" 'আমাদের' অনুপম রায়ের প্রথম পরিচয় সে লেখক, কবি। গানের জগৎ পরে। 'আমাদের বেঁচে থাকা' আরো পাঁচটা গল্পের বগি টেনে নিয়ে কৌরব প্রকাশনীর স্টেশনচ্যুত হতে পারল, এটা আমাদের সকলের কাছেই উদযাপনের।" --------- আর্যনীল মুখোপাধ্যায়
অনুপম রায় একজন বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে "আমাকে আমার মতো থাকতে দাও" ও "বেঁচে থাকার গান" এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন। তিনি ২৯ মার্চ, ১৯৮২ সালে জন্ম গ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুলে। কলেজের পড়া শেষ করেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে। অনুপম রায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে গোল্ড মেডেল অর্জন করেন। অনুপম রায় গানের সবকাজ নিজেই করেন। তার অধিকাংশ গানের ক্ষেত্রেই তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গান গান। উল্লেখযোগ্য গ্রন্থসমূহ : ম্যাকি, বৃষ বসে থাকে, আমাদের বেঁচে থাকা, মন ও মেজাজ, অনুপম কথা, সময়ের বাইরে, ছোঁয়াচে কলম, অনুপমকথা ও অন্যান্য।
অনেক সময় নিয়ে পড়েছি বইটি। সচরাচর গল্পের বই এত ধীরে পড়ি না। অফিসের কাজের ফাঁকে একটু একটু করে পড়তাম। বইটা আমার কাছে প্রচণ্ড গুমোটভাবের মাঝে এক ফালি মৃদু হাওয়ার মত লাগত তাই অফিসেই বইটি পড়েছি। গল্পগুলো আজকালকার গল্পগুলো থেকে একদম অন্যরকম। মনে হত অনুপম রায়ের লেখা গল্প পড়ছি না, গল্প শুনছি;তাঁর সামনেই বসে বসে। রোমান্টিকতা আছে, আছে নাগরিক জীবনের কথা, জীবন যাপনের যাতনাও হারিয়ে যায়নি। স্নিগ্ধ, শান্ত নদীর জলের মত গল্পগুলো আমার সত্যিই ভাল লেগেছে (4 star, really liked it)!