১৯৪৭ সালের দেশ বিভাগের পরবর্তী ঘটনাসহ ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনের মেলা প্রসঙ্গ , ঐতিহাসিক চরিত্র বিশ্লেষণ, স্বাধীনতা উত্তর সামাজিক অবক্ষয় ইত্যাদি বিষয় এসেছে এই ''ঝড়মুখী ঘর'' উপন্যাসে।লেখক রাজনৈতিক প্রেক্ষাপট ও তুলে ধরেছেন খোলামেলাভাবে।
আমার মনে হইলো আমি উপন্যাস না বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের স্ক্রিপ্ট পড়তেছি। কিছু ঐতিহাসিক ঘটনা ছাড়া লেখকের বাকিসবই একরকম ন্যাকামি টাইপ লাগছে। যেমন তিনি বইয়ের ক্যারেক্টারের মধ্যে ন্যাচারাল এক্সপ্রেশন আনার জন্য বারবার একই পদ্ধতি ব্যবহার করেছেন । যেমন '' না ! না! না! এ হতে পারে না! কক্ষনো না! ........................'' সাড়ে এক তারা দেওয়ার সিস্টেম নাই তাই বাধ্য হইয়া দুই দিতেছি।