দীর্ঘকাল লন্ডনপ্রবাসী কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর কয়েকটি দীর্ঘ কলাম নিয়ে এই সংকলন। প্রকাশকাল ১৯৯৯। অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কলামগুলো লেখা। সময়কাল বইটিকে বুঝতে সাহায্য করবে তাই উল্লেখ করলাম।
এই বইয়ের একটি বিশেষত্ব আছে৷ তা হল প্রায় সবগুলো কলামই ইতিহাসকেন্দ্রিক৷ ১৯৭৪ এ লন্ডনে পাড়ি জমাবার আগে এদেশে অনেকবছর সাংবাদিক তা করেছেন গাফ্ফার চৌধুরী। সবসময় ছিলেন আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের দলে। লন্ডনেও তাই।
বিএনপির উত্থান, জিয়ার শাসনকাল, বেগম জিয়ার ক্ষমতারোহণ সবকিছু নিয়ে নানা ব্যাখা, তত্ত্ব এসেছে এই বইতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাটি এরশাদকে নিয়ে। এরশাদের মুক্তিযুদ্ধপূর্ব,পরবর্তী ভূমিকা, জিয়ার আমলে কর্মকান্ড, ক্ষমতা দখল পর্ব ও তার নারী কেলেঙ্কারির ঘটনাকে খুবই প্রামাণ্যভঙিতে লিখেছেন এই প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট। যাঁরা স্বাধীনতাত্তোর বাংলাদেশ, আরো সুনির্দিষ্ট করে বললে জিয়া আর এরশাদের অজানা, অচেনা রাজনৈতিক অধ্যায় সম্পর্কে জানতে চান তাঁদের এই বই মিস করা ঠিক হবে না। তবে মাথায় রাখবেন আবদুল গাফ্ফার চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক যতোটা তারচেয়ে ঢের বেশি আওয়ামী লীগপন্থী কট্টর ঘরানার লোক।