Abdullah Al Muti Sharfuddin (Bengali: আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন) was a Bangladeshi educationist and popular science writer. He gained Kalinga Award of UNESCO in 1969.
টক্সিন কী তা জানলাম। টক্সিনের বাংলা পরিভাষা যে অধিবিষ, তা জানলাম। টক্সিন আর পয়জন কীভাবে আলাদা তা-ও জানলাম। পদার্থবিজ্ঞানী হয়ে এত সরলভাবে ব্যাখ্যা দিয়েছেন, যেটা আজকের উদ্ভিদবিদ্যা বইগুলোতেও পাওয়া যাবে না। ব্যবসা-প্রযুক্তি-অনট্রাপ্রেনারশিপ-ওষুধ প্রভৃতি নিয়ে সরস অথচ তথ্যসমৃদ্ধ লেখা বাংলার এই নন্দিত বিজ্ঞান লেখকের। তাঁর সমগ্র রচনা নিঃশেষের চেষ্টা করছি।