ভূতের গল্প কেমন হওয়া উচিৎ না তার পার্ফেক্ট উদাহরণ এই বইয়ের গল্পগুলো। মরে গল্পগুজব করতে আসা ভালো উপকারী মানবিক ভূত, ভূতের নামে জাদুকরের ভেল্কিবাজি, ইঁদুরের আওয়াজকে ভূত বলে ভূল করা, প্লানচেটের নামে টেবিল নড়িয়ে ভাঁওতাবাজি, মরা বন্ধুর ফেলে যাওয়া মোবাইল আর টিভির মধ্যে দিয়ে আত্মার যোগাযোগ সবমিলিয়ে ছাইপাঁশ গল্পের সমাহার।