Jump to ratings and reviews
Rate this book

সোভিয়েত্‌স্কি কৌতুকভ ১৯১৭-১৯৯১

Rate this book
"উৎকর্ষের বিচারে সোভিয়েত পণ্য বিশ্বের বাজারে সমাদৃত না হলেও সোভিয়েত ব্যঙ্গ এবং কৌতুক বরাবরই ছিল খুব উঁচুমানের । বস্তুত শাসনব্যবস্থা যেখানে যতো কঠোর, কৌতুক রচনার বিষয়বৈচিত্র্য সেখানে ততো ব্যাপক । আর এই সুযোগটির পূর্ণ সদ্ব্যবহার করেছে কৌতুক এবং পরিহাসপ্রিয় সোভিয়েত জনগণ । প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের পচাত্তর বছরের স্থায়িত্বকালে (১৯১৭-১৯৯১) সে দেশে যে পরিমাণ ব্যঙ্গ-কৌতুক রচিত হয়েছে, অন্য কোনো দেশে কৌতুকের তেমন প্রবল চর্চা কখনও হয়েছে বা হয় বলে বোধ হয় না । ...

মূলত আত্মবিশ্লেষণমূলক সোভিয়েত ব্যঙ্গ-কৌতুকের ধরন এবং মাত্রা কিছুটা ভিন্নতর । এর প্রধান কারণ, এসবের জন্ম একেবারেই শাসকগোষ্ঠীর অগোচরে এবং নেপথ্যে; প্রচার এবং প্রসার গোপনে, সন্তর্পণে । অনেক কৌতুকই হয়তো তুমুল হাসির নয়, কিন্তু সেগুলো তীব্র শ্লেষাত্মক এবং নির্ভুল লক্ষ্যভেদী । অনেকগুলোই ভাবনার খোরাক যোগায় । কিছু কৌতুক আছে, যেগুলি যতোটা না হাস্যকর, তারচেয়ে বেশি করুণ, মর্মস্পর্শী । বিশাল সম্পদের মালিক এক দরিদ্র দেশের অক্ষম, অথর্ব নেতাদের অদূরদর্শিতা, নির্বুদ্ধিতা, খামখেয়ালী আচরণ এবং পরিণতিতে সমাজের অপরিসীম দুর্দশা এসব কৌতুকের উপজীব্য ।

কৌতুক হলো মৌখিক সাহিত্য । এই মৌখিক রচনাগুলোকে ছাপার অক্ষরে প্রকাশ করার অনেকগুলো অসুবিধেজনক দিক আছে । সবাই জানে, শুধু বক্তব্যের মধ্যেই কৌতুকের মাহাত্ম্য নিহিত নয় । কিন্তু বর্ণনাকারীর পরিবেশনের ধরন, প্রয়োজনীয় বিরতি, কথার সুর, ইশারা, বিশেষ শব্দ বা শব্দমালার ওপর জোর দেয়া ইত্যাদি ছাপার অক্ষরে পাঠকের কাছে পৌছে দেয়া সত্যিকার অর্থেই অসম্ভব । এই অপূর্ণতাটুকু কল্পনায় পূরণ করে নিতে হবে পাঠককে ।

বইটির নাম রাখা হয়েছে বাংলা এবং রুশ ভাষার উৎকট সন্ধি করে । ব্যাকরণগত শুদ্ধিতা তাতে, স্বাভাবিক কারণেই, নেই ।

লঘু চরিত্রের এই বইটিকে ভূমিকা এবং ধারাভাষ্যকন্টকিত করাটা উচিত ছিলো না । কিন্তু উপায় ছিলো না না করেও । "

--মাসুদ মাহমুদ
কিয়েভ, ইউক্রেন

112 pages, Hardcover

First published February 1, 1993

10 people are currently reading
237 people want to read

About the author

Masud Mahmud

9 books5 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
142 (59%)
4 stars
75 (31%)
3 stars
18 (7%)
2 stars
1 (<1%)
1 star
1 (<1%)
Displaying 1 - 30 of 55 reviews
Profile Image for Rizwan Khalil.
374 reviews599 followers
April 13, 2022
আমি কৌতুকের বই পড়ি না। একেবারেই না। কৌতুক বা জোকস সঙ্কলনের বই আমার দু'চোখের বিষ, কাউকে পড়তে দেখলেও সীমাহীন বিতৃষ্ণা জাগে (দুঃখের বিষয় আমার আব্বাই জোকসের বই পড়তে সবচেয়ে পছন্দ করেন, তাও আবার সবাইকে ডেকে ডেকে শুনিয়ে -_-), কয়েক লাইনে ভাঁড়ামি করে ইচ্ছাকৃতভাবে হাসানোর প্রচেষ্টাটা আমার কাছে অনেকাংশেই রুচিহীন মনে হয়... অন্তত তাই মনে হত গতকাল পর্যন্তও।

সবকিছুতেই প্রথম বার বলে একটা কথা আছে।

আজ (৩১ আগস্ট, ২০১৫) ঘটনাক্রমে এমন একটা বইয়ের খোঁজ পেয়ে গেলাম যেটা কৌতুকের বই হবার পরেও ডাউনলোড করতেই হলো, আর পিডিএফ পড়ায় আমি অনভ্যস্ত হলেও পিসিতে বসে বসেই পড়া শুরু করতে হলো। বইটিপ র নাম 'সোভিয়েতস্কি কৌতুকভ, ১৯১৭-১৯৯১'। বইটার বিশেষত্ব হচ্ছে এটায় তৎকালীন সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট শাসনামলে সাধারণ মানুষদের জনজীবনে প্রচলিত সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান ভগ্নপ্রায় সমাজব্যবস্থার প্রতি বিভিন্ন তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক ও শ্লেষাত্মক উপহাস-পরিহাস-কটাক্ষ কৌতুকের ভাষায় ওঠে এসেছে। বইটি অনুবাদ করেছেন সেবা প্রকাশনী থেকে প্রকাশিত আমার জীবনে পড়া অন্যতম সর্বশ্রেষ্ঠ অনুবাদকর্ম এরিখ মারিয়া রেমার্কের 'থ্রি কমরেডস' ও 'দ্য রোড ব্যাক'-এর অনুবাদক মাসুদ মাহমুদ। বইতে তাঁর লেখা ভূমিকার চুম্বকীয় অংশবিশেষ তুলে দিলাম:

'উৎকর্ষের বিচারে সোভিয়েত পণ্য বিশ্বের বাজারে সমাদৃত না হলেও সোভিয়েত ব্যঙ্গ এবং কৌতুক বরাবরই ছিল খুব উঁচুমানের। বস্তুত শাসনব্যবস্থা যেখানে যতো কঠোর, কৌতুক রচনার বিষয়বৈচিত্র্য সেখানে ততো ব্যাপক। আর এই সুযোগটির পূর্ণ সদ্ব্যবহার করেছে কৌতুক এবং পরিহাসপ্রিয় সোভিয়েত জনগণ। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের পচাত্তর বছরের স্থায়িত্বকালে (১৯১৭-১৯৯১) সে দেশে যে পরিমাণ ব্যঙ্গ-কৌতুক রচিত হয়েছে, অন্য কোনো দেশে কৌতুকের তেমন প্রবল চর্চা কখনও হয়েছে বা হয় বলে বোধ হয় না। ...
মূলত আত্মবিশ্লেষণমূলক সোভিয়েত ব্যঙ্গ-কৌতুকের ধরন এবং মাত্রা কিছুটা ভিন্নতর। এর প্রধান কারণ, এসবের জন্ম একেবারেই শাসকগোষ্ঠীর অগোচরে এবং নেপথ্যে; প্রচার এবং প্রসার গোপনে, সন্তর্পণে। অনেক কৌতুকই হয়তো তুমুল হাসির নয়, কিন্তু সেগুলো তীব্র শ্লেষাত্মক এবং নির্ভুল লক্ষ্যভেদী। অনেকগুলোই ভাবনার খোরাক যোগায়। কিছু কৌতুক আছে, যেগুলি যতোটা না হাস্যকর, তারচেয়ে বেশি করুণ, মর্মস্পর্শী। বিশাল সম্পদের মালিক এক দরিদ্র দেশের অক্ষম, অথর্ব নেতাদের অদূরদর্শিতা, নির্বুদ্ধিতা, খামখেয়ালী আচরণ এবং পরিণতিতে সমাজের অপরিসীম দুর্দশা এসব কৌতুকের উপজীব্য।'


কৌতুকের বইয়ের রিভিউ লিখে বিভিন্ন হাস্যরসের গুরুগম্ভীর বিচার-বিশ্লেষণ করার মত প্যাথেটিক ব্যাপার আর কিছু হতে পারে না, তাই সেই বিপথে পা না বাড়িয়ে বরং পাঠকদের জন্য আমার অতি পছন্দের কিছু শ্লেষাত্মক জীবনবোধসম্পন্ন কৌতুক তুলে ধরি, যেগুলো পড়ে আক্ষরিক অর্থেই আমি সশব্দে হা হা করে হেসে উঠতে বাধ্য হয়েছি বারবার...
সমাজতন্ত্র কী ?
পুঁজিবাদে পৌছুবার দীর্ঘতম পথ।

সোভিয়েতস্টাইলে নির্বাচন শুরু হয়েছে কবে থেকে ?
যেদিন ঈশ্বর ইভকে সৃষ্টি করে আদমকে বলেছিলেন, স্ত্রী বেছে নাও।

সোভিয়েত ইউনিয়নে সবচেয়ে স্থায়ী কী ?
সাময়িক সংকট।

কুৎসিত কিন্তু বিশ্বস্ত স্ত্রী এবং সুন্দরী কিন্তু অবিশ্বস্ত স্ত্রী - কোনটি ভালো ?
একা একা বিষ্ঠা খাওয়ার চেয়ে সবাই মিলে মিষ্টি খাওয়া ভালো।

পাউন্ড, ডলার এবং রুবলের পারস্পরিক বিনিময় হার কতো ?
এক পাউন্ড রুবলের মূল্য এক ডলার।

পৃথিবীর সবচেয়ে বড়ো দেশ কোনটি ?
কিউবা । তার রাজধানী মস্কোয়, জনগণ থাকে আমেরিকায়, এবং তাদের সমাধিস্থল অ্যাঙ্গোলায়।

মস্কোর অলিম্পিক ভিলেজের দালানগুলো কি দিয়ে তৈরি ?
মাইক্রোকংক্রিট দিয়ে।
মাইক্রোকংক্রিটের উপাদানগুলো কি কি ?
শতকরা পঞ্চাশভাগ কংক্রিট এবং বাকি পঞ্চাশভাগ মাইক্রোফোন।

অন্তঃসত্ত্বা বালিকা বলতে কি বোঝায় ?
রসজ্ঞানবর্জিত মেয়ে, একটু ঠাট্টা করলেই যে ফুলে বসে থাকে।

মুরগির স্তন নেই কেন ?
মোরগের হাত নেই বলে।

কমিউনিস্ট আখ্যা দেয়া যায় কাকে ?
যে মার্কসবাদ-লেলিনবাদের ক্ল্যাসিকগুলো পড়ে ।
আর এন্টি-কমিউনিস্ট কে ?
লেখাগুলো পড়ে যে বুঝতে পারে।

বেতন কি ?
বেতন হল মেয়েদের ঋতুস্রাবের মতো । অপেক্ষা করতে হয় সারাটি মাস, তারপর তিন দিনেই শেষ।

কখন গোটা বিশ্ব জুড়ে দুর্ভিক্ষ হবে ?
চীনদেশের লোকেরা যেদিন কাঠি ছেড়ে কাঁটাচামচ দিয়ে খেতে শুরু করবে।

স্ত্রী কি ?
স্ত্রী হলো হাতলবিহীন স্যুটকেসের মতো । টানাও কঠিন, ফেলে দিতেও কষ্ট হয়।

দেশে মাংসের আকাল কেন ?
ভেড়াগুলো মেতে আছে বিজ্ঞান নিয়ে, গাভীগুলো জেনারেলদের স্ত্রী হয়ে বসে আছে, ষাড়গুলো খেলাধুলা নিয়ে মত্ত, পার্টি এবং সরকারের বড় বড় পদগুলো দখল করে রেখেছে শুয়োরগুলো, আর এসব দেখে মুরগিগুলো সব হাসতে হাসতে মরে গেছে।

বলা হয় সোভিয়েত ইউনিয়নে কাজ এবং বেতনের মধ্যে কোন সামাঞ্জস্য নেই, কথাটা কি সত্য?
মোটেও না, কাজ এবং বেতন বস্তুত খুবই সামাঞ্জস্যপূর্ণ। সরকার বেতন দেয়ার ভান করে, আর আমরা ভান করি কাজ করার।

ক্যান্টনমেন্টের গোলন্দাজ বিভাগে বিরাট এক ব্যানার। তাতে লেখাঃ আমাদের লক্ষ্য - কমিউনিজম।

মিনি স্কার্ট কি ? --ছোট স্কার্ট।
মিনি কম্পিউটার কি ? --ছোট কম্পিউটার।
সবচেয়ে বড় বিশৃংখলার নাম তাহলে "মিনিস্ট্রি" কেন ??

প্রোপাগান্ডার ক্লাস।
...প্রয়োজন হলে আমাদের জনগণ সাধারণ স্যুটকেসে ভরে বোমা নিয়ে যাবে শত্রু শহরে...
একজনের প্রশ্ন:
সবাইকে একটা করে বোমা দিতে পারবেন, তা জানি। কিন্তু অতো স্যুটকেস পাবেন কোথায় ?

বিপর্যয় এবং দূঃখজনক ঘটনার মধ্যে পার্থক্য কী ?
ধরুন আপনি নতুন স্যুট পরে বেরিয়েছেন রাস্তায়, হঠাৎ চলন্ত গাড়ি আপনার পোশাকে কাদা ছিঁটিয়ে দিল। এটা দূঃখজনক ঘটনা, কিন্তু বিপর্যয় নয়। আবার ধরুন, সোভিয়েত সরকারের সব সদস্য নিয়ে একটি বিমান দুর্ঘটনায় পড়ল। সেটা বিপর্যয়, কিন্তু দূঃখজনক ঘটনা নয়।

বাবা মোরগ ডাকে কেন ? --কেউ মিথ্যে বললেই মোরগ ডেকে উঠে।
কিন্তু ভোর চারটেয়, সবাই যখন ঘুমে, মোরগ কেন ডাকে ? --ওই সময় দৈনিক পত্রিকাগুলো ছাপা হয়, তাই।

একটি জরিপের প্রশ্ন: কী পত্রিকা পড়েন এবং কেমন আছেন ?
একজনের উত্তর: পড়ি প্রাভদা (তৎকালীন একটি জাতীয় দৈনিক), নইলে ভালো আছি জানবো কি করে ?

পুরানো রুশ রূপকথা এবং নতুন সোভিয়েত রূপকথার মধ্যে পার্থক্য কী ?
পুরানো রুশ রূপকথা শুরু হতো এভাবে: সাত সমুদ্দুর তেরো নদীর পারে এক দেশে ছিল এক রাজা, আর নতুন সোভিয়েত রূপকথা শুরু হয় এভাবে: সংবাদ সংস্থা তাস-এর মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী... (এহম, বিটিভির রাত আটটার সংবাদ লাগছে শুনতে :P)

পুঁজিবাদী সমাজে মানুষ শোষণ করে মানুষকে।
আর সমাজতান্ত্রিক সমাজে ঘটে ঠিক এর উল্টোটি ।

----------------------------------------

ইয়ে, আজকের "গণতান্ত্রিক" বাংলাদেশের ব্যঙ্গ-কৌতুকে এহেন সমৃদ্ধ হতে আর কত দেরি পাঞ্জেরী ?

'সোভিয়েতস্কি কৌতুকভ, ১৯১৭-১৯৯১'
অনুবাদ: মাসুদ মাহমুদ
প্রকাশনী: কিউপিড প্রকাশনা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ১৯৯৩
পাঠসময়: আগস্ট ৩১ দিবাগত রাত ২টা থেকে ৪টা, ২০১৫
আমার রেটিং: ১০/১০, A+
Profile Image for Antu Paul.
111 reviews80 followers
July 31, 2025
পুঁজিবাদী সমাজে মানুষ শোষণ করে মানুষকে। আর সমাজতান্ত্রিক দেশে ঠিক তার উল্টো!

(অ্যানিমেল ফার্ম পড়ার পর দ্বিতীয়বার পড়ার লোভটা সামলাতে পারলাম না)

গুডরিডসে এরকম একটা গোল্ডমাইন নিজে খুঁজে বের করেছি ভেবে সবচেয়ে ভালো লাগছে! যে রুশদের সাহিত্য এত শক্তিশালী তাঁদের হিউমার কি কম হয়। স্ট্যালিন থেকে শুরু করে পরবর্তী সোভিয়েত শাসকরা কৌতুক চর্চার জন্য রুশদের কারাদণ্ড দিয়েছে, শ্রম শিবিরে পাঠিয়েছে তবুও মুখ বন্ধ করতে পারেনি তাদের।
পছন্দের কিছু জোকস তুলে দিচ্ছি:

◉ গ্রাম থেকে এক বুড়ি এসেছে মস্কোতে বেড়াতে। শহরের মাঝখানে লেনিন আর স্ট্যালিনের মূর্তি দেখে বুড়ি জানতে চাইলেন মূর্তিগুলো কার।
- ওটি মহান স্ট্যালিনের মূর্তি, তিনি আমাদের নাৎসিবাহিনির হাত থেকে মুক্ত করেছেন।
- ঈশ্বর তাঁকে দীর্ঘজীবী করুন, বললো বুড়ি। আহা, কমিউনিস্টদের কবল থেকেও তিনি যদি আমাদের মুক্ত করতেন!

◉ জনতার মাঝে ব্রেঝনেভ।
-কেমন আছেন কমরেডরা?
- ভালো আছি।
- আরো ভালো থাকতে চান?
- আপনি নির্দেশ দিলে আরো ভালো থাকব!

◉ মেডিক্যাল কলেজের চূড়ান্ত পরীক্ষা। দু'টো কষ্কাল দেখিয়ে স্যার জিজ্ঞেস করলেন ছাত্রকে :
- এগুলো সম্পর্কে তুমি কী জানো, বলো।
ছাত্র নিরুত্তর।
- মনে হচ্ছে, কিছু জানো না। কী পড়িয়েছে তোমাদের এ ছবছর
- তার মানে, কঙ্কালদু'টো মার্কস আর লেনিনের ?

◉ ‘কোন দেশের রাষ্ট্রনীতি বেশি নমনীয় '_ এই বিষয়ে বিতর্ক চলছে ব্রেঝনেভ আর কার্টারের মধ্যে। স্থির করা হলো, যিনি জোর না করে বিড়ালকে মরিচের সস খাওয়াতে পারবেন, প্রমাণিত হবে তার দেশের রাষ্ট্রনীতি বেশি নমনীয়।
সসেজে মরিচের সস মাখিয়ে বিড়ালের মুখে ধরলো কার্টার‌ গন্ধ শুঁকে মুখ ঘুরিয়ে নিল বিড়াল অন্যদিকে।
এবার ব্রেঝনেভের পালা। সসেজের লোভ দেখিয়ে বিড়ালকে ডাকলেন তিনি। বিড়াল কাছে আসতেই সসেজ সরিয়ে ফেললেন তিনি। আদর করলেন তার পিঠে, তারপর আচমকা মরিচের সস লাগিয়ে দিলেন বিড়ালের পশ্চাদ্দেশে। চিৎকার করে উঠলো বেড়ালটি এবং মুহূর্তের মধ্যে চাটতে শুরু করলো নিজের পশ্চাদ্দেশ। ব্রেঝনেভ সগর্বে বললেন: দেখেছেন, স্বেচ্ছায় শুধু খাচ্ছেই না, গানও গাইছে।

◉ আমেরিকান রুশকে বললো গর্বের সঙ্গে।
- আমাদের ওখানে পুরোপুরি স্বাধীনতা। ইচ্ছে করলেই আমি হোয়াইট হাউসের সামনে গিয়ে চিৎকার করে বলতে পারি - আইজেনহাওজার নিপাত যাক ।
-এতে গর্ব করার কী আছে? অবাক হয়ে বললো রুশ। আমিও যখন-তখন রেড স্কোয়ারে গিয়ে গলা ফাটিয়ে বলতে পারি - আইজেনহাওয়ার নিপাত যাক!

◉ মস্কোয় এক আমেরিকান পর্যটক। দু'হাতে ভারী দুই স্যুটকেস-টানা এক রুশকে জিজ্ঞেস করলো:
- ক'টা বাজে, দয়া করে বলবেন ?
স্যুটকেস দু'টো নামিয়ে রেখে হাতের ঘড়ির দিকে তাকিয়ে রুশ জানালো:
- এখন সময় এগারোটা তেতাল্লিশ মিনিট আঠারো সেকেন্ড। আজ তেরোই ফেব্রুয়ারি, মঙ্গলবার। আজ পূর্ণিমার আগের দিন। এখন তাপমাত্রা সতেরো ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা - শতকরা সত্তর ভাগ, আবহাওয়ার চাপ - ন'শো... |
তাকে থামিয়ে দিয়ে বিস্মিত আমেরিকান জানতে চাইলো, ঘাড়িটা জাপনী কিনা জানতে চাইল
-না, আমাদের দেশে তৈরি, - রুশটি জানালো খুব গর্বের সঙ্গে।
সোভিয়েত প্রযুক্তির অভাবনীয় সাফল্য এবং অগ্রগতির জন্য রুশকে অভিনন্দন জানালো আমেরিকান।
ঝুকে পড়ে ভারী স্যুটকেসদুটো তুলতে তুলতে ঝুকে পড়ে রুশ বললো:
-ঘড়িটি দারুণ সন্দেহ নেই। শুধু এই ব্যাটারি দুটো একটু ভারী!

◉ আমেরিকায় আইজেনহাওয়ার এবং ক্রুশ্চেভ গাড়িতে চড়ে ঘুরছেন৷ পিছু লাগলো রেড ইন্ডিয়ানরা। শুরু করলো তীর ছুঁড়তে। সম্মানিত অতিথির সম্মান রক্ষার খাতিরে রেড ইন্ডিয়ানদের দাবি অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আইজেনহাওয়ার একটি চিঠি লিখে ছুঁড়ে দিলেন তাদের দিকে। চিরকুটটি পড়ে ছিঁড়ে ফেলে ধাওয়া অব্যাহত রাখলো রেড ইন্ডিয়ানরা। এরপর কী একটা লিখে চিরকুট দিলেন ক্রুশ্চেভ। চিরকুটটি পড়েই তারা উল্টোদিকে ছুট লাগালো তীরবেগে। বিস্মিত আইজেনহাওয়ার প্রশ্ন করলেন ক্রুশ্চেভকে, এমন কি লিখেছেন যা তাদের ভয় পাইয়ে দিল?

নির্বিকার ক্রুশ্চেভ উত্তর দিলেন :
লিখেছিলাম, আামরা কমিউনিজমের পথ ধরে এগিয়ে যাচ্ছি।


◉ স্কুলের দশম শ্রেণীতে অন্যান্য বিষয়ের পাশাপশি নতুন একটি বিষয় প্রচলন করা হলো- যৌনবিজ্ঞান।
প্রথমদিন ক্লাসে ঢুকে শিক্ষক
বলল: পুরুষ ও মহিলার মধ্যে ভালোবাসার ব্যাপারটি অতি স্বাভাবিক এবং এ -ব্যাপারে তোমরা অনেককিছু জানো এবং আরো জানবে
তবে ছেলে-ছেলে এবং মেয়ে-মেয়ের ভালোবাসার সম্পর্কটি অস্বাভাবিক এবং বিকৃত। এটি আমাদের আলোচনাভুক্ত হবে না।
আরো দু'ধরনের তালোবাসা আছে, সেগুলি হলো - পার্টির প্রতি জনগণের ভালোবাসা এবং জনগণের প্রতি পার্টির তালোবাসা । এই দুই ভালোবাসা বিষয়ে আমরা পড়াশোনা করবো সারা বছর।

◉ ইথিওপিয়ার কমিউনিস্ট পার্টির ফান্ডে সাহায্য করার জন্য স্কুলের ছাত্রদের দশ রুবল করে আনতে বলা হলো। একজন এলো টাকা ছাড়া।
বললো :
- বাবা বলেছে, ইথিওপিয়ায় কমিউনিস্ট পার্টি নেই।

এক মাস পরে ইথিওপিয়ার সমাজতান্ত্রিক সরকারকে সাহায্য করার জন্য আবার দশ রুবল করে আনতে বলা হলো স্কুলের ছাত্রদের। সেই
বালক আবার এলো টাকা ছাড়া। বললো :
- বাবা বলেছে, ইথিওপিয়ায় সমাজতান্ত্রিক সরকার নেই।

কিছুদিন পরে আরো দশ রুবল চাওয়া হলো ইথিওপিয়ার অনাহারী জনগণের জন্য। সেই বালক এবার নিয়ে এলো তিরিশ রুবল। বললো:
- বাবা বলেছে, ইথিওপিয়ায় যদি অনাহারী থাকে, তার মানে ওখানে
কমিউনিস্ট পার্টি তো আছেই, আছে সমাজতান্ত্রিক সরকারও।




পলিটিক্যাল জোকসের সেরা ঠিকানা সোভিয়েত ইউনিয়ন অস্বীকার করা যায় না। পলিটিক্যাল জোকসের সার্থকতা কিন্তু শুধু হাসানো নয়; আরও বেশি কিছু। সোশ্যালিজম, কমিউনিজম, সোভিয়েত আর্মি, অর্থনৈতিক অবনতি, রাজনৈতিক সমস্যা, শাসকদের নির্বুদ্ধিতা, পণ্যের মানের অবনতি, লাল আগ্রাসন এসব নিয়ে রুশদের এমন হিউমারাস কমেডি কাবিল-ই-তারিফ। নামকরণও লা-জবাব!
Profile Image for Arupratan.
235 reviews386 followers
April 13, 2022
কোন্‌ মহান কমরেডের আমলে সোভিয়েত দেশের পতাকার রং বেশি রেড হয়েছিল, এই রিভিউতে সেই প্রসঙ্গে আলোচনা করা নেহাতই অবান্তর। যেটা বান্তর (অবান্তরের বিপরীতার্থক শব্দ তো এটাই হবার কথা) সেটা হলো, উইকিপিডিয়া এবং আরো কিছু জায়গা থেকে আমি আরো কিছু কৌতুকভ্ খুঁজে পেয়েছি।

১. ক্রেমলিনের ভেতর ইঁদুর নিয়ন্ত্রণ করা হয় কীভাবে?
সেখানে একটা সাইনবোর্ডে "যৌথ খামার" লিখে টাঙিয়ে রাখা হয়। ব্যাস, তাইলেই কাজ হাসিল হয়ে যায়। অর্ধেক ইঁদুর খেতে না-পেয়ে মারা যায়। বাকি অর্ধেক নিজেরাই উদ্যোগ নিয়ে পালিয়ে যায়।

২. কেজিবি-র সদর দপ্তর "লুবিয়াঙ্কা" হলো মস্কোর উচ্চতম বাড়ি। এই বাড়ির বেসমেন্ট থেকে সাইবেরিয়া দেখা যায়। 😉

৩. ক্যাপিটালিস্ট রূপকথা আর মার্ক্সবাদী রূপকথার মধ্যে পার্থক্য কোথায়?
ক্যাপিটালিস্ট রূপকথা শুরু হয় এভাবে : "অনে-য়ে-য়ে-ক-দিন আগের কথা, যখন কোনো এক গ্রামে..."। আর মার্ক্সবাদী রূপকথা শুরু হয় : "অনে-য়ে-য়ে-ক-দিন পরের কথা, যখন কোনো এক গ্রামে..."।

৪. এটা কি সত্যি কথা যে সোভিয়েত দেশ হলো পৃথিবীর সবচাইতে প্রগতিশীল রাষ্ট্র?
অবশ্যই! এখানে আগামীকাল জীবন যত মধুর হতে চলেছে, তার চেয়েও বেশি মধুর ছিলো গতকাল।

৫. একজন আমেরিকান একজন রাশিয়ানকে জিজ্ঞেস করলো, কিহে, তোমরা "হটডগ" খাও?
না রে ভাই, রা���িয়াতে কুকুরের ওই অংশটা আমরা খাই না।

৬. খবরের কাগজ নাকি টেলিভিশন, কোনটা বেশি কাজের?
অবশ্যই খবরের কাগজ। দেখা হয়ে যাওয়ার পরে টেলিভিশনকে তো আর টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা যায় না, তাইনা?

৭. অতিরিক্ত চিন্তা কোরো না।
যদি চিন্তা করো, তাহলে সেটা মুখ দিয়ে বের কোরো না।
যদি চিন্তা করো, এবং সেটা বলেও ফ্যালো, তাহলে সেটা কাগজে লিখে ফেলো না।
যদি চিন্তা করো, সেটা বলেও ফ্যালো, এবং লিখেও ফ্যালো, তাহলে যে-কাগজে লিখেছো সেখানে নিজের নাম স্বাক্ষর কোরো না।
চিন্তা করা, বলে ফেলা, লিখে সেই কাগজে স্বাক্ষর করে ফেলা, সবই যদি করে ফ্যালো, তারপর আবা��� আমাদের দোষ দিও না যেন বাপু!

৮. গাড়ির চাবিটা দাও তো, বাবা।
আচ্ছা, এই নাও গাড়ির চাবি। কিন্তু সাবধান খোকা, চাবি যেন হারিয়ে ফেলো না! আর মাত্র সাত বছর পরেই গাড়ি কেনার অনুমতি পাবো আমরা। চাবি না-থাকলে তখন মুশকিল হয়ে যাবে!

৯. একটা বাচ্চা ছেলে ইশকুলে তার শিক্ষককে বললো, আজকে আমার বিড়াল সাতটা ছানা দিয়েছে। তারা সবাই কমিউনিস্ট। এক সপ্তাহ পরে সেই ছেলেটা আবার বললো, আমার বিড়াল সাতটা ছানা দিয়েছে। তারা সবাই ক্যাপিটালিস্ট। শিক্ষক বললেন, গত সপ্তাহে যে বললে তারা সবাই কমিউনিস্ট? হ্যাঁ, গত সপ্তাহে কমিউনিস্টই ছিল। কিন্তু এই সপ্তাহে তাদের চোখ ফুটেছে।

১০. প্রশ্ন - কোনো ক্যাপিটালিস্ট রাষ্ট্রকে, ধরা যাক নেদারল্যান্ডসকে, কমিউনিস্ট রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব?
উত্তর - অবশ্যই সম্ভব। কিন্তু... নেদারল্যান্ডসের জনগণ তোমার কী এমন ক্ষতি করলো যে, তাদের পেছনে আছোলা বাঁশ দেওয়ার জন্যে উতলা হয়ে উঠেছ?!

১১. অত খ্যাক খ্যাক করে হাসার কিছু হয়নি। স্বয়ং যীশু খ্রিস্টও চুরি করতেন, যদি তার হাতদুটো পেরেক দিয়ে আটকানো না-থাকতো। :/

১২. সোভিয়েত দেশের টয়লেট পেপার এত কর্কশ হয় ক্যানো?
শালাদের পাছার রংও যেন লাল হয়ে যায়, সেই জন্যে!




Profile Image for বিমুক্তি(Vimukti).
156 reviews88 followers
July 28, 2020
*
–সমাজতন্ত্র কী ?
- পুঁজিবাদে পৌছুবার দীর্ঘতম পথ।


*
- কমিউনিস্ট অ্যাখ্যা দেয়া যায় কাকে ?
- যে মার্কসবাদ-লেলিনবাদের ক্ল্যাসিকগুলো পড়ে।
- আর অ্যান্টি -কমিউনিস্ট কে ?
- লেখাগুলো পড়ে যে বুঝতে পারে।


*
- সোভিয়েত সূর্য দুপুর বেলায় অতো হাশিখুশি কেন ?
- কারণ সে জানে, একটু পরেই পৌছে যাবে পশ্চিমে।


*
সৈনিকদের ক্লাশ নিচ্ছেন ক্যাপ্টেন। মাধ্যাকর্ষন সম্পর্কে বুঝাচ্ছেন। তিনি বললেন, কোন কিছু যত উপরেই ছুঁড়ে দেয়া হয় না কেন তা আবার মাটিতে এসে পড়বে।
হঠাৎ এক সৈনিক দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার মাটিতে না পড়ে যদি পানিতে পড়ে তাহলে?
ক্যাপ্টেন: ওটা নৌবাহিনীর ব্যাপার তোমার না জানলেও চলবে।


*
কোনো মেয়ে কি কোনো পুরুষকে লাখপতি বানাতে পারে?
— পারে, যদি পুরুষটি হয় কোটিপতি।


*
–পনেরো বছরের ছেলে মেয়েদের কী যৌন শিক্ষা দেয়া উচিত?
–দিতে পারেন যদি উল্টো আপনার কিছু শেখার থাকে



** মরুভূমিতে দৌড়াচ্ছে এক কুকুর আর ভাবছেঃ
-আর একমিনিটের মধ্যে কোনো গাছ খুঁজে না পেলে এমনিই প্রস্রাব হয়ে যাবে।



*
প্রশ্ন: পাউন্ড, ডলার আর রুবলের অন্তর্জ়াতিক বিনিময় হার কতো?
উত্তর: এক পাউন্ড রুবলের দাম এক ডলার।



*
প্রশ্ন: ১৯৬৪ সাল কেমন যাবে?
উত্তর: মাঝারি রকম। ১৯৬৩ সালের চেয়ে খারাপ কিন্ত ১৯৬৫ সালের চেয়ে ভালো।

*
কী! ইভান ইভানোভিচ মারা গেছে? কই আমি তো তার গ্রেফতার হওয়ার খবরটা পর্যন্ত পাই নাই।


*
এক রাশান লোক মারা যাবার পর তাকে নরকে পাঠানো হলো। প্রতিবাদ করে উঠল সেঃ
–সোভিয়েত ইউনিয়নের মত মর্ত্যের নরকে থাকার পরও কি আমায় নরকে যেতে হবে?
–ওখানে থাকার পর নরককেও তোমার সর্গের মতো মনে হবে।


*
–বাবা মুরগী এতো চিৎকার করে কেন?
–মানুষ মিথ্যা বললে মুরগী চেচায়।
–তাহলে সকালে যখন সবাই ঘুমিয়ে থাকে সেসময় চেচামেচি করে কেন?
–কারণ তখন দৈনিক পত্রিকাগুলো ছাপা হয়।




+
এইরকম শতাধিক কৌতুকে ভরা একটি গ্রন্থ "সোভিয়েত্স্কি কৌতুকভ"। আসলে এর থেকেও ভালো ভালো কৌতুকে ঠাসা পুরো বই। আমি পড়া শেষ করে বইটা নাড়াচাড়া করার সময় যেগুলো চোখের সামনে এসেছে সেগুলোই এখানে তুলে দিয়েছি। বিভিন্ন সময়কার রাশিয়ান শাসকদের শাসনকালের কৌতুকগুলো পড়তে পড়তে সেসময়কার একটা ভালো প্রতিচ্ছবিও চোখের সামনে ভেসে উঠবে। তবে স্তালিনের শাসনামলে বিদ্যমান কৌতুকগুলোই বেস্ট😏

আর এতোটা অসাধারণ ভাবে অনুবাদক অনুবাদ করেছেন যে বইটা পড়ার সময় আমার মনেই হয় নি ভীনদেশী কৌতুক পড়ছি। এসব কথা যে আমার দেশের লোকদের মুখ থেকে বের হবে না, সেটা ভাবাই কঠিন(এর আরেকটা কারণ হতে পারে কৌতুকগুলো বড় বেশি প্রাসঙ্গিক, হয়তো চিরকালই তা থাকবে)।

আমি কাজকামহীন মানুষ, মন খারাপ খুব একটা হয় না। তবু কোনো কারণে যদি হঠাৎ করে মন খারাপ হয়ে যায়,তবে এ বই আবার পড়ব। বইটা মন খারাপের বেস্ট মেডিসিন😙

বিঃদ্রঃ নাঈমদা কে ধন্যবাদ এত্ত ভালো বইটা recommend করার জন্য....নইলে পড়তে হয়তো অনেক দিন দেরি করে ফেলতাম।
Profile Image for Zabir Rafy.
312 reviews10 followers
November 6, 2025
দুর্দান্ত!! এ বছরের পড়া অন্যতম শ্রেষ্ঠ বই।

সোভিয়েত সাহিত্য অত্যন্ত উঁচুমানের বলেই জানি। সোভিয়েত স্যাটায়ারের সাথেও পরিচিত হলাম আজ। যদিও বেশিরভাগ কৌতুক সোভিয়েত আমলের, অর্থ্যাৎ কিনা কমিউনিজম ইত্যাদি নিয়ে লেখা, তবে সুপ্রিম সোভিয়েতের পতনের প্রায় চার দশক পরেও অত্যন্ত প্রাসঙ্গিক মনে হলো কৌতুকগুলো।

পলিটিক্যাল স্যাটায়ার হিসেবে বইটি অনন্য। আশ্চর্যজনকভাবে পলিটিকাল সিচুয়েশন এবং সেই নিয়ে কৌতুকগুলো ভৌগোলিক এবং শাসনব্যবস্থা ভিন্ন হলেও, অনেকটাই মিল থাকে। কিছু ক্ষেত্রে সূক্ষ্ম মিল থাকে, সেটা নিজ দেশের শাসকশ্রেণী আর রাজনীতিবিদদের সাথে মিলিয়ে নিলেই হলো।

আমার পড়া অন্যতম শ্রেষ্ঠ স্যাটায়ারিস্টিক সাহিত্য। বইটা রেকমেন্ডেড।
Profile Image for Rifat.
501 reviews328 followers
January 31, 2021
খুবই প্রাসঙ্গিক কথাবার্তা। কৌতুকের বইটাকে আমার কাছে স্যাটায়ার বৈ আর কিছু মনে হয় নি।
খুবই উচ্চ মানের স্যাটায়ার যা যে কোনো কালের জন্য প্রাসঙ্গিক থাকবে। (মানুষ তো আর শোধরাবে না :P)


পুত্রের প্রশ্ন পিতাকে-
- বাবা মোরগ ডাকে কেন ?
- কেউ মিথ্যে বললেই মোরগ ডেকে ওঠে ।
- কিন্তু ভোর চারটেয়, সবাই যখন ঘুমে, মোরগ কেন ডাকে ?
- ওই সময় দৈনিক পত্রিকাগুলো ছাপা হয়, তাই ।

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বিষয়ে পড়াছেন মেজর-
- এক টুকরো পাথরকে যত শক্তি দিয়েই উপরে ছুঁড়ে দাও না কেন, খানিকক্ষণ বাদেই তা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মাটিতে এসে পড়বে।
- কিন্তু পাথরটি যদি, স্যার, মাটিতে না পড়ে পানিতে গিয়ে পড়ে?
- তা আমাদের না জানলেও চলবে। ওটা নৌবাহিনীর ব্যাপার, আমাদের নয়।

মাছের দোকানে ক্রেতা-
- আমাকে ওই রাষ্ট্রনায়ক মাছটি দিন।
- রাষ্ট্রনায়ক মাছ মানে?
- ওই যে ওই মোটাসোটা, চর্বিওয়ালা, মাথাবিহীন মাছটা।


লেখকের সেন্স অব হিউমার উচ্চ পর্যায়ের, পাশাপাশি অনুবাদকের অনুবাদও চমৎকার।

আমি তো আর কোনো কমেডি শো এর দর্শক কিংবা বিচারক নই যে টিভিতে দেখাচ্ছে দেখে, চোখ না হাসলেও উচ্চস্বরে দন্তপাটি দেখাতে হবে! :3
তাই ৪ তারা :D


~৩১ জানুয়ারি, ২০২১

Profile Image for Injamamul  Haque  Joy.
100 reviews115 followers
March 8, 2021
অসাধারণ বললে বোধ হয় একটু কম হয়ে যাবে। সাধারণ রম্য-কৌতুক হিসেবে বইটা নিয়েছিলাম। কিছু পৃষ্ঠা পড়েই আসল ব্যাপারটা ধরে মুরগী হয়ে গেলাম। কৌতুক গুলি রাশিয়ার রাজনীতি, সামাজিকতা নিয়া লেখা। কৌতুকগুলা তৎকালীন রাশিয়ার রাজনীতি, সমাজের বিভিন্ন বিষয়ের সাফল্য-ব্যার্থতার বহিঃপ্রকাশ। বইটায় মোট নয়টা অধ্যায় আছে ; আর্মেনিয়া বেতারের উত্তরমালা, ফৌজি রগড়, দাড়া খরগোশ দেখাচ্ছি, লেনিন পর্ব, স্তালিন পর্ব, ক্রুশেভ পর্ব, ব্রেঝনেভ পর্ব, আন্দ্রোপভ-চেরনেনকো পর্ব, গর্বাচভ পর্ব। 'আর্মেনিয়া বেতারের উত্তরমালা' পর্বটার সবগুলো কৌতুক অত্যাধিক জোশ। হাসতে হাসতে পেটে খিল ধরানোর মত। 'ফৌজি রগড়' পর্বটায় রাশিয়ান সামরিক বাহিনীর পা-চাটামিকে ফোকাস করেছে। সৈনিকদের অক্ষমতা, তেলা মাথায় তেল দেওয়া, তোতা পাখির মত সরকারের হ্যা তে হ্যা আর না তে না বলার দিকটা তুলে ধরেছে। 'দাড়া খরগোশ দেখাচ্ছি' পর্বটা মূলত রুপকধর্মী। প্রাণী চরিত্রগুলা দিয়ে সাধারণ জনগনের বিভিন্ন দিক তুলে ধরেছে এখানে। লেনিন পর্বে প্রেসিডেন্ট লেনিনের সাফল্যগাথা আর স্তালিন পর্বে স্তালিনের শুয়োরামি উঠে এসেছে। আর ক্রুশেভ, ব্রেঝনেভ, গর্বাচভ পর্বে উঠে এসেছে এই তিন প্রেসিডেন্টের বোকামি আর অদূরদর্শিতা। ব্রেঝনেভ পর্বটাও বেশ জোস।
Profile Image for Royhana Akter Rimu.
73 reviews4 followers
March 20, 2021
১।
- সোভিয়েত স্টাইলে নির্বাচন শুরু হয়েছে কবে থেকে?
- যেদিন ঈশ্বর ইভকে সৃষ্টি করে আদমকে বলেছিলেন, স্ত্রী বেছে নাও।

২।
- কোনো মেয়ে কি তার স্বামীকে লাখ পতি বানাতে পারে?
- হ্যা পারে। যদি তার স্বামী কোটিপতি হয়।

৩।
- বোকা নাকি টেকো হওয়া ভাল?
- বোকা। কারণ তা খুব বেশি চোখে পড়ে না।

৪।
- কমিউনিস্ট অ্যাখ্যা দেয়া যায় কাকে ?
- যে মার্কসবাদ-লেলিনবাদের ক্ল্যাসিকগুলো পড়ে।
- আর অ্যান্টি -কমিউনিস্ট কে ?
- লেখাগুলো পড়ে যে বুঝতে পারে।

৫।
সৈনিকদের ক্লাশ নিচ্ছেন ক্যাপ্টেন। মাধ্যাকর্ষন সম্পর্কে বুঝাচ্ছেন। তিনি বললেন, কোন কিছু যত উপরেই ছুঁড়ে দেয়া হয় না কেন তা আবার মাটিতে এসে পড়বে।
হঠাৎ এক সৈনিক দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার মাটিতে না পড়ে যদি পানিতে পড়ে তাহলে?
ক্যাপ্টেন: ওটা নৌবাহিনীর ব্যাপার তোমার না জানলেও চলবে।

৬।
–বাবা মুরগী এতো চিৎকার করে কেন?
–মানুষ মিথ্যা বললে মুরগী চেচায়।
–তাহলে সকালে যখন সবাই ঘুমিয়ে থাকে সেসময় চেচামেচি করে কেন?
–কারণ তখন দৈনিক পত্রিকাগুলো ছাপা হয়।

৭।
কাক বসেছিল গাছের ডালে।নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলো খরগোশ।
- কাক তুই কি করিস?
- কিছুনা। বসে আছি এম্নিতেই।
- বাহ বেশ মজার তো! আমিও বসে থাকি কিছু না করে?
- থাক।
খরগোশটি গাছের নিচে গিয়ে চুপ করে বসলো। পাশের ঝোপ থেকে এক শেয়াল ঝাপ দিয়ে এসে খরগোশকে খেয়ে ফেলল।পুরো ঘটনাই দেখলো কাক উপরে বসে বসে আর ভাবলোঃ
- খরগোশকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। কিছু না করে বসে থাকলে চলে কেবল তাদেরই, যারা বসে থাকে উপরে।


এ রকম শতাধিক কৌতুক রয়েছে বইটিতে। স্লো ইন্টারনেটে পিসিতে ওএস সেটাপের স্ট্রেস দূর হয়ে গেছে একদম 😂
Profile Image for পটের দুধের কমরেড.
209 reviews25 followers
March 5, 2021
- দাদা, কি পড়েন?
- বঙদেশীয় কৌতুকমালা।
- কিন্তু মলাটে লেখা সোভিয়েত্‌স্কি কৌতুকভ।
- যেমন কাগজপত্রে গণপ্রজাতন্ত্রী, কিন্তু ভেতরে পাবেন ক্ষমতার প্রহসন-ব্যব্যস্থা!
( ক্ষয়ে যাওয়া সোভিয়েত ইউনিয়নের শাসন ব্যবস্থা নিয়ে জনসাধারণের সমস্ত চুটকি পড়তে গেলে 'দম ফাটানো মজার কৌতুক' ঠেকবে, কিন্তু ভাবতে গেলে বোধদয় হবে 'আরেহ এইসব তঁ আমাদের দেশের বর্তমান সংবিধান বাস্তবতা!)
Profile Image for Rakib Hasan.
456 reviews79 followers
April 3, 2023
সোভিয়েত শাসনব্যবস্থা নিয়ে কৌতুকের বই, সাধারণত কৌতুকের বইগুলোতে জোর করে হাসানোর প্রচেষ্টা থাকে এই বইটা তার ব্যতিক্রম। হাসি ঠাট্টার মাঝেও কষ্টের প্রকট বুঝা যায় ভালোভাবেই। বইটি অনুবাদ করেছেন সেবা প্রকাশনী হতে বিখ্যাত বই থ্রি কমরেডস এর অনুবাদক মাসুদ মাহমুদ।
Profile Image for Abid.
136 reviews23 followers
March 16, 2025
কমিউনিস্ট শাসন ও সোভিয়েত নেতাদের নিয়ে বানানো অনেকগুলো কৌতুক নিয়ে এ বই। এমন তীব্র পচানিমূলক কৌতুক এর সমাহার দেখে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। সোভিয়েত শাসনামল কি আসলেই এতটা জঘন্য ছিল? নাকি এসবও আমেরিকান প্রোপাগান্ডার অংশ?
বইয়ের প্রথম দিককার কৌতুক গুলো তেমন ভাল্লাগে নি। তবে পরের অর্ধেকের কৌতুকগুলো বেশ মজার। সোভিয়েত জনগণের হিউমার আসলেই প্রশংসার দাবীদার।
Profile Image for Saiful.
18 reviews6 followers
June 1, 2020
স্তালিন বক্তৃতা দিচ্ছেন শ্রমিকদের সামনেঃ
-আপনাদের মঙ্গলের জন্যে আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে প্রস্তুত।
উপস্থিত একজন শ্রমিকের কাছে থেকে চিরকুট এল তাঁর কাছে। তাতে লেখা, তাহলে আর দেরি করছেন কেন?

একটি জরিপের প্রশ্নঃ কি পত্রিকা পড়েন এবং কেমন আছেন?
একজনের উত্তরঃ পড়ি প্রাভদা, নইলে ভালো আছি জানবো কি করে!

রুশ কৌতুক। সুতীক্ষ্ণ, শ্লেষাত্মক। এই বইটা না পড়লে অনুধাবনটা হত না। প্রথম আলোতে প্রকাশিত টুকরো টুকরো রুশ কৌতুক আর এই বইয়ের রুশ কৌতুকের ধরনে একটা বিস্তর ফারাক আছে।
There's no subject you shouldn't joke about.
-Ricky Gervais

রাশানদের কৌতুক বা চুটকির পরিধি যেন এই মতবাদেই বিশ্বাসী। তাদের হাত থেকে কোন জন্তু-জানোয়ার, বস্তু বা তৎকালীন রাজনৈতিক কোন নেতা বা বিষয়ই বাদ যায় নি! আর মহামান্য কেজিবিকে নিয়ে কৌতুকতো জগৎপ্রসিদ্ধ। কৌতুকে উঠে এসেছে সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এবং জনমনে, ব্যবসা বাণিজ্যে, জীবনযাত্রায় নেতৃত্বের সেই প্রভাবের হাল হকীকাত। 'বন্ধু' রাষ্ট্র যদি গতিপথ থেকে দূরে সরে যেতে চায় তাদের দেশে সৈন্য পাঠিয়ে কিভাবে টাইট দিতে হয় তা নিয়েও বেশ সরস কৌতুকের উপস্থিতি আছে! বেচারা বুলগেরিয়া প্রায় বেশিরভাগ কৌতুকেই অপদস্ত! যাহোক, রাজনৈতিক নেতা, তাদের আদর্শ, নেতৃত্বের ভুলত্রুটি নিয়ে চুটকি হবে আর মহাশয়রা অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হবেন না তা তো আর হতে পারে না, সেজন্যে তারাও সময়ে সময়ে তাদের ক্ষমতার দাপট দেখিয়েছেন। যাও বাপু, এবার জেলে গিয়ে কৌতুক শুনাও। অবশ্য এখনও 'কোন কোন দেশে' রাজনৈতিক কার্টুন আঁকার জন্যে জেলে যেতে হয়। তখনকার রাশানরাও কম দুষ্ট ছিল না, জেলে যাওয়া নিয়েও তারা কৌতুক করেছে। বই থেকে প্রাসঙ্গিক একটা কৌতুক তুলে দিচ্ছি,
আদালতকক্ষ থেকে বের হয়েই দম ফাটিয়ে হেসে উঠলেন প্রধান বিচারপতি। সহকর্মীরা জানতে চাইলো, ব্যাপার কী?
-এতো হাসির এক চুটকি শুনলাম। এইমাত্র একজনকে দশ বছরের জেল দিয়ে এলাম ওই চুটকি বলার দায়ে। কিন্তু এত মজার চুটকি।

ইদানিং চারপাশে অনেক মানুষকে দেখি যারা প্রতিনিয়ত হাসফাস করেন, অভিযোগ করেন! মনের গহীনের কথা প্রকাশ করার অধিকারটুকু নাকি নাই হয়ে যাচ্ছে, কারা না��ি দিনে দিনে বন্ধ করে দিচ্ছে সব দরোজা। রাশানরা অবশ্য অনেক আগেই এই নিয়ে খুব সুতীক্ষ্ণ কৌতুক বলে গেছে।
সোভিয়েত নাগরিক কি নির্ভয়ে তার মতামত প্রকাশ করতে পারে?
-পারে চিরতরে বিদেশ চলে গেলে!

যাহোক, অনুবাদ নিয়ে এক দু লাইন প্রশংসা না করলেও নয়। খুব সুন্দর এবং পাঠক উপভোগ্য করে অনুবাদ করেছেন লেখক। অনুবাদেও কৌতুককে সরস এবং শ্লেষের ধার ঠিক রাখতে পারা এক বিশাল অর্জন।
Profile Image for Ësrât .
515 reviews85 followers
April 17, 2023
আদম কি পরনারী গমন করতেন?
-না কারন সুযোগ ছিল না, তবু সন্দেহপ্রবণ ইভ প্রতিদিন ঘুমিয়ে পড়ার পরপর আদমের পাঁজরের হাড় গুনে দেখতেন।


ভেবে দেখুন তো এই ভিনি ভিডি ভিসির যুগে আমাদের খেলারামদের খুল্লাম খোলা পেয়ার মুহাব্বতীময় জীবনে যদি প্রেয়সীরা প্রতিরাতেই পাঁজরের হাড় গুনতে থাকত তবে উনিশ বিশের জন্য প্রতি মূহুর্তে প্রহারের সাথে প্রাননাশের কতশত খবর যে পাওয়া যেত তার ইয়াত্তা আছে?!

তারপর ধরুন এই সাময়িক সংকটের স্থায়ী সমাধানকল্পে অস্থায়ী কমিটির কর্মকাণ্ডে নিজেদের ই কান্ডজ্ঞান নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে হতবুদ্ধি হবার যে ব্যাপারখানা সোভিয়েতে হত,তা যদি এই সোনার বাংলায় হত(হয় কি না এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যম বলতে পারবে ভালো)তবে আমাদের দশাখানা কি দুঃসহই না হয়ে যেত।

ভাগ্যিস আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক!সাহসখানা আমাদের এমনভাবেই সমূলে নির্মূল হয়েছে যে কৌতুকচ্ছলেও বিদ্রুপ করে বিদ্বেষ জানানোর বিন্দুমাত্র বলটাও বিলীন হয়ে গেছে।

নইলে কি আর পিছিয়ে থাকতুম হীরক রাজার দেশে সত্য প্রকাশে একের লাঠি দশের বোঝা হয়ে!

সরসকথায় নীরস সত্য সপাটে গালে না লেগে মনে লাগলেই বোধহয় বুঝতে পারবে লোকে;কি পেয়েছি আর কি হারিয়েছি চাটুকারদের লেহনের দহনে।

রেটিং:🌠✨🌟⭐
৯/০৮/২২
Profile Image for Maruf Hossain.
Author 37 books258 followers
March 7, 2019
একইসাথে সরল অথচ গভীর, সোজা অথচ তীক্ষ্ণ!
সারাজীবনে এরকম একটা বই লিখতে পারলেই বোধহয় শ্লাঘা বোধ করার অধিকার জন্মে যায় রচয়িতার।
Profile Image for Jahangir.
Author 2 books34 followers
September 3, 2015
সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি, সেই সাথে সমাজতান্ত্রিক বিশ্বের হুড়মুড় করে ভেঙে পড়ার সিকি শতাব্দী পরে আজকের নবীন পাঠকের পক্ষে এই বইয়ের অনেক কিছু ঠিকঠাক বুঝে উঠতে হয়তো একটু কষ্ট হবে। কিন্তু যারা ইতিহাসের পাঠক তারা সহজেই এর রস পুরো মাত্রায় নিতে পারবেন।

বাংলা ভাষায় এই পর্যন্ত যত কৌতুক সংকলনের বই পড়েছি তার কোনটা মানে এই বইয়ের ধারেকাছে না।

যারা মাসুদ মাহমুদের অন্যসব লেখা পড়েছেন তারা তাঁর ব্লগে লেখা ছড়মানু, দ্বিপদীপঞ্চক, কামরাঙা ছড়া, সুরা পানের সুরা, ছোট্ট গোলরুটি, উর্দিবাণী'র মতো সিরিজগুলোর কথা মনে করতে পারেন। আহা! এই বইটার মতো ওগুলোও যদি দুই মলাটে আবদ্ধ আকারে পাওয়া যেতো!!
Profile Image for Ishraque Aornob.
Author 29 books403 followers
April 18, 2023
একেবারে প্রথম শ্রেণীর বিনোদন পেয়েছি বইটা থেকে। হিস্ট্রি অফ সোশ্যালিজম ও ক্যাপিটালিজম কোর্স পড়ার কারণে সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার ব্যাপারে ভালোই আইডিয়া আছে। এই বইয়ের কৌতুকগুলো মূলত গড়ে উঠেছে সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থাকে কটাক্ষ করেই। সবথেকে বেশি ভালো লেগেছে স্ট্যালিন, লেনিন, ক্রুশ্চেভ, গর্ভাচবকে নিয়ে বানানো কৌতুকগুলো। বইটা আজগুবি নয়, অন্তত এর পিছে সময়টা নষ্ট হয়নি বরং ভালোই কেটেছে।
Profile Image for Nu Jahat Jabin.
149 reviews241 followers
October 25, 2016
বিশ্বসাহিত্য এ রুশদের কৌতুকের মত অসাধারন জিনিস খুব কমই আছে। সুড়সুড়ি দিয়ে হাসানো টাইপ জোকস না। রুশদের কৌতুকে একই সাথে থাকে দম ফাটানো হাসি আর বুদ্ধিমত্তা।

বছরখানেক আগে পুতিনকে নিয়ে কিছু কৌতুক পড়েছিলাম প্রতিটা কৌতুকই সেরা। একটা সময় রস+আলোতে নিয়মিত প্রকাশত হওয়া উর্দিবানী আর রুশ কৌতুক নামে ২টা অংশ আমি সবার আগে পড়তাম।
রুশরা কৌতুক করে না এমন কিছুই বোধহয় বাকি নাই। ঈশ্বর থেকে শুরু করে প্রানী কমিউনিজম , সামরিক বাহিনী কিছু তাদের হাত থেকে নিস্তার পায় না।


যাই হোক অনেক দিন পর মন প্রাণ খুলে হেসেছি ।
Profile Image for Shanto.
45 reviews15 followers
January 30, 2017
যারা হাস্যরসের সমঝদার তাদের জন্য সংগ্রহে রাখার মতো বই। বিশেষ করে সোভিয়েতের ইতিহাস নিয়ে কিছু ধারণা থাকলে একেবারে প্রভুখন্ড। সোভিয়েত নিয়ে আমার ব্যক্তিগত ইতিহাসজ্ঞান খুব ব্যপক না হওয়ায় আমি কোথাও কোথাও হোঁচট খেয়েছি এ কথাও সত্যি।
Profile Image for Arif  Raihan Opu.
212 reviews7 followers
August 12, 2022
কৌতুক গুলো অসাধারণ। তবে কিছু কিছু এডাল্ট কৌতুক রয়েছে। বেশ হাসিরও। হিউমার গুলোতে সেভাবে কোন অশ্লীলতা নেই৷
Profile Image for Farhan.
725 reviews12 followers
February 24, 2019
যতবার পড়ি ততবারই ঘর ফাটিয়ে হাসি। নিষ্ঠুর ভাবে মজাদার। তবে কোথাও কোন দেশের সাথে মিল পেলে তা নেহাৎই কাকতালীয়।
Profile Image for Riju Ganguly.
Author 37 books1,864 followers
April 1, 2023
এ-সব বই একবারে পুরোটা পড়তে নেই। বরং অল্প-অল্প করে, রোজ এক পাতা মতো পড়াই বিধেয়। কিন্তু ফাস্ট ফুডের প্রধান সমস্যা হল, তা ধরলে ছাড়া বড়োই কঠিন। ফলে বইটাও পড়া হয়ে গেল।
বেশ ভালো বই। তবে হঠাৎ-হঠাৎ এক-আধটা কৌতুক মুখ ফসকে অজায়গায়, বিশেষত শ্বশ্রূমাতা'র সামনে বেরিয়ে গেলে চাপ হয়ে যেতে পারে।
অল্প-অল্প করেই পড়ার চেষ্টা করবেন, কেমন?
Profile Image for Sourav Atik.
46 reviews3 followers
November 22, 2024
এই বই অনেক আগে পড়া ২০১৮ সালের দিকে প্রথম পড়ি। অনেক মজা লাগে। এই বই এর জোকস যেকোন সময়ে, যেকোন স্বৈররাষ্ট্রে সবসময় প্রাসঙ্গিক। এই বই পরে আর আনা হয় নাই। ব্যাপারটা প্যাথেটিক।
Profile Image for Nazrul Islam.
Author 8 books228 followers
February 17, 2018
অসাধারণ বললেও ক��� বলা হবে। এক একটা কৌতক যেন তৎকালীন সোভিয়েত সরকারের উপর চাবুক। এর রসবোধ কোথা থেকে আসতো তাঁদের? সম্ভবত দিনে পর দিন ভয়ে ভয়ে থাকতে থাকতে এবং ক্লান্তকৃষ্ট হয়ে তারা কৌতকের মাধ্যমে ঞ্জেদের সব হতাশা ,বঞ্চনা তুলে ধরতে চেয়েছিল।

উদাহরণ দেই কয়েকটা-

১. সবজির দোকানে ক্রেতা।
- টমেটো আছে?
- নেই।
- শশা আছে?
- নেই।
-গাজর আছে?
- নেই।
- পেঁয়াজ আছে?
- শুনুন মশাই,এটা সবজির দোকান।ইনফরমেশন ব্যুরো নয়।

২. সোভিয়েত স্টাইলে নির্বাচন শুরু হয়েছে কবে থেকে?
-যেদিন ঈশ্বর ইভকে সৃষ্টি করে আদমকে বললেন,স্ত্রী বেছে নাও ।

3. কোন মেয়ে কি কোন পুরুষকে লাখপতি বানাতে পারে?
-পারে।পুরুষটি যদি কোটিপতি হয় ।

4. শাশুড়ির উপর বাঘ ঝাঁপিয়ে পড়লে কি করা উচিত?
-নিজে ঝাঁপিয়ে পড়েছে,নিজেই বুঝুক ঠেলা।

5.বেড়ালকে দেখে খিক্ষিক করে হাসতে হাসতে গাভী বলল-
-অ্যাত্তোটুকুন তুই,অথচ গোঁফ উঠে গেছে।লজ্জা করে না তোর?
বেড়াল বিন্দুমত্র না ভড়কে উত্তর দিল
-আর তুই,ধাড়ি কোথাকার!ব্রেসিয়ার না পড়ে ঘুরে বেড়াচ্ছিস ।
6. সোভিয়েত ইউনিয়নে সবচেয়ে স্থায়ী কী ?
সাময়িক সংকট ।
7.অন্তঃসত্ত্বা বালিকা বলতে কি বোঝায় ?
রসজ্ঞানবর্জিত মেয়ে, একটু ঠাট্টা করলেই যে ফুলে বসে থাকে ।

8.মুরগির স্তন নেই কেন ?
মোরগের হাত নেই বলে ।

এইরকম আরো অনেক কৌতক আছে। যা পড়ে হাহা করে প্রাণ খুলে হাসবেন। কারো হাসতে মনে চাইলে মিস করবেন না।

Profile Image for তান জীম.
Author 4 books279 followers
August 7, 2022
রুশরা বরাবরই জোকসে সেরা। তবে জোকসের মাধ্যমে যে পলিটিক্যাল ব্যাপারগুলোতে স্যাটায়ার করা যায় এটা ভালোভাবে খেয়াল করা যায় সোভিয়েত ইউনিয়ন শাসনামলে। লেনিনকে নিয়ে খুব কম স্যাটায়ার শোনা গেলেও তার অভাব পূরণ করে দেন স্ট্যালিন। কেজিবির ব্যাপক ধর-পাকড় চললেও এই স্যাটায়ার থেকে বাদ যাননি ক্রুশ্চেভ, ব্রেজনেভ, গর্বাচভরাও। কারণ কোণঠাসা সোভিয়েতদের সরাসরি বলার কোন সু্যোগ ছিলো না। আর সেই সুবাদেই বিশ্ব পেলো জোকস, স্যাটায়ারের অন্য একটা জনরা।

এরকম বিখ্যাত কিছু জোকস নিয়েই এই বইটি। তবে শুধু যে পলিটিক্যাল স্যাটায়ারই করেছে তারা, তা নয়। রসিকতা প্রিয় জাতির জোকসে উঠে এসেছে বিভিন্ন প্রাণী, বিভিন্ন পেশার মানুষজনেরা। তবে ব্যক্তিগতভাবে প্রাণীদের নিয়ে জোকসগুলো আমার কাছে খুব বেশি উচ্চ লেভেলের মনে হয়নি। পলিটিক্যাল স্যাটায়ারগুলো ছিলো আউটস্ট্যান্ডিং।

পড়তে পারেন, খারাপ তো লাগবেই না বরং সোভিয়েত ইউনিয়নের তখনকার অবস্থা উগান্ডা নামে একটা দেশের বর্তমান অবস্থার সাথে মিলে গেলেও যেতে পারে।
Profile Image for Shakil Mahmud.
90 reviews41 followers
September 10, 2020
সবই ঠিক। শুধু নামটা উল্টো হয়ে গ্যাছে। 'সোভিয়েতস্কি কৌতুকভ' না হয়ে 'সোভিয়েতভ কৌতুকভস্কি ' হলে মানায় বেশি।
Profile Image for Md. Ajharul  Islam .
12 reviews
April 19, 2024
অসাধারণ লেগেছে। অনেকদিন ধরে কৌতুক পড়া হয় না। কৌতুক যে নিছকই হাসির উপাদান নয় বরং সমাজ-বাস্তবতার প্রতিফলন তা এই বই না পড়লে বুঝতেই পারতাম না। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নিয়ে জনগণের ভাবনা ও মনোবিজ্ঞান বুঝতে বইটি খুবই সহায়ক হবে আশা করি।
Profile Image for Dev D..
171 reviews26 followers
June 15, 2020
এই বইকে তো পাঁচ তারা দিলেও কম হয়ে যায়। সোভিয়েত দেশটা এখন আর নেই, তার মূল অংশ এখন রাশিয়া। রাশিয়ার মানুষ যে খুবই রসিক তা জানা হয়েছিল রসআলোতে রুশ কৌতুক পড়ে। সোভিয়েত কৌতুকগুলোতে কমিউনিস্ট শাসন আমলের নানা বঞ্চনা, অবিচার, শাসকদের প্রতি ক্ষোভ কৌতুক হয়ে ফুটে উঠেছে যার শতভাগই মজার, বুদ্ধিদীপ্ত, দারুণ।
Profile Image for Tahsin Reja.
73 reviews1 follower
September 8, 2015
কিছু কৌতুক পড়ে হা হা করে হেসেছি, কিছু কৌতুক পড়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলেছিল অনেকক্ষণ ধরে। কিছু কৌতুক প্রথম বার পড়ে বুঝিনি, পরে বুঝতে পেরে চমৎকৃত হয়েছি। কিছু কৌতুক আবার বিষণ্ণ একটা অনুভূতি দিয়েছে। চমৎকার একটি বই।


Displaying 1 - 30 of 55 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.