তিনি ধূমকেতুর মতো ঝোড়ো উন্মাদনায় বঙ্গ সংস্কৃতিতে প্রোথিত করেছেন ‘রকস্টার’, এই প্রায় অপরিচিত শব্দবন্ধটি। গান তৈরি, গায়নশৈলী এবং মঞ্চ উপস্থাপনে তাঁর কার্যকলাপকে তো প্রায় প্রথাধ্বংসী বিপ্লব-ই বলা চলে। তরুণ প্রজন্মের সর্বস্বীকৃত ‘আইকন’, সমস্যা সমাধান কলামেও ‘১৯২০’ চায় রূপমের ম্যাজিক টাচ। কিন্তু এই মাতামাতির বাইরেও তাঁর একটা নিভৃত ‘একলা ঘর’ থেকে যায়, যেখানে তিনি প্রায় স্বগতোক্তি করেন ‘জীবন চলছে না আর সোজা পথে’, সব স্বীকৃতিকে নস্যাৎ করে লিখে দেন- ‘চর্চিত চৌহদ্দিকে উপহার ভেবো না।’ কখনও বা গানের পঙক্তিতে ধরা না দিয়ে ‘আসল রূপম’-এর এই স্বমূল্যায়ন বেরিয়ে আসে গদ্য লেখায়। সেই লুকিয়ে থাকা আসল লোকটাকে জনসমক্ষে হাজির করছিলেন তিনি এফ এম শো ‘RUPAM ON THE ROCKS’-এ নিয়মিতভাবে। কালের নিয়মে সেই শো-এর মেয়াদ ফুরলেও শ্রোতাদের অকুণ্ঠ ভালবাসা এবং সমর্থন তাঁর মনের মধ্যে চালু করে রাখল এই অনুষ্ঠানটিকে। জমা হতে থাকল আরো অনেক কথা, অজানা তথ্য, অনুভূতি। এই সব নতুন অপরিচিত এপিসোড নিয়েই যেন এই বইয়ের পাতায়-পাতায় প্রাণ প্রতিষ্ঠা সেই জনপ্রিয় অনুষ্ঠানের। থাকছে তাঁর অপ্রকাশিত গান, গদ্যরচনা, প্রবন্ধ এবং প্রচুর ছবি। বাংলা রক প্রেমীদের কাছে এক ‘আনন্দ’ উপহার।
রূপমের জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৪, কলকাতায়। টাকি হাউজ় স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেছেন ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত। তারপর স্বেচ্ছাঅবসর নিয়ে নানা ধরনের সাংস্কৃতিক কাজে নিজের কর্মপরিধি বিস্তৃত করেছেন। ১৯৯৮ সালে এইচএমভি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘তোর ভরসাতে’। ১৯৯৯ সালে জনপ্রিয়তম বাংলা রক ব্যান্ড ‘ফসিল্স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। ২০০২-এর ‘ফসিল্স’ অ্যালবামে গানের গোত্র হিসেবে প্রথমবার বাংলায় লেখা হল ‘রক’। ‘বাংলা রক’ এরপর রূপমের হাত ধরেই মান্যতা পেল। এ ছাড়াও কাওয়ালি থেকে কীর্তন, সেমি-ক্লাসিক্যাল থেকে নানা ধরনের পল্লিগান— হরেক কিসিমের বাংলা গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন।
‘বাংলা রক’ নামের সংগীত পত্রিকা সম্পাদনা, তাঁর প্লেব্যাক এবং সংগীত পরিচালক/গীতিকার জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঔপন্যাসিক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’— তাঁর প্রথম উপন্যাস-গ্রন্থ। আনন্দ পাবলিশার্স থেকে নিয়মিত প্রকাশিত হয়েছে তাঁর সংগীত বিষয়ক এবং আত্মজৈবনিক বিভিন্ন গদ্যের সংকলন।
সম্মান: ২০০৯-এ দেশের শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে জাতীয় পুরস্কার। ২০১৫-’১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘সংগীত সম্মান’।
"তুমি গুরু বন্দনা করবে, আর তার তত্ব জানবে না টা কি করে হয়" মূলত ২০০৭ সালে ১৯ ২০ বাংলা ম্যাগাজিন এ রুপম ইসলাম এর বিশেষ সংখ্যা বের হয় , তার সঙ্গিতিক জার্নি তার বেড়ে ওঠা, তার দর্শন ,তার গানের লেখা ও গাওয়ার পূর্ববর্তী সময় কেমন ছিল। কেমন ছিল তার ব্যক্তিগত জীবন , তার জীবনের নানান দিক , ফসিলস কিভাবে বাংলার সঙ্গীত মহলে নতুন জোয়ার আনলো।। ভবিষ্যতের ব্যান্ড দের কিভাবে এগোন উচিত , এই জার্নি তে সব টাই রয়েছে এই বইয়ে।।