন আদর্শ হতে চান, তা সম্পূর্ণ আপনার ওপরই নির্ভর করছে।
We think as raising a children is very easy to learn by time to time. It's true but not at all. Society teach us how life should be lead but there are also a lot of mistakes also. We don't change ourselves but want to change others also dream about our children that they will be like our dreams but not we. First thing we mistake in our life not to change our life style. We forget that who we are right now our children also as like same us. If we really want to change our family or society then we have to change us now. Choose the right person as your life partner who will raise your children. We are the slave of Allah. So we have to worship Him. That's why we are here in this tiny earth. So lead your and your family as servant of Allah.
মূলত সন্তানের বাবা-মাকেই বইটিতে নসিহত করা হয়েছে। কেমন হবে তাদের চালচলন,চিন্তাভাবনা ইত্যাদি। কেননা শিশুরা দেখার মাধ্যমেই শিখে। বইটি তার উদ্দেশ্য পূরণে সফল মনে হয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বিষয়সমূহের উপর আলোকপাত করা হয়েছে যা আপনার সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে বিশাল ইতিবাচক ভূমিকা রাখবে ইন শা আল্লাহ যদি তা অনুসরণ করা হয়। তবে কিছু কিছু জায়গায় মনে হয়েছে আরেকটু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। যাই হোক, বইটি সদ্য বাবা-মা হওয়া বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দম্পতিকে সহজেই হাদিয়া বা রেকোমেন্ড করা যায়, আল্লাহু আ'লাম। সকল প্রশংসা এই বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর।
ভালো বই। শিশুদের পরিচর্যার বিষয়ে অনেক টিপস আছে। তবে এগুলো সবই ৬এর অধিক বয়সের জন্য প্রযোজ্য। এর নিচের বয়সের ব্যাপারে তেমন নির্দেশনা নেই। বেশ অনুপ্রেরণমূলক বই।