ছোট ভাই রাশেদকে বাঁচাতে খুনের অভিযোগ নিজের ঘাড়ে নিয়ে জেলে গেল বাইশ বছরের নম্র,বিনয়ী তরুন মারুফ। পরিবারের সবার কাছে সে এখন ঘৃন্য অপরাধী। জেল থেকে মুক্তি পাবার পেয়ে নিরুদ্দেশ হয়ে গেল ছেলেটা। দীর্ঘ সাত বছর পর ঢাকায় ফিরে নিস্তব্ধ শীত-রাত্রির দ্বিতীয় প্রহরে কাকে একপলক দেখার জন্য ছুটে এসেছে সে এ-বাড়িতে?বাবাকে?সৎ-মাকে?নাকি সৎ ছোট রাশেদকে? কাকে পেল? মিতা... তার মনের মিতাকে।
সেবার রোমান্টিকগুলা আসলে রোমান্টিক না। ক্রাইম থ্রিলারের থেকে সাসপেন্স কেটে দিয়ে রোম্যান্টিক বানাইতো।যার করানে জগা খিছুড়ি হয়ে রাবিশ হয়ে গেছে। টোলাটি টাইম ওয়েস্ট