প্রথমত, গুডরিডসে বইটি না দেখে একটু অবাক হয়েছিলাম। দৈনিক জনকণ্ঠে ১৯৯৯ থেকে ২০০১ সময়ে প্রকাশিত কলাম সমগ্র বলা যায় বইটিকে। বইয়ের নাম ঈশ্বর, সৃষ্টি ও ধর্ম হলেও প্রবন্ধের প্রয়োজনে এসেছে রাজনীতিও। স্বাভাবিকভাবেই একজন মানুষের সকল মতামতের সাথে একমত হওয়া সম্ভব না। এই বইয়ের সকল বক্তব্য তেমনি মনোরঞ্জন করার মতো নয়। গোলাম আজমকে লেখক শ্রদ্ধা করেন "কারণ তিনি জ্ঞানী ব্যক্তি" বক্তব্যটি যেমন প্রচন্ড বিরক্তির সঞ্চার করেছে। সেই স্কুল থেকে পড়ে এসেছি দূর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। যদিও সেই নিবন্ধে বেশ ভালোভাবেই গো.আজমকে ধুয়ে দেয়া হয়েছে।