A collection of essays about on the Bangla language by the author, published in different Bangla periodicals including the magazines "Robbar" and "Disha Sahitya".
পলাশ বরণ পালের বাংলা ভাষাচর্চার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। প্রতিদিন 'রোববার', এবং তার আগে অন্য নানা পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধের মাধ্যমে তিনি বাংলা ভাষা নামক মাইনফিল্ডের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে চলেছেন। তেমনই বাষট্টিটি (শ্রীপালের মতো প্রলিফিক হতে পারলে আমি ধন্য হতাম, সত্যি বলছি!) লেখার সংকলন হল এই বইটি। সূচিপত্র পুরো তুলে দিতে গেলে ব্যাপারটা ভয়ানক ক্লান্তিকর হয়ে যাবে। সংক্ষেপে বলি, ভাষাতত্ত্ব, উপভাষা, বানান, পরিভাষা, লিখনপদ্ধতি - এমন নানা বিষয় নিয়ে লেখা নাতিদীর্ঘ প্রবন্ধরা স্থান পেয়েছে এই বইয়ে। পত্রিকায় এগুলো পড়ার পর পাঠকদের কেমন লাগত, তা আমার পক্ষে আন্দাজ করা অসম্ভব। কিন্তু বইটা পড়ে আমার যা মনে হল তা এরকম: ১. প্রবন্ধ লিখতে গেলেই পাঠককে জ্ঞান দিতে হবে, এই কথাটা লেখককে কে বুঝিয়েছে, তা জানতে মন চায়। ২. কথায়-কথায় বিদেশি ভাষার উদাহরণ না টেনে বাংলা ভাষাতেই শব্দগুলোর উৎপত্তি ও ব্যুৎপত্তি নিয়ে আলোচনা করতে গেলে কি লেখকের মানহানি হত? ৩. লেখক জানেন বিস্তর। কিন্তু স্বল্প পরিসরে পাঠককে সেই বিপুল জ্ঞানভাণ্ডার চাখাতে গিয়ে কখন ওভারডোজ হচ্ছে আর কখন ম্যালনিউট্রিশন - সেটা ভদ্রলোক একেবারেই ধরতে পারেননি। সংশ্লিষ্ট সম্পাদকেরা লেখককে সেটা বলার প্রয়োজনও যে বোধ করেননি, তা স্পষ্ট। সব মিলিয়ে, এই রাশিরাশি লেখা থেকে নেট টেক-অ্যাওয়ে একটিই হল। লেখক কত জানেন!!!!! বাংলা ভাষার শুদ্ধ অথচ সহজ ব্যবহারকে কীভাবে উৎসাহ দেওয়া যায়, সেটা লেখক তাঁর পাঠকদের আদৌ জানাতে আগ্রহী হননি। হয়তো ওটা তাঁর (অতি বিরল) না-জানা জিনিসের একটি। পোষাল না।