এক্কেবারে শীর্ষ স্থানীয় সাহাবাদের একজন,জান্নাতের প্রতিশ্রুতি প্রাপ্ত,রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত বা আহলে বাইত,খলিফাতুল মুসলিমীন এবং তাঁর মাধ্যমেই আল্লাহ তার রাসূলের বরকতময় বংশ দ্বারা আজ অব্দি জারি রেখেছেন এই পৃথিবীর বুকে ইত্যাদি ইত্যাদি। এমনই আরও অনেক সম্মান,মর্যাদা ও নিয়ামতে ভরপুর করেছিলেন আল্লাহ তাঁর প্রিয় এই বান্দার ব্যক্তিত্বকে। অসাধারণ সব গুণ, বৈশিষ্ট্য ও পাহাড়সম দৃঢ় ঈমানের সমাহার ঘটেছিল তাঁর মধ্যে।
আর ইতিহাস সাক্ষী যে যখনই কোনো ব্যক্তির মধ্যে এমনসব গুণ বৈশিষ্টের সম্মিলন ঘটে আর তার উপর তাঁর সম্পৃক্ততা থাকে এমন কোনো ব্যক্তির (রাসূলুল্লাহ সা.) সাথে যাঁর মর্তবা সর্বসাধারণের উর্ধ্বে তখন এটা খুব স্বাভাবিক ঘটনা যে তিনি ('আলী রা.) হবেন কঠিন সব পরীক্ষা ও ফিতনা ফাসাদের লক্ষ্যবস্তু। আর ঠিক তাই ঘটেছিল হযরত 'আলী রাদিয়াল্লাহু 'আনহুর বেলায়।
তাঁর পুরো খিলাফতকাল ছিল উম্মাহর দীর্ঘ ইতিহাসের অন্যতম কঠিন অধ্যায়। তো কেউ তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছে, আবার কখনও বা চরম নাজুক মুহূর্তে তাঁর অনুসারীরা তাঁর আনুগত্য ত্যাগ করেছে আবার এক গোষ্ঠী তো তাঁকে উপাস্য দাবি করে বসেছিল। এরকম চরম সব ফিতনার মুকাবিলা করতে হয়েছে তাঁকে। যা আল্লাহর এই সিংহ করেছিলেনও আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও চরম বীরত্বের সাথে।
উসমান রাদিয়াল্লাহু 'আনহুর খিলাফতকাল পর্যন্ত 'আলী রাদিয়াল্লাহুর সংক্ষিপ্ত জীবনী ও কীর্তি,উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের প্রকৃত ঘটনা,তার পরবর্তী নানান গোলযোগ,'আলী রাদিয়াল্লাহু 'আনহুর কিলাফত,'আলী ও মু'য়াবিয়া রাদিয়াল্লাহু 'আনহুমের মধ্যে সংঘটিত সংঘাত,জামাল ও সিফফিনের যুদ্ধ,'আলী রাদিয়াল্লাহু 'আনহুর শাহাদাত,শাসক শ্রেণীর সংশোধনে হাসান ও হুসায়ন রাদিয়াল্লাহু 'আনহুম-এর প্রচেষ্টা এবং আজ অব্দি আহলে বাইতের সদস্যদের দ্বারা দ্বীনি মেহনত ও মুজাহাদা জারি থাকা। মোটামুটিভাবে এগুলোই হলো এই বইয়ের মূল বিষয়বস্তু।
মোট কথা, 'আলী রাদিয়াল্লাহু 'আনহুর জীবনী ও তাঁর খিলাফতকালে সংঘটিত নানান ফিতনা ও তাঁর সত্তাকে ঘিরে তৈরি হওয়া নানান ফিতনা যা আজ পর্যন্ত এক গোষ্ঠীর মধ্যে বিরাজ করছে এসব বিষয়ে যদি অতি সহজ ও সংক্ষেপে আপনি জানতে চান তবে এই বইটি একটি খুব ভালো অপশন হবে ইন শা আল্লাহ। বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দিন। আমীন। সকল প্রশংসা এই বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর।