নামে ছোটোগল্পের সংকলন হলেও আদতে এই বই হল দুটো জানলা। একটা জানলা দিয়ে অনুষ্টুপ শেঠ ও তাঁর কন্যা তিতিরপাখি ওরফে শরণ্যাকে দেখি আমরা। অন্যটা দিয়ে বিদ্যমান হন অভীক সরকার ও তাঁর কন্যা প্রিন্সেস ওরফে আরাত্রিকা। শুধু কি তাঁরাই? আসলে তো এই বই ছোটোবেলার, বড়োবেলার, অবুঝবেলার অনেক কান্না-হাসির দর্পণ মাত্র। তবে প্রকাশক কাফে টেবিল, এবং বইয়ের চোখ-জুড়োনো প্রচ্ছদের শিল্পী নচিকেতা, তথা অলংকরণ শিল্পী মধুলিকাকে ভূরিভূরি ধন্যবাদ। তাঁরা হাত না লাগালে এই হাসিকান্নায় রঙিন মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়া নামক পদ্মপাতায় জলের বিন্দু হয়ে হারিয়ে যেত। সেই বর্ণচ্ছটা আমাদের শেলফে ইচ্ছে হলেই পড়ার জন্য, একটু কাঁদার জন্য, অনেকটা হাসার জন্য জমা হয়ে রইল তো এই সবার জন্যই। বইটা দেখতে পেলেই কিনুন, পড়ুন, উপভোগ করুন। সে আপনার ঘরে রাজকন্যা থাকুক বা বীর হনুমান, বইটা আপনার ভালো লাগবেই। পাক্কা।