কল্পবিশ্ব পত্রিকার মাধ্যমে আমরা এমন অজস্র গল্প-উপন্যাস-প্রবন্ধের সম্মুখীন হয়েছি যাদের অনায়াসে বিশ্বমানের বলা চলে। তাদের মধ্য থেকে কিছু লেখাকে আলাদাভাবে বেছে নিয়ে সংকলিত করাটা সম্পাদকমণ্ডলীর পক্ষে কতখানি কঠিন কাজ, তা আমি অনুমান করতে পারি। তাঁদের সুচিন্তিত চয়নের মাধ্যমে এই বইয়ে যে পাঁচটি উপন্যাস সংকলিত হয়েছে, তারা একইসঙ্গে বাঙালির মৌলিক ভাবনা ও বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ কিছু নিদর্শনের প্রতি কিংবদন্তি লেখদের শ্রদ্ধার্ঘ্য হিসেবে বিবেচ্য। কী-কী লেখা আছে এই বইয়ে? ১) অদ্রীশ বর্ধনের 'মোমের মিউজিয়াম'; ২) দেবজ্যোতি ভট্টাচার্যের 'মিমসিগুলো বনলে বোরোগোবে'; ৩) সৌম্যজিৎ দেবনাথের 'বহনশোয়াইগা অ্যাল্পট্হম'; ৪) সুমিত বর্ধনের 'মারকত নন্দিনী'; ৫) রণেন ঘোষের 'আমি নিশার আতঙ্ক'। এই লেখাদের মধ্যে যেমন ধরা আছে আমাদের ইতিহাসের কিছু বিভীষিকাময় টুকরো, তেমনই আছে আগামীকে নিয়ে কল্পনার উড়ান। প্রতিটি লেখাই কাল্পনিক ভয় বা ভাবনাকে ফুটিয়ে তোলার জন্য যথাযথ ভুবন-নির্মাণ এবং চরিত্রচিত্রণের দিকে মনোযোগ দিয়েছে। সব মিলিয়ে এই বই পড়ার অভিজ্ঞতাটা বিনোদন ছাপিয়ে আরও গভীর এক অনুভূতির জন্ম দিতে পেরেছে। সম্পূর্ণ প্রয়াসটিকে সার্থক করেছে বইয়ের মুদ্রণ-পারিপাট্যও। কল্পগল্পের অনুরাগী হলে বইটিকে অবশ্যই পড়তে বলব।