What do you think?
Rate this book


112 pages, Hardcover
First published February 1, 1993
সমাজতন্ত্র কী ?
পুঁজিবাদে পৌছুবার দীর্ঘতম পথ।
সোভিয়েতস্টাইলে নির্বাচন শুরু হয়েছে কবে থেকে ?
যেদিন ঈশ্বর ইভকে সৃষ্টি করে আদমকে বলেছিলেন, স্ত্রী বেছে নাও।
সোভিয়েত ইউনিয়নে সবচেয়ে স্থায়ী কী ?
সাময়িক সংকট।
কুৎসিত কিন্তু বিশ্বস্ত স্ত্রী এবং সুন্দরী কিন্তু অবিশ্বস্ত স্ত্রী - কোনটি ভালো ?
একা একা বিষ্ঠা খাওয়ার চেয়ে সবাই মিলে মিষ্টি খাওয়া ভালো।
পাউন্ড, ডলার এবং রুবলের পারস্পরিক বিনিময় হার কতো ?
এক পাউন্ড রুবলের মূল্য এক ডলার।
পৃথিবীর সবচেয়ে বড়ো দেশ কোনটি ?
কিউবা । তার রাজধানী মস্কোয়, জনগণ থাকে আমেরিকায়, এবং তাদের সমাধিস্থল অ্যাঙ্গোলায়।
মস্কোর অলিম্পিক ভিলেজের দালানগুলো কি দিয়ে তৈরি ?
মাইক্রোকংক্রিট দিয়ে।
মাইক্রোকংক্রিটের উপাদানগুলো কি কি ?
শতকরা পঞ্চাশভাগ কংক্রিট এবং বাকি পঞ্চাশভাগ মাইক্রোফোন।
অন্তঃসত্ত্বা বালিকা বলতে কি বোঝায় ?
রসজ্ঞানবর্জিত মেয়ে, একটু ঠাট্টা করলেই যে ফুলে বসে থাকে।
মুরগির স্তন নেই কেন ?
মোরগের হাত নেই বলে।
কমিউনিস্ট আখ্যা দেয়া যায় কাকে ?
যে মার্কসবাদ-লেলিনবাদের ক্ল্যাসিকগুলো পড়ে ।
আর এন্টি-কমিউনিস্ট কে ?
লেখাগুলো পড়ে যে বুঝতে পারে।
বেতন কি ?
বেতন হল মেয়েদের ঋতুস্রাবের মতো । অপেক্ষা করতে হয় সারাটি মাস, তারপর তিন দিনেই শেষ।
কখন গোটা বিশ্ব জুড়ে দুর্ভিক্ষ হবে ?
চীনদেশের লোকেরা যেদিন কাঠি ছেড়ে কাঁটাচামচ দিয়ে খেতে শুরু করবে।
স্ত্রী কি ?
স্ত্রী হলো হাতলবিহীন স্যুটকেসের মতো । টানাও কঠিন, ফেলে দিতেও কষ্ট হয়।
দেশে মাংসের আকাল কেন ?
ভেড়াগুলো মেতে আছে বিজ্ঞান নিয়ে, গাভীগুলো জেনারেলদের স্ত্রী হয়ে বসে আছে, ষাড়গুলো খেলাধুলা নিয়ে মত্ত, পার্টি এবং সরকারের বড় বড় পদগুলো দখল করে রেখেছে শুয়োরগুলো, আর এসব দেখে মুরগিগুলো সব হাসতে হাসতে মরে গেছে।
বলা হয় সোভিয়েত ইউনিয়নে কাজ এবং বেতনের মধ্যে কোন সামাঞ্জস্য নেই, কথাটা কি সত্য?
মোটেও না, কাজ এবং বেতন বস্তুত খুবই সামাঞ্জস্যপূর্ণ। সরকার বেতন দেয়ার ভান করে, আর আমরা ভান করি কাজ করার।
ক্যান্টনমেন্টের গোলন্দাজ বিভাগে বিরাট এক ব্যানার। তাতে লেখাঃ আমাদের লক্ষ্য - কমিউনিজম।
মিনি স্কার্ট কি ? --ছোট স্কার্ট।
মিনি কম্পিউটার কি ? --ছোট কম্পিউটার।
সবচেয়ে বড় বিশৃংখলার নাম তাহলে "মিনিস্ট্রি" কেন ??
প্রোপাগান্ডার ক্লাস।
...প্রয়োজন হলে আমাদের জনগণ সাধারণ স্যুটকেসে ভরে বোমা নিয়ে যাবে শত্রু শহরে...
একজনের প্রশ্ন:
সবাইকে একটা করে বোমা দিতে পারবেন, তা জানি। কিন্তু অতো স্যুটকেস পাবেন কোথায় ?
বিপর্যয় এবং দূঃখজনক ঘটনার মধ্যে পার্থক্য কী ?
ধরুন আপনি নতুন স্যুট পরে বেরিয়েছেন রাস্তায়, হঠাৎ চলন্ত গাড়ি আপনার পোশাকে কাদা ছিঁটিয়ে দিল। এটা দূঃখজনক ঘটনা, কিন্তু বিপর্যয় নয়। আবার ধরুন, সোভিয়েত সরকারের সব সদস্য নিয়ে একটি বিমান দুর্ঘটনায় পড়ল। সেটা বিপর্যয়, কিন্তু দূঃখজনক ঘটনা নয়।
বাবা মোরগ ডাকে কেন ? --কেউ মিথ্যে বললেই মোরগ ডেকে উঠে।
কিন্তু ভোর চারটেয়, সবাই যখন ঘুমে, মোরগ কেন ডাকে ? --ওই সময় দৈনিক পত্রিকাগুলো ছাপা হয়, তাই।
একটি জরিপের প্রশ্ন: কী পত্রিকা পড়েন এবং কেমন আছেন ?
একজনের উত্তর: পড়ি প্রাভদা (তৎকালীন একটি জাতীয় দৈনিক), নইলে ভালো আছি জানবো কি করে ?
পুরানো রুশ রূপকথা এবং নতুন সোভিয়েত রূপকথার মধ্যে পার্থক্য কী ?
পুরানো রুশ রূপকথা শুরু হতো এভাবে: সাত সমুদ্দুর তেরো নদীর পারে এক দেশে ছিল এক রাজা, আর নতুন সোভিয়েত রূপকথা শুরু হয় এভাবে: সংবাদ সংস্থা তাস-এর মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী... (এহম, বিটিভির রাত আটটার সংবাদ লাগছে শুনতে :P)
পুঁজিবাদী সমাজে মানুষ শোষণ করে মানুষকে।
আর সমাজতান্ত্রিক সমাজে ঘটে ঠিক এর উল্টোটি ।
“পুঁজিবাদী সমাজে মানুষ শোষণ করে মানুষকে। আর সমাজতান্ত্রিক দেশে ঠিক তার উল্টো!”
◉ গ্রাম থেকে এক বুড়ি এসেছে মস্কোতে বেড়াতে। শহরের মাঝখানে লেনিন আর স্ট্যালিনের মূর্তি দেখে বুড়ি জানতে চাইলেন মূর্তিগুলো কার।
- ওটি মহান স্ট্যালিনের মূর্তি, তিনি আমাদের নাৎসিবাহিনির হাত থেকে মুক্ত করেছেন।
- ঈশ্বর তাঁকে দীর্ঘজীবী করুন, বললো বুড়ি। আহা, কমিউনিস্টদের কবল থেকেও তিনি যদি আমাদের মুক্ত করতেন!
◉ জনতার মাঝে ব্রেঝনেভ।
-কেমন আছেন কমরেডরা?
- ভালো আছি।
- আরো ভালো থাকতে চান?
- আপনি নির্দেশ দিলে আরো ভালো থাকব!
◉ মেডিক্যাল কলেজের চূড়ান্ত পরীক্ষা। দু'টো কষ্কাল দেখিয়ে স্যার জিজ্ঞেস করলেন ছাত্রকে :
- এগুলো সম্পর্কে তুমি কী জানো, বলো।
ছাত্র নিরুত্তর।
- মনে হচ্ছে, কিছু জানো না। কী পড়িয়েছে তোমাদের এ ছবছর
- তার মানে, কঙ্কালদু'টো মার্কস আর লেনিনের ?
◉ ‘কোন দেশের রাষ্ট্রনীতি বেশি নমনীয় '_ এই বিষয়ে বিতর্ক চলছে ব্রেঝনেভ আর কার্টারের মধ্যে। স্থির করা হলো, যিনি জোর না করে বিড়ালকে মরিচের সস খাওয়াতে পারবেন, প্রমাণিত হবে তার দেশের রাষ্ট্রনীতি বেশি নমনীয়।
সসেজে মরিচের সস মাখিয়ে বিড়ালের মুখে ধরলো কার্টার গন্ধ শুঁকে মুখ ঘুরিয়ে নিল বিড়াল অন্যদিকে।
এবার ব্রেঝনেভের পালা। সসেজের লোভ দেখিয়ে বিড়ালকে ডাকলেন তিনি। বিড়াল কাছে আসতেই সসেজ সরিয়ে ফেললেন তিনি। আদর করলেন তার পিঠে, তারপর আচমকা মরিচের সস লাগিয়ে দিলেন বিড়ালের পশ্চাদ্দেশে। চিৎকার করে উঠলো বেড়ালটি এবং মুহূর্তের মধ্যে চাটতে শুরু করলো নিজের পশ্চাদ্দেশ। ব্রেঝনেভ সগর্বে বললেন: দেখেছেন, স্বেচ্ছায় শুধু খাচ্ছেই না, গানও গাইছে।
◉ আমেরিকান রুশকে বললো গর্বের সঙ্গে।
- আমাদের ওখানে পুরোপুরি স্বাধীনতা। ইচ্ছে করলেই আমি হোয়াইট হাউসের সামনে গিয়ে চিৎকার করে বলতে পারি - আইজেনহাওজার নিপাত যাক ।
-এতে গর্ব করার কী আছে? অবাক হয়ে বললো রুশ। আমিও যখন-তখন রেড স্কোয়ারে গিয়ে গলা ফাটিয়ে বলতে পারি - আইজেনহাওয়ার নিপাত যাক!
◉ মস্কোয় এক আমেরিকান পর্যটক। দু'হাতে ভারী দুই স্যুটকেস-টানা এক রুশকে জিজ্ঞেস করলো:
- ক'টা বাজে, দয়া করে বলবেন ?
স্যুটকেস দু'টো নামিয়ে রেখে হাতের ঘড়ির দিকে তাকিয়ে রুশ জানালো:
- এখন সময় এগারোটা তেতাল্লিশ মিনিট আঠারো সেকেন্ড। আজ তেরোই ফেব্রুয়ারি, মঙ্গলবার। আজ পূর্ণিমার আগের দিন। এখন তাপমাত্রা সতেরো ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা - শতকরা সত্তর ভাগ, আবহাওয়ার চাপ - ন'শো... |
তাকে থামিয়ে দিয়ে বিস্মিত আমেরিকান জানতে চাইলো, ঘাড়িটা জাপনী কিনা জানতে চাইল
-না, আমাদের দেশে তৈরি, - রুশটি জানালো খুব গর্বের সঙ্গে।
সোভিয়েত প্রযুক্তির অভাবনীয় সাফল্য এবং অগ্রগতির জন্য রুশকে অভিনন্দন জানালো আমেরিকান।
ঝুকে পড়ে ভারী স্যুটকেসদুটো তুলতে তুলতে ঝুকে পড়ে রুশ বললো:
-ঘড়িটি দারুণ সন্দেহ নেই। শুধু এই ব্যাটারি দুটো একটু ভারী!
◉ আমেরিকায় আইজেনহাওয়ার এবং ক্রুশ্চেভ গাড়িতে চড়ে ঘুরছেন৷ পিছু লাগলো রেড ইন্ডিয়ানরা। শুরু করলো তীর ছুঁড়তে। সম্মানিত অতিথির সম্মান রক্ষার খাতিরে রেড ইন্ডিয়ানদের দাবি অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আইজেনহাওয়ার একটি চিঠি লিখে ছুঁড়ে দিলেন তাদের দিকে। চিরকুটটি পড়ে ছিঁড়ে ফেলে ধাওয়া অব্যাহত রাখলো রেড ইন্ডিয়ানরা। এরপর কী একটা লিখে চিরকুট দিলেন ক্রুশ্চেভ। চিরকুটটি পড়েই তারা উল্টোদিকে ছুট লাগালো তীরবেগে। বিস্মিত আইজেনহাওয়ার প্রশ্ন করলেন ক্রুশ্চেভকে, এমন কি লিখেছেন যা তাদের ভয় পাইয়ে দিল?
নির্বিকার ক্রুশ্চেভ উত্তর দিলেন :
লিখেছিলাম, আামরা কমিউনিজমের পথ ধরে এগিয়ে যাচ্ছি।
◉ স্কুলের দশম শ্রেণীতে অন্যান্য বিষয়ের পাশাপশি নতুন একটি বিষয় প্রচলন করা হলো- যৌনবিজ্ঞান।
প্রথমদিন ক্লাসে ঢুকে শিক্ষক
বলল: পুরুষ ও মহিলার মধ্যে ভালোবাসার ব্যাপারটি অতি স্বাভাবিক এবং এ -ব্যাপারে তোমরা অনেককিছু জানো এবং আরো জানবে
তবে ছেলে-ছেলে এবং মেয়ে-মেয়ের ভালোবাসার সম্পর্কটি অস্বাভাবিক এবং বিকৃত। এটি আমাদের আলোচনাভুক্ত হবে না।
আরো দু'ধরনের তালোবাসা আছে, সেগুলি হলো - পার্টির প্রতি জনগণের ভালোবাসা এবং জনগণের প্রতি পার্টির তালোবাসা । এই দুই ভালোবাসা বিষয়ে আমরা পড়াশোনা করবো সারা বছর।
◉ ইথিওপিয়ার কমিউনিস্ট পার্টির ফান্ডে সাহায্য করার জন্য স্কুলের ছাত্রদের দশ রুবল করে আনতে বলা হলো। একজন এলো টাকা ছাড়া।
বললো :
- বাবা বলেছে, ইথিওপিয়ায় কমিউনিস্ট পার্টি নেই।
এক মাস পরে ইথিওপিয়ার সমাজতান্ত্রিক সরকারকে সাহায্য করার জন্য আবার দশ রুবল করে আনতে বলা হলো স্কুলের ছাত্রদের। সেই
বালক আবার এলো টাকা ছাড়া। বললো :
- বাবা বলেছে, ইথিওপিয়ায় সমাজতান্ত্রিক সরকার নেই।
কিছুদিন পরে আরো দশ রুবল চাওয়া হলো ইথিওপিয়ার অনাহারী জনগণের জন্য। সেই বালক এবার নিয়ে এলো তিরিশ রুবল। বললো:
- বাবা বলেছে, ইথিওপিয়ায় যদি অনাহারী থাকে, তার মানে ওখানে
কমিউনিস্ট পার্টি তো আছেই, আছে সমাজতান্ত্রিক সরকারও।




স্তালিন বক্তৃতা দিচ্ছেন শ্রমিকদের সামনেঃ
-আপনাদের মঙ্গলের জন্যে আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে প্রস্তুত।
উপস্থিত একজন শ্রমিকের কাছে থেকে চিরকুট এল তাঁর কাছে। তাতে লেখা, তাহলে আর দেরি করছেন কেন?
একটি জরিপের প্রশ্নঃ কি পত্রিকা পড়েন এবং কেমন আছেন?
একজনের উত্তরঃ পড়ি প্রাভদা, নইলে ভালো আছি জানবো কি করে!
There's no subject you shouldn't joke about.
-Ricky Gervais
আদালতকক্ষ থেকে বের হয়েই দম ফাটিয়ে হেসে উঠলেন প্রধান বিচারপতি। সহকর্মীরা জানতে চাইলো, ব্যাপার কী?
-এতো হাসির এক চুটকি শুনলাম। এইমাত্র একজনকে দশ বছরের জেল দিয়ে এলাম ওই চুটকি বলার দায়ে। কিন্তু এত মজার চুটকি।
সোভিয়েত নাগরিক কি নির্ভয়ে তার মতামত প্রকাশ করতে পারে?
-পারে চিরতরে বিদেশ চলে গেলে!
আদম কি পরনারী গমন করতেন?
-না কারন সুযোগ ছিল না, তবু সন্দেহপ্রবণ ইভ প্রতিদিন ঘুমিয়ে পড়ার পরপর আদমের পাঁজরের হাড় গুনে দেখতেন।