What do you think?
Rate this book


82 pages, Hardcover
First published April 1, 1973
"মানুষ চলে যায়, ভুলে যায়, মরে যায় আর জিনিস ভেঙে যায়, চুরি যায়, হারিয়ে যায়। কী হবে ভালবেসে?"
(হলদে পাখির পালক,Leela Majumdar)


“জামগাছের মাথায় সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হা -হা করে উঠে। আদিগন্ত বিস্তৃত শূন্যতায়, কি বিপুল বিষণ্নতাই না অনুভব করি! জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি।”
“দিতে পার একশ' ফানুস এনেরাবেয়া আপা বোকা নয়তো কি! মন্টুর লেখা লাইনের মধ্যে নিজেকে দেখতে পেল! তবে রাবেয়া আপার সৌভাগ্যও ছিল বটে! না হলে কি আর ঐ কারাকাননের দুঃখী মেয়েটির আদর পায়! মধ্যবিত্ত বাবার অতো স্নেহ পায়! তারপরও রাবেয়া আপাটা কত বিষণ্ন ছিল!
আজন্ম সলজ্জ সাধ,
একদিন আকাশে কিছু ফানুস উড়াই।”
Chhoo Gayi Jism Mera, Kiski Daaman Ki Hawa?
Kahin Yeh Woh To Nahin! 🎵


"দিতে পারো একশো ফানুস এনে?
আজন্ম সলজ্জ সাধ-একদিন আকাশে কিছু ফানুস ওড়াই।"