Jump to ratings and reviews
Rate this book

মা, মা, মা এবং বাবা

Rate this book
পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই। নেই স্বার্থ কিংবা স্বার্পরতার ছোঁয়া। মায়া, মমতা, আদর, যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়।
.
অথচ নিয়তির নির্মম পরিহাসে আমাদের জীবনের সেই মহানায়ক আর মহানায়িকা, যারা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদের আগলে রাখেন, আমাদের মানুষ করেন, তাদেরকে আমরা আস্তাকুড়ে ছুঁড়ে ফেলি। পরিত্যক্ত জঞ্জালের ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করি। এমনসব কঠিণপ্রাণ সন্তান, যারা দুনিয়ার লোভ আর মোহে পড়ে বাবা-মা’কে ভুলে যায়, ভুলে যায় তাদের অবদান, ত্যাগ আর তিতিক্ষার গল্প, কেমন হয় তাদের পরিণতি?
.
অথবা, এমনসব সৌভাগ্যবান সন্তান, যারা সবকিছুর বিনিময়ে বাবা-মা’কে আগলে রাখে, ভালোবাসে, যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের পিতা-মাতা, কেমন হয় সেসকল সন্তানদের যাপিত জীবনের গল্প? সেরকম একঝুঁড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা, মা, মা এবং বাবা।

176 pages, Paperback

Published January 1, 2018

69 people are currently reading
731 people want to read

About the author

Arif Azad

19 books405 followers
আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা - লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ।

১৯৯০ সালের ৭ই জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ - ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
309 (57%)
4 stars
134 (24%)
3 stars
58 (10%)
2 stars
14 (2%)
1 star
22 (4%)
Displaying 1 - 30 of 71 reviews
Profile Image for Rifat.
501 reviews329 followers
December 7, 2020
মা, মা, মা এবং বাবা নামটি শোনার পরপরই ছোটবেলায় পড়া সেই কাহিনীর কথা মনে পড়ে যায়।
সবচেয়ে আগে মা, এরপর মা, তারপরও মা এবং সবশেষে বাবা। এক অক্ষরের একটি ছোট্ট শব্দ "মা" কিন্তু ওজনে এই পৃথিবীর থেকেও কয়েকগুণ ভারী।

বাইরের দেশগুলোতে দেখা যায় সন্তান প্রসবের সময় প্রসূতির স্বামীকে তার সাথেই রাখা হয়। এর কারণ কি হতে পারে!?
১। স্ত্রী তার প্রিয় মানুষকে এই কঠিন সময়ে কাছে পেলে সাহস পাবে।
২। স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা স্বামী, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক! সে এখন একই সাথে কারও ছেলে এবং কারও বাবা ডাক শোনার অপেক্ষায়। সে তার স্ত্রীর অবর্ণনীয় কষ্ট দেখবে, এরপরের প্রতিটি মুহূর্ত তার স্ত্রীর কষ্টের দৃশ্য স্মরণে আসবে, সে কি পরিমাণ কষ্ট করে তার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে। আর........! সেও একজন মায়ের সন্তান। তার মাও এমন কষ্ট সহ্য করেই তাকে এখানে এনেছে। সময় কি অদ্ভুত!

আর রইল এই বইয়ের কথা। মা আর বাবাকে নিয়ে বিভিন্ন কাহিনীর সংকলন। বেশ কিছু গল্প নেয়া হয়েছে Abdul Malik Mujahid এর LOVING OUR PARENTS থেকে। আর বইয়ের শেষের অংশের কয়েকটি গল্প কুর'আন ও হাদিস থেকে নেয়া হয়েছে। সম্পাদনা করেছেন আরিফ আজাদ।

আমি ভেবেছিলাম বইটির পুরো অংশই হয়তো কুর'আন ও হাদিসের আলোকে। এদিক থেকে আমি একটু হতাশ :(
বইয়ের বেশিরভাগ গল্পই ফেসবুকে বিভিন্ন গ্রুপ-পেইজে ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন কোনো বিশেষ টপিকে কোনো নতুন বই আসে স্বভাবতই নতুন কিছু পাওয়ার আশা জাগে মনে!

~৭ ডিসেম্বর, ২০২০
Profile Image for Jenia Juthi .
258 reviews64 followers
December 2, 2020
কিছু গল্প আগে থেকেই পড়া ছিলো!
বাবা মায়ের সাথে মাঝেমধ্যে যে দুর্ব্যবহার করে থাকি তা মনে হলো, কেউ যেন আমাকে তা দেখিয়ে দিচ্ছে! যে আমি কতোটা খারাপ। বই পড়ছিলাম আর কান্না করছিলাম, এর কিছুক্ষণ পরেই আম্মু কল দেয়। আম্মুও কল দিয়ে কান্না করতেছে! দু দিন আম্মুর সাথে রাগ করে কথা বলি নি তাই। কষ্ট লাগছিলো সাথে শান্তিও! কেমন এক অনুভূতি! আম্মু যখন বলে, আমি যখন থাকবো না তখনই আমার কথা বেশী মনে পড়বে দেখিস। এটা আসলেই সত্য! যত বড় হচ্ছি ধীরে ধীরে সরে যাচ্ছি মনে হয় বাবা মায়ের কাছ থেকে। একেকটা গল্প পড়ছিলাম, আর এত্ত কষ্ট লাগছিলো!
Profile Image for Nasim Talukder.
12 reviews2 followers
October 13, 2020
আলহামদুলিল্লাহ!
সত্যিই গল্পগুলি হৃদয় ছুঁয়ে গেছে।
Profile Image for Abdus Sattar Sazib.
259 reviews15 followers
December 28, 2021
বইঃ মা, মা, মা এবং বাবা
লেখকঃ আরিফ আজাদ
প্রকাশনী: সমকালীন প্রকাশন
প্রকাশকাল: সেপ্টেম্বর, ২০১৮
পৃষ্ঠা: ১৭৫
মলাট মূল্য: ২৩৫ টাকা

পাঠ প্রতিক্রিয়া:
আরিফ আজাদের গল্প লেখার ধরণটা দারুণ। আরিফ আজাদের " মা, মা, মা এবং বাবা " এই ধারাবাহিকতার বিপরীত এক স্রোত। ইসলামের প্রেক্ষাপটে চমৎকার দুই ধরনের গল্প দিয়ে লেখক সাজিয়েছেন পুরো বইটাকে। ‘‘জীবন থেকে নেয়া’’ এবং ‘‘কুর’আন ও হাদিস থেকে নেওয়া’’ নামে দুই ভাগে লেখা হয়েছে গল্পগুলো। প্রত্যেকটা গল্পতেই ইসলামকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন৷

পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই। নেই স্বার্থ কিংবা স্বার্পরতার ছোঁয়া। মায়া, মমতা, আদর, যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়। বইটা জীবন কে নতুন করে ভাবতে শেখাবে৷

লেখক সম্পর্কে কিছু কথা:
আরিফ আজাদ একজন বাংলাদেশী লেখক। প্যারাডক্সিক্যাল সাজিদ এর লেখক হিসেবেই তিনি বহুল পরিচিত। অমর একুশে বইমেলা-২০১৯ এ অনলাইন বেস্ট সেলার হিসেবে নির্বাচিত হন আরিফ আজাদ। তারপর থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে আরিফ আজাদের অন্যান্য বইগুলো। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। লেখক আরিফ আজাদ ১৯৯০ সালের ৭ জানুয়ারি, চট্টগ্রাম জেলায় জন্মগ্রহন করেন। তিনি মাধ্যমিক পাশ করেন চট্টগ্রাম জেলা স্কুল থেকে। একটি সরকারি কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন এবং এখান থেকে উচ্চশিক্ষা শেষ করেন।

বইয়ের প্রোডাকশন:
সমকালীন প্রকাশন এর পেপারব্যাক বই গুলো কোয়ালিটির দিক দিয়ে এক কথায় চমৎকার। বইয়ে বাঁধাই, পেজের মান, ছাপা সবই ভালো। শক্ত-পোক্ত ছোট বই ধরতে, পড়তে আরাম পাওয়ায়, বানান ভুল পাইনি।

সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুক.. 🎭



Profile Image for Samia Rashid.
294 reviews15 followers
March 17, 2025
বেশ ভাল লেগেছে বইটা। সংগৃহীত অনেকগুলো গল্পের সংকলন।
Profile Image for Muhammad Nasim.
100 reviews32 followers
October 18, 2018
My Rating : 4.7 👌

বইয়ের অনেকগুলো গল্প আগেই ফেসবুক ও অন্যান্য জায়গায় পড়া হয়েছিলো। এই বইয়ের সুবাদে আবারো পড়া হলো। ভালো লেগেছে বইটি।
#HighlyRecommended..
Profile Image for Raihana Nowshin.
30 reviews9 followers
June 17, 2021
I cried after reading almost every story in this book. And by the time I finished reading it, I realized I have more respect and love for my parents, especially my Mom😁. I was so grateful to them for everything. This is just a beautiful creation of Arif Azad vaiya. By the way he's one of my favorite writers.
Profile Image for Imran Helal.
151 reviews57 followers
November 25, 2018
বইটি মৃূলত সংগ্রহীত কিছু ঘটনার সংকলন। তবে বইটি পড়ার সময় নিজের মা-বাবার সাথে ঘটে যাওয়া অনেক স্মৃতির ফ্ল্যাশব্যাক কিছুটা ইমোশনাল করে দেয় নিজেকে।

কারো ইচ্ছে হলে এই লেখাটাও পড়ে আসতে পারেন:
https://www.islam21c.com/islamic-thou...
Profile Image for Sidratul  Jaima.
2 reviews
November 3, 2023
আমার পড়া বেস্ট একটা বই!
প্রতিটা গল্প হৃদয় ছুঁয়ে যায়।
সত্যিই, পৃথিবীর প্রত্যেকটা বাবা-মা একেকজন যোদ্ধা।
Profile Image for Robiul Islam.
2 reviews1 follower
January 2, 2025
মা নামটার মাঝেই রয়েছে মায়া, ভালোবাসা, ভক্তি, স্নেহ এবং একটি শক্ত বাধন। "মা" শুধু কি একটা শব্দ? না, মা শুধু একটা শব্দ না। মা হচ্ছে হাজার ভালোবাসার একটি মিশ্রিত ডাক। মা-বাবা আল্লাহ সুবহানহু ওয়াতা'আলার দেয়া একটি অনন্য বিশেষ নিয়ামত। মা-বাবা এবং সন্তানের মধ্যকার সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর ও সুন্দর সম্পর্ক। এই সম্পর্ক এর মাঝে কোন খাদ নেই। নেই কোন স্বার্থ কিংবা স্বার্থপরতার ছোয়া। আমাদের জন্ম থেকে বেড়ে উঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার গল্পে তারাই থাকেন মূল ভূমিকায়।

সেই মা-বাবা আমাদের থেকে কেমন ব্যবহার, যত্ন, সম্মান পাওয়ার দাবি রাখে আর আমরা কতটা তা পালন করছি? নাকি হারিয়ে ফেলার পর মুক্তোর সৌন্দর্য অনুভব করবো আর আফসোস করব।

"মা, মা, মা এবং বাবা" বইটা পড়লে আমাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে যে, এই ঘটনা গুলো বাস্তব। কারণ, আমরা ভুলে গেছি কি করে এই মানুষগুলোকে ভালোবাসতে হয়।
লেখক, আরিফ আজাদ আমাদের মৃত প্রায় এ হ্রদয়কে জাগিয়ে তুলতে চেয়েছেন এই বইয়ের লেখার মাধ্যমে। বাস্ত জীবনে কত রকম ভাবে আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষগুলাকে অবহেলায় করে চলেছি, দূরে ঠেলে দিচ্ছি। সন্তানের অবহেলা, অগ্রাহ্যতা বাবা-মা 'কে ভীষণ কষ্ট দেয়। আর এই কষ্ট আমাদের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা যদি আমরা জানতাম! এই জানা, এই বোকামি আমাদের দিয়ে বাবা-মা'কে বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার মতো জঘন্য পাপ কাজ করায়। অথচ-নবিজী (স.) বলেন,
"তার নাক ধুলোয় ধূসরিত হোক (একথা তিনি তিনবার বললেন)। জিজ্ঞাসা করা হলো কোন সে ব্যক্তি, হে আল্লাহর রাসুল? তিনি বললেন, ওই ব্যক্তি যে বৃদ্ধ বয়সে তার পিতা-মাতা একজন বা উভয়কেই পেলো, তারপরও (তাদের সেবা যত্নের মাধ্যেমে) জান্নাত লাভ করতে পারল না।"

আমরা যারা আমাদের মা-বাবা কে ভালোবাসি এবং ঐ ব্যতিক্রম শ্রেনীর ভিতরে বিদ্যমান-উভয়ের জন্যই বইটি একটা রিমাইন্ডার! শয়তানের প্ররোচনা থেকে বাচতে এই রিমাইন্ডার খুব ইফেক্টিব।

আমাদের সবাইকে পিতা-মাতা'র খিদমত করার তৌফিক দান করুক। আমিন
Profile Image for Sangida Eshita.
10 reviews7 followers
November 27, 2020
মা, মা, মা এবং বাবা
লেখক:আরিফ আজাদ

"সালেম"

গল্পটিতে তিনি খুব সুন্দরভাবে জীবনের কিছু নির্মম সত্য কথা বুঝিয়ে দিয়েছেন।

সন্তান যেমন অবাধ্য হলে, মা বাবার চরম ঝামেলা পোহাতে হয়,কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়
তেমনি বাবা, মায়ের করা অন্যের প্রতি অন্যায় অবিচারেও সন্তানদের পরিণাম খারাপ হয়।

গল্পটিতে দুইটি লাইন এমন,
"মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা করার পরিণাম কখনো ভালো হয়না"।
"আপনি সত্যি তাই ফেরত পাবেন, যা আপনি অন্যের সাথে করবেন।"

লাইন দুটো কিন্তুু চরম সত্যি কথা।জরুরি না সেটা আপনার সাথেই হবে,আপনি অন্যের সাথে যেমনটি করবেন আপনার পরিবারের সদস্যদের সাথেও হতে পারে।

তবে "আল্লাহ তাআ'লা সবচেয়ে উওম পরিকল্পনাকারী"
(সূরা আল আনফাল:৩০)
আল্লাহ তাআ'লা "আহকামুল হাকিমীন"
অর্থাৎ, সব বিচারকের শ্রেষ্ট বিচারক।
"নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন" (সূরা মায়েদা,আয়াত নং:৪২)

যাইহোক
গল্পটিতে বাবার করা ভুলের মাশুল দিতে হয়, সালেম নামের সেই ছেলেটিকে।সন্তান যতই অক্ষম হোক, মা কখনো ফেলে দিতে পারেনা।মায়ের অবস্থান সবসময় উপরে।
বাবার ভুলের জন্য অন্ধ হলেও,আল্লাহ তার কোনো বান্দার সাথে অবিচার করেনা।ছেলেটির জন্য বাবা তার ভুল বুঝতে পারে। সবচেয়ে বড় কথা এ-ই অন্ধ ছেলের জন্যই পরবর্তীতে সঠিক পথে ফিরে আসে, আর জান্নাতের খোঁজ পায়।
অন্ধ ছেলেটির প্রতি কিন্তুু আল্লাহ ঠিকই জান্নাত নির্ধারিত করে রেখেছে,কারণ ছেলে ছিল আল্লাহ ভীরু।
আল্লাহর প্রতি এতোই ভালোবাসা ছিলো যে,একদিন নামাজে যেতে পারবেনা সে ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলো।

জীবনে যা কিছু হোক, মনে রাখতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে,তিনি তার সকল বান্দার প্রতি সুবিচার করে, বিচার করেও সেটা ভালোর দিকে অতিবাহিত করে।

মা, মা, মা এবং বাবা বইটি পড়ার ইচ্ছে ছিলো তাই শুরু করে দিলাম।দ্বিতীয় গল্পটি পড়ে আমার সামান্য কিছু অনুভূতি লিখে প্রকাশ করলাম,উপরের কথাগুলো লিখে।



তাছাড়া ও সম্পূর্ণ বই পড়ে, মনে একটা প্রশান্তি কাজ করেছে।আমরা দুনিয়ার জীবন নিয়ে সবাই কম বেশি মশগুল থাকি।মা, বাবা আমাদের শুধু এই জীবনে নয়,পরকালেও নিয়ামত স্বরূপ।
গল্প নয় এ যেন বাস্তব জীবনের সারমর্ম। নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবো,যদি দুনিয়ার জীবনে মা বাবার খেদমত করতে না পারি আমরা।
বইটি পড়ে আমার চোখে পানি এসে গেছে।
চমৎকার লিখনী, উপলব্ধি পাওয়া যাবে বইটিতে।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Mehraj Hussain kawsar.
94 reviews33 followers
October 29, 2018
বইটি পিতা-মাতা ও সন্তানের মধ্যকার পবিত্র সম্পর্ক নিয়ে লিখা অনেকগুলো ছোট ছোট ঘটনার সংকলন। ঘটনাগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেক শিক্ষা দেয়া হয়েছে। যা নিসন্দেহে একজন মুসলিমকে তার বাবা-মাকে তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা সহকারে ভালোবাসতে প্রেরণা যোগাবে। আর এটাই এই বইয়ের মূল উদ্দেশ্য বলে আমার বিশ্বাস।

কিছু অপ্রিয় ও নেতিবাচক দিক, বইয়ে এমন কয়েকটি ঘটনা আছে যা আমার মনে মোটেও সাড়া দেয় নি। আমার মতে এগুলোর পরিবর্তে আরো অনেক ভালো ভালো ঘটনা বইটিতে সংযুক্ত করা যেত। বা "কুরআন ও হাদিস থেকে নেয়া" অংশটি আরো বড় হতে পারতো বা সালাফদের জীবন থেকে আরো ভালো ভালো ঘটনা নেয়া যেত। যাই হোক,এটা আমার সম্পূর্ণ ব্যাক্তিগত মতামত যে কেউ দ্বিমত পোষণ করতে পারেন।

শরয়ী দিক থেকে,দুটো স্থানে অসম্পূর্ণ ফতোয়া ব্যবহার করা হয়েছে যা অতি সহজে কাউকে বিভ্রান্ত করতে পারে। অথচ ফোটনোটে অতি সহজে এগুলো ব্যাখ্যা করা যেত। আশা করি পরবর্তী সংকলনে ভাইয়েরা সেদিকে খেয়াল রাখবেন।
১/ "জুরাইজের ঘটনা" প্রবন্ধের এক স্থানে লিখা হয়েছে "...হিজরতের চেয়েও মায়ের হুকুম কে অগ্রাধিকার দিতে হবে।" অথচ এমনও পরিস্থিতি আছে যেগুলোতে হিজরতের জন্য পিতা-মাতার অনুমতিরই কোনো প্রয়োজন হয় না।
২/ "উমার এর কান্না" প্রবন্ধে এক বৃদ্ধ ও বৃদ্ধা পিতা-মাতার দুঃখ-কষ্ট দেখে উমার রাদিয়াল্লাহু আনহু তাদের সন্তানকে জিহাদ থেকে ফিরে আসার হুকুম দেন এবং বলেন,"যতদিন তোমার বাবা মা জীবিত আছেন৷ তাদের সেবাযত্ন করার মাধ্যমে জিহাদ করো। তারা মারা গেলে তখন নিজেকে নিয়ে চিন্তা করো।" এখানেও একইরকম ফোটনোটে উল্লেখ করা উচিত ছিল যে, আক্রমণাত্নক জিহাদ হওয়ায় এরকম সু্যোগ হয়েছে অথচ তা যদি রক্ষণাত্বক জিহাদ হতো তাহলে বাবা-মায়ের অনিচ্ছা ও সেবাযত্নের প্রয়োজন থাকা সত্ত্বেও সন্তানকে আল্লাহর রাস্তায় বের হয়ে যেতে হতো।

ফতোয়াগুলো সম্পর্কে বিস্তারিত জানতেঃ-
https://islamqa.info/en/13363
http://www.islamweb.net/emainpage/ind...
http://www.islamweb.net/emainpage/ind...
https://islamqa.info/en/5493
Profile Image for Meherun Nessa.
28 reviews3 followers
March 23, 2023
মা, মা, মা এবং বাবা বইটি লেখক আরিফ আজাদ সম্পাদনা করেছেন। অনেকগুলো গল্পের সমন্বয়ে লেখা। প্রতিটি গল্প একজন সন্তানকে শিক্ষা দিবে। আর গল্পে সন্তানের জন্য কিছু মেসেজ আছে। যা একজন সন্তান তার কাজের জন্য অনুতপ্ত হবে। সবসময়কার সেরা লেখক আরিফ আজাদ এর 'মা, মা, মা এবং বাবা' বইটি পড়া শেষ করলাম। বইটি পড়া শুরু করতেই মনের মাঝে এক ধরনের শিহরণ জাগে। পুরো বইটি জুড়ে রয়েছে আমাদের পৃথিবীর আলো দেখানোর মাধ্যম বাবা-মা কে নিয়ে লেখা গল্পগুলো। এই বইটি পড়া শেষে প্রত্যেকটি সন্তানের করা এমন কিছু আচরণের কথা মনে পড়বে, যেগুলো দ্বারা বাবা-মায়েরা কষ্ট পেয়েছে। এই বইটি এতটাই শিক্ষনীয় যে প্রত্যেকটা মানুষেরই তাদের কৃতকর্মের কথা মনে পড়বে। আমার মনে হয় এই বইটি সবার পড়া উচিত। সকল সন্তানদের জানা উচিত যে পিতা-মাতার মূল্য কতটুকু।

আরিফ আজাদের এই বইয়ের প্রতিটি গল্প আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমরা সন্তানেরা পিতা-মাতাকে কতটা অবহেলা,লাঞ্চিত করি। অথচ পিতা-মাতা কত কষ্ট করে আমাদের লালন-পালন করেছে। এই বইয়ের প্রত্যেকটা গল্প আমাকে যেমন বিষন্ন করেছে,তেমনি অনেক শিক্ষা ও ভালোবাসাও দিয়েছে।

এই বইয়ের সবচেয়ে প্রিয় অধ্যায় হলো 'সালেম'। এই গল্প পড়লে অনেককিছু শেখা যাবে। এছাড়াও এ বইয়ের 'সিলাহ রেহমি' অধ্যায়টি ভীষণ শিক্ষনীয়। পড়লেই বুঝতে পারবেন।

পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক।এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই।নেই স্বার্থ কিংবা স্বার্থপরতার ছোঁয়া।মায়া,মমতা,আদর,যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত।আমাদের জন্ম,বেড়ে ওঠা,শৈশব এবং কৈশোরের গল্পে আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়।
Profile Image for Imtiaj Iqbal.
Author 1 book5 followers
February 11, 2021
This book made me cry. I couldn't stop my tears for first half of the book. Arif Azad vaiya is really a gem. His writing style is amazing and totally appropriate for the youth. I love him for the sake of Allah SWT.
"The summary of My learnings from this book: ‌নিজের ভালো কাজের উল্লেখ করে দুআ করলে আল্লাহ তা কবুল করেন; বিশেষ করে যখন কেউ বিপদে থাকে।
‌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াকে একশত ভাগে ভাগ করেছেন। তিনি নিজের জন্য নিরানব্বই ভাগ রেখেছেন। আর বাকি এক ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েছেন। যদি কোনাে অবিশ্বাসী আল্লাহর দয়ার পরিমাণ সম্পর্কে জানত, তবে সে জান্নাতে যাওয়ার আশা ত্যাগ করত না। আর কোনাে বিশ্বাসী যদি আল্লাহর শাস্তির পরিমাণ সম্পর্কে জানত, তবে সে নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ মনে করত না. (সহীহ বুখারী, আর-রিকাক, হাদীস : ৬৪৬৯;)
‌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : সে ব্যক্তির নাক ধুলিমলীন হােক, সে ব্যক্তির নাক ধুলিমলীন হােক, সে ব্যক্তির নাক ধুলিমলীন হােক। জিজ্ঞাসা করা হলাে, কোন সে ব্যক্তি, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ওই ব্যক্তি যে বৃদ্ধ বয়সে তার পিতা-মাতার একজন বা উভয়কে পেল, তারপরও (তাদের সেবা-যত্নের মাধ্যমে) জান্নাত লাভ করতে পারল না। (সহীহ মুসলিম : ২৫৫১)
‌এক বৃদ্ধার ইসলাম গ্রহণ মনােযােগ দিয়ে বৃদ্ধার কথা শুনে তিনি বললেন, মা, আমার ‘ঈমানের তাগিদেই আমি এমন আচরণ করেছি। বাবা-মা ও বয়ােজ্যেষ্ঠদের সাথে সদয় আচরণ করতে আমি বাধ্য। এমনকি পিতা-মাতা যদি কর্কশভাবে কথা বলেন তবুও এ। তাদের আনুগত্য করতে বাধ্য। পিতা-মাতার সন্তুষ্টি আল্লাহ তা‘আলার সন্তুষ্টি। পিতা-মাতার অসন্তুষ্টি আল্লাহ তা‘আলার অসন্তুষ্টি। একারণেই আমাদের দেশের সন্তানরা সাধারণত বাবা-মায়ের সাথে উত্তম আচরণ করে। তাদের ভালােবাদে শরী‘আ (ইসলামী আইন) আমাদের এমন আচরণ করারই নির্দেশ দেয়। আমার। মা-ও আপনার মতােই। মা আমার সাথে থাকেন। তিনি এমনভাবে থাকেন দেন তিনিই বাড়ির মালিক। বাড়ির রানী। বাহিরে যাওয়ার আগে আমরা তার অনুমতি নিই। তিনি না আসা পর্যন্ত আমরা খেতে বসি না। আমি নিজে মায়ের সেবা করি আমার স্ত্রী সন্তানেরাও এ কাজে আমাকে সাহায্য করে। আমি মায়ের সর্বাত্মক সেবাযত্ন করি কারণ, আমাদের ধর্মে এমন নির্দেশই দেওয়া হয়েছে।
‌কোনো কারণে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে বাবা - মা‘কে না বলাই ভালো । সন্তান বাবা - মায়ের খুব প্রিয় , খুব আপন । সন্তানের বিষন্নতা তাদের কষ্ট দেয় । এ কারণে দাম্পত্য জীবনের ছোটখাটো সমস্যার কথা তাদের বলা উচিত না ।

‌  বাবা - মা‘কে না জড়িয়ে এসব সমস্যা নিজেদেরই সমাধান করা উচিত । অহেতুক মায়ের সামনে স্ত্রীর অতিরিক্ত প্রশংসা করা উচিত নয় । স্ত্রীকে দেওয়া উপহারের তালিকা মায়ের কাছে গর্ব করে বলাতে কোনো উপকার নেই । আমাদের ভাবা উচিত , বিয়ের আগে মা কত আপন ছিলেন । সব ঘটনা , সব সমস্যা বলার জন্য আমরা মায়ের কাছেই ছুটে যেতাম । হঠাৎ একটি মেয়ে বউ হয়ে বাবা - মা এবং সন্তানের মাঝে চলে এলো । এখন মা সন্তানকে অল্প সময়ও কাছে পান না । স্ত্রীর যেমন স্বামীর ওপরে অধিকার আছে , তেমন মায়েরও আছে সন্তানের প্রতি । অধিকার । দুজনের অধিকারই রক্ষা করা আমাদের কর্তব্য ।
‌ স্ত্রী এবং মায়ের মধ্যে যেন ভালোবাসা ও সৌহাদ বৃদ্ধি পায় সে চেষ্টা করতে হবে আমাদের । দু‘জনকেই সময় দিতে হবে । মা যেন মনে করেন , বিয়ের পর তিনি বঞ্চিত বা উপেক্ষিত হচ্ছেন । বিয়ের পর ভাইবোনদের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে । ভাইবোনদের সাথে দূরত্ব সৃষ্টি হলে মাকে সেটা কষ্ট দেয় বৈকি । বাবা - মায়ের ইসলামী জ্ঞান না থাকলে আমাদের দায়িত্ব বেড়ে যায় কয়েকগুণ ।
‌আমাদের কথা ও কাজ দিয়েই প্রমাণ করতে হবে যে , আমরা তাদের ভালোবাসি , তাদের সেবা করতে পছন্দ করি ।
‌কোনো শোক সংবাদ পেলে তৎক্ষণাৎ বাবা - মাকে জানানোর দরকার নেই । চিন্তা - ভাবনা করে সঠিক সময়টা বেছে নিতে হবে । তাদের কাছে গিয়ে নরম সুরে কিন্তু দৃঢ় চিত্তে খারাপ খবরটা দিতে হবে । তাদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে কাছাকাছি বসে কথা বলতে হবে । কথার শুরুতেই ধৈর্যের গুরুত্বকে তুলে আনা দরকার । ধৈর্যধারণের যে বিশাল প্রতিদান রয়েছে আল্লাহর কাছে সেটি মনে করিয়ে দেওয়া দরকার । যখন তারা মানসিকভাবে প্রস্তুত হবে , তখন দুঃসংবাদটি দিলে তারা বেশি ভেঙে পড়বেন না ।
‌মানুষ বৃদ্ধ হতে চায় না । কেউ তাকে বৃদ্ধ বললে তা সে পছন্দ করে না । নারী - পুরুষ সকলেই ইতিবাচক কথা ও সম্মানসূচক সম্বােধন শুনতে পছন্দ করে । বাবা - মাকে সবসময় বলা উচিত , মা - শা - আল্লাহ ( আল্লাহর ইচ্ছেয় ) আপনি এখনো তরুণ আছেন , আসল বয়সের চেয়ে অনেক কমবয়সী মনে হয় । চেহারা অনেক প্রাণবন্ত ও সতেজ । আলহামদুলিল্লাহ , আপনারা এখনো সুস্বাস্থ্যের অধিকারী , গলার সুর বলিষ্ঠ । কোথাও কোনো অসুস্থতার ছাপ দেখা যাচ্ছে না । এমন উৎসাহব্যঞ্জক কথায় বৃদ্ধ ও অসুস্থ মানুষও মনে জোর পায় , তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে
‌আমাদের বাবা - মায়েরাও মানুষ : প্রশংসা পেলে তারাও খুশি হন । সুন্দর , নতুন একটা পোশাক পরলে তাদের পরিমিত প্রশংসা করা যায় , কাপড়টা তাদের যে বেশ মানিয়েছে তা জানিয়ে দেওয়া যায় । তাদের ভালো কাজগুলোর প্রশংসা করে তাদের উৎসাহ দেওয়া উচিত । বাবা - মা সন্তানদের কণ্ঠ ভালোবাসেন । তাদের প্রিয় কোন কবিতা থাকলে তা আবৃত্তি করে শোনালে তাদের ভালো লাগবে ।ছোটবেলায় বাবা - মা‘কে কবিতা শোনালে তারা খুবই খুশি হতেন । একটু বড় হওয়ার পর তাদের হাসাতে কৌতুক বলতাম । আমি কখনোই তাদের বুঝতে দিইনি ।যে , তারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন ; বরং সবসময় তাদের মধ্যে এই বোধটি জাগিয়ে তোলার চেষ্টা করেছি যে তারা আগের মতোই আছেন : সুস্থ , সচল , সবল ।
‌ ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে তুলনা খুব ক্ষতিকর ।নিজের বাবা - মা‘কে অন্য কারও বাবা - মায়ের সাথে । তুলনা করাটা নিচু মানসিকতার পরিচয় । কে কার সন্তানদের খাওয়া - পরার ক্ষেত্রে আরও বেশি সুযোগ - সুবিধা দিয়েছে নামী - দামী স্কুলে ভর্তি করেছে — এ ধরনের কথা ভুলেও মা - বাবার সামনে বলা যাবে না । এমন মন্তব্যে তারা কষ্ট পাবেন , বুঝতে পারবেন , আসলেই তারা সন্তানকে সুশিক্ষা । দিতে ব্যর্থ হয়েছেন ।
‌যতটা সম্ভব তাদের থেকে শেখার চেষ্টা করতে হবে । ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করলে , কোনো বিষয়ে ���তামত জানতে চাইলে বাবা - মা খুশি হন ; এতে সম্পর্ক গভীর হয় ।
‌আমাদের উচিত , তাদের শ্রম ও উৎসর্গকে স্বীকৃতি দেওয়া ও তাদের সাথে সর্বোত্তম আচরণ করা । এতে আমাদের পিতা - মাতা যেমন খুশি হবেন , আল্লাহও তেমনই খুশি হবেন ।"
I'd give 5 start but Couldn't give it for the last few chapters. From my perspective those were also good but not great. But I love his each and every book. And just 2 books left - 'Aroj Ali Somipe & Prottyaborton. '
Profile Image for Tä Sü.
49 reviews2 followers
September 5, 2024
“....পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ‘উফ্’ বলো না এবং তাদেরকে ধমক দিও না; আর তাদের সাথে সম্মানসূচক কথা বলো। আর মমতাবেশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করো এবং বলো, ‘হে আমাদের প্রতিপালক! তাদের প্রতি দয়া কর, যেভাবে তারা শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।” - আল কোরআন (সুরা ইসরাইল, আয়াত-২৩,২৪)

আরিফ আজাদ সম্পাদিত “মা, মা, মা এবং বাবা” বইটি মূলত ইসলামিক জনরার ছোটগল্পের বই হিসেবে ধরা হয়। এই বইটি দুটি অধ্যায় রয়েছে : “জীবন থেকে নেওয়া” এবং “কুরআন ও হাদিস থেকে নেওয়া”। জীবন থেকে নেওয়া অধ্যায়ে মূলত আমরা পিতামাতার সাথে সন্তানদের যেসব ঘটনা সচরাচর দেখতে পাই, তাই গল্পে গল্পে তুলে ধরা হয়েছে। এই অধ্যায়ে মোট গল্প রয়েছে ৩৫টি। আর “কুরআন ও হাদিস থেকে নেওয়া” অধ্যায়ে কুরআন আর হাদিস থেকে সংগৃহীত কিছু গল্প রাখা হয়েছে। এই অধ্যায়ে গল্প রয়েছে ৯টি।

প্রথম অধ্যায়ে যতগুলো গল্প রয়েছে তার মধ্যে শুধুমাত্র “সালেম” শিরোনামের গল্পটিই আমার কাছে ভালো লেগেছে। বাকি যেসব গল্প রয়েছে সেগুলো আমরা সচরাচর আমাদের সমাজে দেখতে পাই, শুনতে পাই। এই বইটিকে ছোটগল্পের বই হিসেবে ধরা হলেও এখানে সবই ছোটগল্প নয়। বরং এর সাথে কয়েকটি স্মৃতিকথা, চিঠি আর উপদেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয় অধ্যায়ে প্রথম দুই-তিনটি যে গল্প দেওয়া রয়েছে এগুলো খুব প্রসিদ্ধ। আলেম ওলামাগণ প্রায়শই এসব ঘটনা বলে থাকেন। তাই জানা জিনিস আবার পড়তে গিয়ে বিরক্ত লাগারই কথা। তবে হ্যা, এসব ঘটনা খুব প্রসিদ্ধ হলেও অনেকেই জানে না, তাদের জন্য এসব ঘটনা শিক্ষণীয়।

প্রথম কয়েকটি গল্প খুব সুন্দর। সালেম শিরোনামের গল্পটি পড়ার পর আমি রীতিমতো কাঁদছি। তবে পরে যেসব গল্প লেখা এগুলো যেহেতু বাস্তব জীবন থেকে নেওয়া সুতরাং এসব যে জানা থাকবেই এটা তো স্বাভাবিক। সমাজের নিত্যদিনের এমন সাধারণ ঘটনা আবারও মলাটবদ্ধ করার কারণ হলো মানুষের ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখানো। এই গল্পগুলো পড়ে নিজের বাবা, মা-র প্রতি করা অন্যায়গুলো পাঠক নিজেই বুঝতে পারবে।

কিছু গল্প ছিল এমন, মনে হয় একটা গল্পই দুইবার লেখা হয়েছে। একই ঘটনা, একই পরিণাম, একই গল্প। মনে হবে, এইতো কিছুক্ষণ আগেই এই গল্প পড়ে পার হয়ে আসলাম। আমার যতদূর মনে হয়েছে, এমন সিমিলার টাইপের গল্প একবারের বেশি পড়তে গিয়ে পাঠক বিরক্ত হবে।

যদি কোনো পাঠক এই বই পড়ার জন্য নেয় তাহলে সে সন্তুষ্ট হবে না। কারণ এই বই আরিফ আজাদের “জীবন যেখানে যেমন” বা অন্যান্য বইগুলোর মতো নয়। এখানে আপনার জানা, দেখা ঘটনাগুলোই গল্প আকারে বেশি তুলে ধরা হয়েছে। এই বই হাতে নিলে উপদেশ, শিক্ষা নেওয়ার নিয়তেই নিতে হবে। আলাদা রোমাঞ্চ, অনুভূতি অনুভব করার জন্য এই বই নয়।

দ্বিতীয় অধ্যায়ে যেসব গল্প দেওয়া আছে তা খুবই প্রসিদ্ধ। বিশেষ করে যারা (কওমি) মাদ্রাসায় পড়ে তারা সারাবছরই এসব ঘটনা শোনে, পড়ে। সুতরাং এই বইটি জেনারেল পড়ুয়া ভাই/বোনদের জন্যই বিশেষ উপকারী।

সমকালীনের অন্যান্য বইগুলোর মতো এখানেও বানান বা ব্যাকরণগত ভুল পরিলক্ষিত হয়নি। বইয়ের পৃষ্ঠা, বাইন্ডিং সবকিছুই অসাধারণ।

“মা, মা, মা এবং বাবা” একটি ছোটোগল্পের বই নয়। এই পুরো বইটাই একটা শিক্ষা, উপদেশ। বাবা মা'র জন্য আমরা আমাদের এমন সাতটা জীবন ব্যয় করলেও তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারব না। তাদের প্রতি করা আমাদের অন্যায়গুলো এই বইয়ে লেখক চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। প্রত্যেকটা সন্তানের জন্য এই বইটি একটা শিক্ষা।

ব্যক্তিগত রেটিং : ৩.৬/৫

বই : মা, মা, মা এবং বাবা
সম্পাদনা : আরিফ আজাদ
প্রকাশনী : সমকালীন প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
মুদ্রিত মূল্য : ২৬০৳
Profile Image for Shahariar Ahammed.
93 reviews5 followers
January 1, 2021
অনেক বই আছে যা পাঠককে ভাবাবে। তার চেয়েও কম বই আছে যা পাঠককে কাঁদাবে।
কিন্তু এই বইটি যে কি এক অমূল্য রত্ন তা বইটি না পড়লে উপলব্ধি করা সম্ভব নয়।

মোট ৪৪ টা লেখা আছে এই বইয়ে যার মধ্যে ৯ টি হাদীস কুরআন থেকে নেয়া হয়েছে। প্রথমে হাদীস কুরআন বহির্ভূত লেখাগুলো নিয়ে কথা বলবো এবং প্রথমেই বলে নিচ্ছি যে আমি এই বইটিকে সাহিত্যের আতশকাঁচে ফেলে বিচার করবো না।

তো, প্রথম গল্পগুলো যদি খেয়াল করি এর মাঝে সম্পাদক গল্প সাজানোর ক্ষেত্রে বেশ বুদ্ধিমত্তা দেখিয়েছেন। কিছু বইয়ে দেখা যায় ভালো লেখাগুলো বইয়ের একটা জায়গায় চলে আসে। প্রথমে, মধ্যে বা শেষে। বইয়ের সবগুলো লেখা একই মানের হবে না, এটাই স্বাভাবিক। লেখক যেহেতু দুই-তিনটা গল্প পর পর ভালো গল্পগুলো দিচ্ছিলেন এতে পাঠকের যে উপকারটা হলো তা হচ্ছে একঘেয়েমি আসবে না। এই বইয়ের ক্ষেত্রে যেটা খুব জরুরি। কারণ, কিছুটা একঘেয়েমির জন্য এরকম বই যদি কেউ না পড়েন তাহলে আপনি বড়োই দূর্ভাগা।

বইয়ের সব গল্প নিয়ে আলাদাভাবে লিখে আমার সবচেয়ে বেশি ভালো লাগা গল্পগুলো নিয়ে লিখছি। কখনো বইটা হাতের নাগালে পেলে অন্তত এই গল্পগুলো পড়ার চেষ্টা করবেন।

প্রথমেই একজন মায়ের চিঠি। এই লেখাটা পড়ার পর আমি আর আগাতে পারিনি। চোখ ঝাপসা হয়ে আসছিলো বারবার। আমি কখনো আমার মায়ের সেই রাতজাগার অনুভূতি, সেই প্রসববেদনা অনুভব করতে পারবো না। তবে, আমার মধ্যে আমার মাকে অবহেলা করার ক্ষমতাটাও আর হয়তো এই লেখা চিরতরে নিঃশেষ কিরে দিয়েছে।

"সালেম!" গল্পটা ফেসবুকে কোথাও পড়েছিলাম। এক কথায় বইয়ের সবচেয়ে ভালো গল্প এটি।

কিছু লেখা আছে আপনাকে ছিদ্র করে চলে যাবে। 'বৃদ্ধাশ্রমে রেখে আসুন' তেমনই একটা গল্প।

আমরা যে আমাদের বাবাদের কাছে ঠিক কতোটা ঋণী তা উপলব্ধি করতে হলে 'এই ঋণ শোধ হবার নয়' গল্পটি পড়তে হবে।

সন্তানের জন্য মায়ের ত্যাগের আরেকটি উপাখ্যান হলো 'মায়ের চোখে পৃথিবী' গল্পটি। এই গল্পটিও আমাকে খুব নাড়া দিয়েছে। বাবা-মায়ের কতো ত্যাগ আছে আমাদের জন্য যা আজও অজানা। তবুও আমরা তাদের অবহেলা করার দুঃসাহস দেখাই! রব্বীর হামহুমা কামা রব্বাইয়ানী সগিরা।

যদি কথায় কথায় মা-বাবাকে মিথ্যা বলার বদঅভ্যাস থাকে তাহলে 'তবুও সৌভাগ্যবান' গল্পটি পড়ে দেখতে পারেন।

সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে 'অবহেলা' গল্পটিতে। আমার সবচেয়ে বেশি নাড়া দিয়েছে এই গল্পটি। খুব ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ গল্প।

এছাড়া প্রায় সবগল্পই ভালো লেগেছে। রক্তাক্ত আলেক্সেন্ড্রিয়া, আত্মত্যাগ, পুরষ্কার, সঠিক পথের দিশা, ফযল বিন ইয়াহইয়া, বাবা-মায়ের স্মৃতি, সহানুভূতির সত্য রূপ ইত্যাদি।

আর কুরআন-হাদীসভিত্তিক লেখাগুলোর কথা বললে প্রতিটি লেখাই শিক্ষনীয় ছিল। এর মাঝে থেকে সেরা লেখা বাছাই করা যাবে না। প্রতিটি লেখাই অবাধ্য সন্তানের দম্ভ গুড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট।

শুকরিয়া মহান রবের আমাকে এমন বই পড়ার সুযোগ করে দেয়ার জন্য। তিনি এই বইয়ের কাজের সাথে সংশ্লিষ্ট সকল ভাইকে উত্তম বদলা দান করুন। যারা এখনো বইটি পড়েননি, তাদের প্রতি আহ্বান থাকবে বইটা পড়ার এবং মা-বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জনের প্রতিযোগিতায় নামার।
Profile Image for Belal Khan.
22 reviews
November 16, 2021
যারা বাবা মা থাকা সত্বেও তাদের দেখে ���া, সেবা যত্ন করে না, তাদের সাথে ভালো ব্যবহার করে না তাদের মত হতভাগা আর কেউ নাই।
আমাদের এখানের রিসেন্ট একটা ঘটনা। একটা লোক পুলিশে চাকরি করে। বাবা মা জীবিত আছেন। তারা ছেলে মেয়েদের সব সম্পদ ভাগ করে দিয়েছেন। যে ছেলে চাকরি করে, সে তার বাবার থেকে পাওয়া সম্পদ নিজের ভাইদের কাছে বিক্রি না করে গ্রামের অন্যদের কাছে বিক্রি করে শ্বশুর বাড়ির পাশে বাড়ি বানিয়েছে। বাবা মায়ের কোনো খোঁজ নেয় ন���, আর্থিক সহায়তা তো দূরের কথা। তার বউয়েও তার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে। একবার তার মা খুব অসুস্থ এবং মায়ের ডক্টর দেখানো লাগবে কিন্তু তার কোনো খোঁজ নাই। মা তার বাড়িতে আসলে অকথ্য ভাষা এবং অশালীন ব্যবহার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। একদিন না পরে মা বলেই ফেললো যে "তোর মুখ যেনো আমার না দেখতে হয়/আল্লাহ যেনো তোর মুখ না দেখায়"। তার কিছুদিন পরেই ওই লোক অ্যাকসিডেন্টে মারা যায় এবং খুব খারাপ ভাবে মারা গেছে যে তার চেহারার কিছুই অবশিষ্ট নাই।
আল্লাহ আমাদের বাবা মায়ের সাথে উত্তম ব্যবহারের তৌফিক দান করুন।
Profile Image for ✨bliss ✨.
23 reviews
November 26, 2022
Well i bought this book around 2.5 years ago and sure i bought it but didn't feel like reading the whole time and tbh i didn't read much.And i was having bad time with my parents for some reason.
But after finishing my admission journey and staying away from parents for a long time i came to realise that There's no place like home and no matter how they are,none can take their place. I thought No, i have to work on me and I have to be more polite with my parents and that's when Allah guided me and i pick this beautiful piece from my bookshelf and start reading 🥺🥺🥺
And my thoughts and feelings were completely changed Alhamdulillah.Now ,I'm trying to be more kind and caring towards my parents🥺🥺 The author Arif Azad vaia,May Almighty Allah grant him goodnesses 💖 The book was beautifully written and was full of short stories.🥺 All of us must read this book even at once in our life. Reading this book soothes my heart .🌻I'm grateful that I read it .💓
Profile Image for Al Faisal Kanon.
151 reviews1 follower
May 18, 2024
অন্যরকম একটি বই...পুরোটা জুড়ে পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্কের কথা লেখা- মা বাবা আর সন্তানের সম্পর্ক!

আমাদের সকলের জীবনের এই মহানায়ক আর মহানায়িকার অবদান আর ত্যাগ যে কতো বিশাল - এই বোধটি জাগ্রত করে বইটি। যেসব কঠিনপ্রাণ সন্তান মায়া আর মোহে পড়ে ভূলে যায় তাদের অবদান ত্যাগ আর তিতিক্ষার গল্প, কতই যে ভয়ংকর হয় তাদের পরিণতি!!

আর যেসব সৌভাগ্যবান সন্তান, যারা সবকিছুর বিনিময়ে তাদের আগলে রাখে, ভালোবাসে কেমন হয় তাদের জীবনের গল্প???

বাস্তব উদাহরণের সাথে সরল বর্ণনশৈলী দিয়ে লেখা এই বই হৃদয় ছুয়ে যায়। আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন মানুষগুলোর অশেষ অবদানের কথা। অসম্ভব আনন্দ+কান্না পেয়েছে বইটি পড়ে।
Profile Image for Aiyan Ollie.
4 reviews2 followers
September 15, 2024
অনলাইনের প্রত্যাবর্তন নামে একটি চ্যানেল থেকে প্রথম প্রথম বইটির audiobook শুনি। বইটি পড়ে নিজেদের ভুল গুলো আমরা বুঝতে পারি। আমাদের সমাজে অনেকেই বউ নিয়ে সুখে সংসার করে অথচ তাদের মা বাবা কেমন আছে সে খোজ খবর নেয় না।

আমার ব্যক্তি জীবনেও আমি আমায় বড় ভাইকে এমনটাই করতে দেখি। আমার আম্মু এনিয়ে অনেক কটু কথা আমাকে সোনান "তুইও তোর ভাইয়ের মতো বউ নিয়ে আলাদা হইয়ে থাকবি"। আম্মু এ কথা আমার অনেক খারাপ লাগে। এইজন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে যাবার আগে, আমাকে বারবার ভাবতে হয়। আমিও কি তবে আমার ভাইয়ার মতো হইয়ে যাবো।

বইটি পড়ে এক রাশ অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয়।

পরিশেষে একটা কথাই বলবো, জীবন মৃত্যু বিয়ে এসবই আল্লাহর হাতে।
Profile Image for Baharur Rayeq.
12 reviews3 followers
March 5, 2020
মা। নামটার মাঝেই রয়েছে মায়া, ভালোবাসা, ভক্তি, স্নেহ এবং একটি শক্ত রক্তের বাঁধন। মা বাবা যে আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলার দেয়া একটি অনন্য নেয়ামত তা কেউ অস্বীকার করতে পারে না। সেই মা, সেই বাবা আমাদের কাছ থেকে কেমন ব্যবহার, যত্ন, সম্মান পাওয়ার দাবী রাখে আর আমরা কতটা তা পালন করছি? নাকি হারিয়ে ফেলার পরে মুক্তোর সৌন্দর্য অনুভব করবো আর হায় আফসোস করবো! বইটি পড়া শুধু মুসলিম নয় অমুসলিমদের জন্যেও। কারণ মা বাবা তাদেরও আছে। বইটা কাঁদাবে আপনাকে। একটি শক্ত ধাক্কা দিবে। ভাবতে বাধ্য করবে। মা বাবার সাথে আপনার সম্পর্ককে নতুন করে সাজাবে।
Profile Image for Saymun Kaiser.
24 reviews
March 31, 2024
বাবা মা যে আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাদের ত্যাগ আর কষ্ট যেগুলো আমাদের সামনে থেকে তারা লুকিয়ে রাখে।যার কারণে আমার তাদের কষ্ট বুঝতে পারি না।এই বই সেই বাবা মা আমাদের জীবনের কত বড় সম্পদ,তারা আমাদের জীবনে জন্য কত কষ্ট করে।তার ধারণা এখান থেকে পাওয়া যায়।এটা আমার সন্তান হিসাবে একবার হলেও বাবা-মার কষ্ট বোঝার জন্য পড়া উচিত
Profile Image for Sirajum Munir Galib.
62 reviews5 followers
January 16, 2020
প্রথম গল্পটাই আমার চিন্তা ভাবনায় একটা বড় ধরণের পরিবর্তন এনে দিয়েছে৷ হ্যা মায়েরা আমাদের চিরকালই আচলে আগলে রাখতে চান৷ কৈশরের পর আমরা বিষয়টা একদমই অপছন্দ করি৷ কিন্তু কখনো কি ভেবে দেখেছি মায়ের পার্সপেক্টিভ থেকে?
Profile Image for Nasim Bin Jasim.
116 reviews4 followers
March 7, 2024
অসাধারণ একটি বই।
আবার মনে হয় এ ধরনের বই বারবার পড়া উচিত তাহলে আমাদের মা-বাবার প্রতি কর্তব্য দায়িত্ব এবং তাদের ত্যাগ স্বীকারের কথা পুনরায় মনে হবে।

ছোট ছোট গল্প দিয়ে সাজানো এই বইটি প্রতিটি গল্পই বাস্তবসম্মত এবং প্রতিটা ব্যক্তির জন্যই প্রযোজ্য।
Profile Image for Tanjim.
4 reviews
May 3, 2024
মা, মা, মা এবং বাবা। এই বই আগে পড়েছিলাম ছোটবেলায়। তখন যেভাবে কান্না করে দিয়েছিলাম কিছু লেখা পড়ে, এবারও ঠিক তেমনই কান্না এসে গিয়েছিলো।
গল্পগুলো অনেক সুন্দর। মা বাবার প্রতি ভালোবাসার অনুভূতি তীব্র করার জন্য এই বইই আমি সাজেস্ট করবো 🫵🏻
1 review
Read
November 21, 2024
মাতা পিতার প্রতি প্রবল মায়া-মমতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, হক আদায়ের মনোভাব তৈরি করতে সক্ষম একটি বই। ছোট ছোট গল্পের মাধ্যমে লেখক খুব সুন্দরভাবে পাঠকদের মনে মা-বাবার প্রতি ভালোবাসা তৈরি করার চেষ্টা করেছেন।
Profile Image for Md Abdur.
2 reviews1 follower
December 26, 2018
পিতা মাতার প্রতি সন্তানের ভালোবাসা ও কর্তব্য পালন করা নিয়ে বেশ কয়েকটি সত্যিকার ঘটনার সঙ্কলন ।
Profile Image for Nahid Hossain.
8 reviews4 followers
January 9, 2019
বইযের অনেকগুলো গলপ আগেই পডা ছিলো। ভালো লেগেছে বইটি।
Displaying 1 - 30 of 71 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.