অণুগল্পের কাজই হলো পাঠকের ভেতরকার প্রথাগত ধারণাকে ধাক্কা দেওয়া। পাঠককে আনন্দিত বা প্রশ্নমুখরও করে তোলে এ ধরনের গল্প। এ দুটোরই সার্থক রূপায়ন ঘটেছে হরিশংকর জলদাসের অণুগল্পগুলোতে। গ্রন্থবদ্ধ আঠারোটি অণুগল্প পাঠককে নতুন এক জীবনজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করাবে। হরিশংকর জলদাসের ভাষা এখানে সংক্ষিপ্ত, ইঙ্গিতময় এবং অবশ্যই মনোলোভা।
Harishankar is a promising Bangladeshi author. The most significant point to notice is that all the four novels produced from Harishankar's pen sketch the life of the downtrodden, some of whom are from among fisherfolks, some from among prostitutes and some others are the 'harijons' or 'methors'.
এই বইয়ের সবগুলো গল্পে লেখক "টুইস্ট "দিতে চেয়েছেন।যেগুলোতে সফল হয়েছেন সেগুলো গল্প হিসেবে চমৎকার (কৈবর্ত অন্ন,খুবসুরত,মেথর) যেগুলোতে জোরপূর্বক ট্র্যাজেডি/টুইস্ট আনতে চেয়েছেন সেগুলো একদম ভালো লাগেনি(উর্বশী,ভাবাতো ভাই ইত্যাদি)।কয়েকটা খুব সাধারণ মানের গল্প থাকলেও ভালো গল্পগুলোর জন্য বইটা উতরে গেছে।
ঠাস করে হাতে নিয়ে ফস করে পড়ে ওঠা গেলো। কয়েকটা গল্পের তাপ-উত্তাপের আঁচ গায়ের চামড়ায় না বসলেও বর্ণবাদী হিন্দু সমাজ আর যৌনতার গল্পগুলো আচর কেটেছে এবং আছর করেছে। নিম্নবৃত্ত জীবনের রকমফের আর সামাজিক ঘেরাটোপে মানুষের জীবনের রকমফের, যা আবার আমার শ্রেণীবৃত্তের বাইরের, যা যা আমার অভিজ্ঞতায় নাই, মাঝে মধ্যে যা যা নিয়ে একটু আধটু রোমান্টিক হা-হুতাশ বোধ করি, সে জীবনও আছে। হরিশংকর জলদাসের গদ্যে এবং বাচনভঙ্গিতে, যা কিনা লেখকের অন্তরের সাথে পাঠকের একটা অচিহ্নিত-অসংজ্ঞায়িত যোগাযোগ তৈয়ার করে, তা থেকে একধরনের স্নিগ্ধতা এবং হৃদ্যতা অনুভব করা গেলো।
"ছোটো ছোটো গল্প" লেখক হরিশংকর জলদাসের একটা অণু গল্পের বই। এই বইয়ে মোট ১৮ টা গল্প আছে। সর্বোচ্চ বড় গল্পটাও তিন পৃষ্ঠার বেশি নয়। আকারে ছোট হলেও গল্পের গভীরতাটা বেশি।
এই গল্পগুলোতে লেখক বর্তমান সমাজের অনৈতিক দিকগুলো তুলে ধরেছেন,কখনো সম্পর্কের গল্প বলেছেন। কখনো বলেছে সততা এবং জাত পাতের বৈষম্য নিয়ে।
সহজ ভাষায় লেখা ছোট ছোট গল্পগুলো পড়তে আমার দারুণ লেগেছে। হরিশংকরের লেখা বরাবর আমাকে মুগ্ধ করে।
ছোটগল্পের সংজ্ঞা দিতে যেয়ে রবীন্দ্রনাথ তাঁর 'বর্ষাযাপন' কবিতায় লিখেছেন-
"ছোটো প্রাণ, ছোটো ব্যথা, ছোটো ছোটো দুঃখকথা নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু-চারটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ।"
এই চরণগুলোকে উপলব্ধি করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় লেখক হরিশংকর জলদাস (১৯৫৩-) প্রথমবারের মত তাঁর পাঠকদের জন্য ছোটগল্প লিখেছেন। নাম দিয়েছেন "ছোটো ছোটো গল্প"। ছোটগল্প না বলে গল্পগুলোকে 'অণুগল্প' বললে যাথার্থ হয়।
আঠারোটি অণুগল্প আছে বইটিতে। শুরু করেছেন 'উর্বশী' দিয়ে, শেষ করেছেন 'খালি হাতে ফেরা' দিয়ে। প্রতিটি গল্পই পাঠকের মনে দাগ কাটার মতো। উদাহরণস্বরূপ 'ওরা এরকমই' গল্পটির কথা বলতে চাই। গল্পে একজন প্যাসেঞ্জার ছোট এক বাচ্চা কুলিকে (নাম- আকাশ) দিয়ে ট্রেনে ব্যাগ উঠানোর কাজ করান। এরপর আকাশকে পেপার কেনার জন্য একশ টাকার একটি নোট দেন৷ বেশ কিছু সময় পেরিয়ে গেলেও আকাশের দেখা মেলে না। প্যাসেঞ্জার ভদ্রলোক ভেবেছিলেন আকাশ হয়তো টাকা মেরে দিয়েছে। ওরা এরকমই। কিন্তু না, শেষ পর্যন্ত আকাশ পেপার নিয়ে ফিরে আসে এবং দেরি হবার কারণ ব্যাখ্যা করে। প্যাসেঞ্জার ও আকাশের কথোপকথনের উপস্থাপনা একদম সরল, কিন্তু হৃদয়গ্রাহী।
অন্যদিকে 'মেথর', 'কৈবর্ত অন্ন', 'কষ্টিপাথর' গল্পগুলোতে লেখক হিন্দু ধর্মে বিদ্যমান জাতপ্রথা নিয়ে লিখেছেন। অফিসে নারীরা যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের স্বীকার হন তার প্রতিবাদ করেছেন 'শেফালি' গল্পে। 'খালি হাতে ফেরা' গল্পে লেখক দেখিয়েছেন ডাকাতদেরও মানবিকতা আছে। রক্তের সম্পর্ক ছাড়াও আপন হয়ে যাওয়া দুই ভাইয়ের গল্প আছে 'ভাবাতো ভাই' গল্পে। কিছু কিছু গল্পে প্রাপ্তবয়স্ক কন্টেন্ট আছে, কিন্তু বাড়তি সুড়সুড়ি নেই। 'প্রতিদান', 'ভূমিকম্প', 'উল্টো সালোয়ার'সহ বাকি গল্পগুলোও ভালো লেগেছে। 'খুবসুরত' গল্পটির চিত্রায়ন ফেসবুকে দেখেছিলাম। হয়তো লেখক গল্পটি আগে কোথাও লিখেছিলেন যা ফেসবুকে ভাইরাল হয়েছে।
#বিশ্লেষণ অণুগল্পের কাজ হলো ইঙ্গিতের মাধ্যমে পাঠকের ভেতরে আলোড়ন সৃষ্টি করা। হরিশংকর জলদাস এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করেছেন 'ছোটো ছোটো গল্প'-এ। বাস্তবে জীবনে অহরহ ঘটে যাওয়া বিষয়গুলোকে উপজীব্য করা হয়েছে গল্পগুলোতে। শিক্ষণীয় লেখাগুলো কেন যেন পাঠকরা উপভোগ করতে পারেন না। কিন্তু এক্ষেত্রে বইটি ব্যতিক্রম। বইটির গল্পগুলো একই সাথে শিক্ষণীয় এবং উপভোগ্য। বইটির আকৃতিও বেশ ছোট ও সহজে বহনযোগ্য। একবার পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত রাখতে ইচ্ছে হবে না। বইটি প্রকাশ করেছে 'বাতিঘর'। গায়ের মূল্য ১৫০ টাকা। সবাইকে পড়ার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।
This entire review has been hidden because of spoilers.
গল্প গুলো এক একটা ট্যাবু ভেঙ্গে লিখেছেন লেখক। আমি পড়া শেষ করে অবাক হয়েছি আর অল্প হেসেছি। কারণ বিষয় গুলো স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক। আর বিশেষ করে জাতপাতের অসংগতি তুলে ধরেছেন কয়েকটা গল্পে। প্রাপ্ত বয়স্ক যে কাউকেই পড়তে বলবো বইটা।
উনার নাম অনেক আগে থেকেই শুনে আসছিলাম। এইবারের বই মেলায় এই বইটা দিয়েই উনার ভক্ত হয়ে গেলাম। কয়েকটা ছোট ছোট গল্প আছে বইটায়,অনু গল্প বলে এধরণের গল্পগুলিকে। একেকটা গল্প একেকরকমের, আর প্রতিটা গল্পেই রয়েছে সুক্ষ রস আর বাস্তবতা। ছোট গল্প ভক্তদের জন্য এই বইটা মাস্ট রিড বলবো আমি।