সুন্দর সুদর্শন পুরুষ তিনি। তাঁহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেসপাশ, বয়ানে অপূর্ব কান্ত শ্রী। তাঁহার আয়ত কৃষ্ণ দু'টি নয়ন। কাজল রেখার মতো যুক্ত ভ্রুযুগল, তাঁহার সু উচ্চ গ্রীবা, কালো কালো দু'টি চোখের ঢল ঢল চাহনি মনপ্রাণ কাড়িয়া নেয়। গুরুগম্ভীর তাঁহার নীরবতা, মধুবর্ষী তাঁহার মুখের ভাষণ, বিনীত নম্র তাঁহার প্রকৃতি। তিনি দীর্ঘ নন, খর্ব্ব নন, কৃশ নন। এক অপূর্ব পুলক দীপ্ত তাঁহার চোখে মুখে, বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তাঁহার অঙ্গে অঙ্গে বড় সুন্দর, বড় মনোহর সে অপরূপ রূপের অধিকারী!
বর্ণনা অসাধারণ।