ইসলামী ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা হচ্ছে তারেক বিন যিয়াদের স্পেন বিজয়। তিনি স্পেন অভিযানে বেরিয়েছিলেন নৌযানে চড়ে। পথিমধ্যে তিনি নিদ্রাচ্ছন্ন হয়ে গেলেন। তিনি অত্যন্ত মুবারক একটা স্বপ্ন দেখলেন যে, মহানবী (সাঃ) মুহাজেরীন ও আনসারদেরকে নিয়ে তাদের সাথে তাশরীফ এনেছেন। সাহাবায়ে কেরাম তরবারী ঝুলিয়ে এবং কাঁধে ধনুক চড়িয়ে নিয়েছেন। হুজুর (সাঃ) তারেককে লক্ষ্য করে বললেন : "তারেক! তুমি সামনে অগ্রসর হতে থাকো । ভয়ের কোন কারণ নেই। হিম্মতের সাথে সামনে বাড়ো । আর তোমার মুজাহিদ সঙ্গীদের সাথে নরম ব্যবহার করবে এবং যার সঙ্গে যে ওয়াদা করবে তা অবশ্যই পূরণ করবে।