কল্পবিজ্ঞান পশ্চিমবঙ্গে এখনো পিছিয়ে থাকা বিষয়( সংক্ষরণ দরকার) কিন্তু এই বিষয় টি আমার প্রথম ও প্রধান পছন্দ হওয়ার জন্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই বিষয়ের উপর যা বই পাই সংগ্রহ করে পড়ে ফেলি, ক্ষিদের জ্বালায় যা পাচ্ছি তাই খাচ্ছি। হ্যা, এরফলে বদহজম ও কয়েকবার হয়েছে
বাংলাদেশ যেখানে এই বিষয়ে H.S. পাশ করে গেছে, আমাদের দেশ নার্সারিও টপকাতে পারেনি, হ্যা অবশ্যই এখানেও কিছু ব্যতিক্রমি লেখা আছে, তাদের বাদ দিয়েই বলছি(অদ্রীশ বর্ধন যে যুগের সূচনা করেছিলেন, তারপরে অনিশ দা, অভিজ্ঞান দা,দেবজ্যোতি দা সেই যুগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করছেন, কিন্তু প্রলয় এখনো আসেনি)। দাঁড়ান দাঁড়ান হা রে রে করার মতো কিছু হয়নি, সাদা চোখে 2 দেশের বই পড়ে থাকলে আপনারও সেটি মনে হবে, আর সেটা যদি না হয়, তাহলে এটিকে একান্তই আমার ব্যক্তিগত মতামত হিসাবে দেখুন।
দেবজ্যোতি দার কাছে অনুরোধ এই ধরণের কিছু লেখা এই সংরক্ষণ যোগ্য বিষয়ে বিপ্লব আনতে পারে।
দেবজ্যোতি দার লেখা আমার খুব প্রিয়, তায় কল্পবিজ্ঞান, গতবছরের বইমেলাতে এই বই টি লিস্টে ছিলো কিন্তু হলুদ রঙের মার্কামারা পৃষ্ঠা, বিদঘুটে একটা গন্ধ এবং অতিরিক্ত দামের জন্য কিনতে পারিনি, এবছর বুকিকার্টে 126 টাকায় পাচ্ছি দেখে অর্ডার করে দিয়েছিলাম (বর্তমানে পৃষ্ঠা তার সাদা রং ফিরে পেয়েছে)।
উফ্ফ কি পড়লাম, এবং এটাও বুঝলাম প্রকাশকদের বিদঘুটে লাভের আশায় লেখক পাঠক দুজনেই ক্ষতিগ্রস্থ হয়। দেবজ্যোতি দা ভালো লিখবেন এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাই বলে এটা..!!!! ভিনগ্রহী দের চোখে মানুষ রাও কিন্ত জন্তু জানোয়ারের মতোই, তাদের ও গরু/মুরগির মতো খামারে চাষ করা হয়, পালা হয়।
এর বেশি কিছু বললে ব্যাপার টা স্পয়লার হয়ে যাবে, তাই বলবো না, কিন্তু কল্পবিজ্ঞান প্রেমীদের কাছে এটা মাস্ট রিড বই, এবং অন্য বইপ্রেমী দের কাছেও যারা একটু মুখ চেঞ্জ করতে চান, বা সহজ ভাষায় ভিন্ন ধরনের বই পড়তে চান (বিজ্ঞানের কচকচানী নেই)তাদেরও বেশ ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য মানেই কি অ্যানথ্রপমর্ফিক 'ভালো' ভিনগ্রহী আর রোবটের আত্মত্যাগ দেখে দরবিগলিত হওয়া? অধিকাংশ ক্ষেত্রেই তা হয় বটে। তবে মাঝেমধ্যে ব্যতিক্রম ঘটে। পাওয়া যায় এমন লেখা যা অন্যভাবে ভাবতে বাধ্য করে পাঠককে। ফ্যাভ বুকজ থেকে প্রকাশিত আলোচ্য বইটিতে দেবজ্যোতি ভট্টাচার্য লিখিত এমন দুটি কাহিনি সংকলিত হয়েছে, যারা অন্যভাবে ভাবতে বলে আমাদের।
এই বইয়ের প্রথম লেখা 'ফেরিন'। উপন্যাসিকাটি আগে 'টগবগ'-এ প্রকাশিত হয়েছিল। ঠিক কী নিয়ে এই কাহিনি? এর কেন্দ্রে যে ভাবনা আছে, তাকে সিজিন লু-র "ডার্ক ফরেস্ট ইউনিভার্স" তত্ত্বের একটি ব্যবহারিক রূপ বলা চলে। অক্টাভিয়া বাটলার-এর অবিস্মরণীয় উপন্যাস 'ব্লাডচাইল্ড'-এর তুলনামূলকভাবে সহজপাচ্য অংশটি নিয়ে এগিয়েছে এই গল্প। তাতে মিশে গেছে ইচ্ছাপূরণ এবং হিরোইক কোয়েস্টের স্বপ্ন। এই গল্পে বেশ কিছু ফাঁক আছে, যেমন, শতাব্দীপ্রাচীন বৈজ্ঞানিকের স্কিলড ট্রেকিং। এর সহসা সমাপ্তি থেকেও বোঝা যায়, এই কাহিনি ইয়ং অ্যাডাল্টদের জন্যই লেখা হচ্ছিল, কিন্তু সেটিকে খামচেখুমচে কিশোরপাঠ্য বানানো হয়েছে। তবে এসব সত্বেও এই কাহিনি আমাদের পড়া উচিত, কারণ এটি ছকের বাইরের লেখা।
দ্বিতীয় কাহিনি একটি গল্প, নাম 'স্বপ্ন নিয়ে'। এই লেখাটি নন-লিনিয়ার ন্যারেটিভ নিয়েও সহজ। ইচ্ছাপূরণ জাতীয় ভাবনারই প্রতিফলন ঘটেছে এতে, সঙ্গে মিশে গেছে মাল্টিভার্সের আপাতকঠিন তত্ত্বের সার।
এই দুটি লেখাই পড়ার মতো। কিন্তু বিপদে ফেলেছে বইয়ের দাম। নিতান্ত মোটা দাগের প্রকাশন-মূল্য, ছোটো ফন্টে অনাবশ্যক লিড এবং প্রয়োজনের দ্বিগুণ স্পেসিং, এই নিয়েও মাত্র ১১২ পাতার বইয়ের দাম যদি এইরকম হয়, তাহলে লোকে এই বই কিছুতেই কিনবে না। প্রকাশককে অনুরোধ করব, বইটি নতুন চেহারায়, অপেক্ষাকৃত সুলভ মূল্যে পাঠকের কাছে পেশ করা হোক। এমন লেখা পাঠকের কাছে না পৌঁছলে পাঠক ও লেখক, দুয়েরই ক্ষতি।