What do you think?
Rate this book


128 pages, Hardcover
Published November 3, 2018
"তুই একটা কুত্তা, মকবুলদের বাড়ির সামনের বেয়াদপ কুত্তা। "
"মকবুলদের বাড়ির সামনে তো কুত্তা দুইটা, আমি কোনটা?"
"পশম ওঠাটা তুই, আর আরেকটা তোর বউ।"
..... বেলা হাসে , দেখা যায় না এমনভাবে নিজের তলপেটে হাত রেখে আস্তে করে হাত বোলায়। চোখ বন্ধ করে বলে, "মেঘ বাবাটা, মা তোকে ভালোবাসে, খুব ভালোবাসে।".....
.....নিজেকে নিজে সামনে থেকে দেখা যায় না। দেখা গেলে তিনি চরম অভিমানী একজন বাবাকে দেখতেন। যার চোখ ভিজে উঠছে মেয়ের অনুপস্থিতিতে।
......."কুকুরটার সাথে কথা বলি"....
"কি উত্তর দিল জানিস?".
"কী?"
"বলল, শালা মানুষের বাচ্চা, দূর হ আমার সামনে থেকে।"
"জগত মাঝারে করবো বিচরণ,
নাইবা দেখলে।
অস্তিত্বের অনুভূতিতে শুধু,
আমাকেই পাবে।"