ছোট্ট একটা বই। এক বসায় শেষ করে ফেলেছি। তালিবে ইলমের জন্য একটা গাইডেন্সমুলক বই। বইটা পড়ার পর পাঠক নিজের মনের ভিতর অবশ্যই বই পাঠের জন্য তাগিদ অনুভব করবে ইন শা আল্লাহ। শুধু চেতনা জাগিয়েই লেখক ক্ষান্ত হন নি। সাথে একজন আদর্শ তালিবে ইলম কিভাবে হবেন তার বেশ কিছু টিপস বতলে দিয়েছেন।